Wednesday, December 10, 2025

আধুনিক প্রযুক্তিতে সমীক্ষা, পথশ্রী প্রকল্পে গ্রামীণ এলাকায় আরও ২৫ হাজার রাস্তা করবে রাজ্য

Date:

Share post:

রাজ্যের একাধিক জেলায় রাস্তার খারাপ হাল নিয়ে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করার পর রাজ্য সরকার সমস্ত রাস্তার আধুনিক প্রযুক্তি নির্ভর সমীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। এই সমীক্ষা পর্বে জিআইএস ম্যাপিং এর মাধ্যমে গ্রামীণ এলাকা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার বর্তমান পরিস্থিতি বিস্তারিত তথ্য সহ তথ্য ভান্ডার তৈরি করা হবে। কোথাও নতুন রাস্তার প্রয়োজন আছে কি না, কোথায় কোথায় মেরামতির প্রয়োজন রয়েছে, কোন রাস্তা কতদিন আগে তৈরি বা মেরামত করা হয়েছিল সেসম্পর্কে সমস্ত তথ্য সেখানে থাকবে। কোনও রাস্তা তৈরির পাঁচবছরের মধ্যে খারাপ হয়ে গেলে সংশ্লিষ্ট ঠিকাদারকে খুঁজে বের করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের কয়েকমাস আগেই ‘পথশ্রী প্রকল্পের আওতায় রাজ্যে ১২ হাজার কিমি রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। তারই সঙ্গে নতুন করে এই সমীক্ষার কাজও চলবে।

পথশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়ে রাজ্যের গ্রামীণ এলাকায় আরও ২৫ হাজার রাস্তা তৈরি করতে চলেছে রাজ্য সরকার। সরাসরি মুখ্যমন্ত্রী’র হেল্পলাইনে জমা পড়া আবেদনের ভিত্তিতে এই রাস্তাগুলি তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। রাজ্যের পঞ্চায়েত দফতর সূত্রে জানা গেছে ওই হেল্পলাইনে ৪০ হাজার গ্রামীণ রাস্তার আবেদন জমা পড়ে। তার মধ্যে ২৫ হাজার আবেদন মঞ্জুর হয়েছে।

পথশ্রী প্রকল্পের আওতায় এপর্যন্ত রাজ্যের ২২ জেলায় ১২ হাজার কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে। প শ্রী ৩ প্রকল্পের আওতায় ৩৪৭৫.৪১ কোটি টাকা ব্যয়ে ১১ হাজার ৮৮৫ কিলোমিটার রাস্তা তৈরির কাজ অনুমোদিত হয়েছে। এই কাজ অনেকটা এগিয়েও গিয়েছে। তবে নির্বাচনের কারণে যেসব জায়গায় রাস্তা তৈরির কাজ শেষ করা যায়নি, সেখানে দ্রুত কাজ শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবর।

প্রশাসনিক পর্যবেক্ষকদের মতে, গ্রামের মানুষের মূল অভিযোগই রাস্তার দুরবস্থা নিয়ে। দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে একশো দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস বা সড়ক যোজনার মতো প্রকল্পের বরাদ্দ। ফলে লোকসভা ভোটের পরে ফের একবার গ্রামীণ পরিকাঠামোর উপর জোর দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুন- চোপড়া- শিলিগুড়ির ঘটনায় কড়া ব্যবস্থা, দেবাশিস প্রামানিককে বহিষ্কার ও হামিদুলকে শো-কজ তৃণমূলের

 

spot_img

Related articles

নিয়ম না মানায় তিন মাসের জন্য বন্ধ দার্জিলিংয়ের গ্লেনারিসের বার- মিউজিক! 

শীতের মরশুমের শৈল শহরের পর্যটকদের জন্য খারাপ খবর। দার্জিলিং (Darjeeling) বেড়াতে গেলে ম্যালে ঘোরাঘুরির পাশাপাশি অন্যতম আকর্ষণ গ্লেনারিসের...

রোকেয়া সাখাওয়াত হোসেনের ৯৪তম প্রয়াণ দিবস স্মরণ, শ্রদ্ধা রোকেয়া মিনারে

বরেণ্য শিক্ষাব্রতী, নারীমুক্তির পথপ্রদর্শক ও সাহিত্যিকা রোকেয়া সাখাওয়াত হোসেনের ৯৪তম প্রয়াণ দিবস মঙ্গলবার সকাল ১০:৩০ টায় 'রোকেয়া মিনার'...

নচিকেতার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পরেই স্টেন্ট বসানোর জরুরি অস্ত্রোপচার। আর সেই চিকিৎসাধীন নচিকেতা চক্রবর্তীকে দেখতে মঙ্গলবার...

জেডএসআই-এর বড় আবিষ্কার! মেঘালয়ে মিলল দুটি নতুন ‘সালটিসিডি’ মাকড়সা

মেঘালয়ের জীববৈচিত্র্যময় অরণ্যে সন্ধান মিলল দু’টি নতুন লাফানো মাকড়সার প্রজাতির। জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জেডএসআই)-এর বিজ্ঞানীরা সম্প্রতি আবিষ্কার...