Wednesday, August 20, 2025

কাশ্মীর থেকে কেরালা, কলেজে ভর্তি হতে বাংলাই সকলের গন্তব্য: ব্রাত্য

Date:

গোটা দেশের শিক্ষাক্ষেত্রে বাংলাই যে শিক্ষার্থীদের লক্ষ্য এবার স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়ায় তারই প্রমাণ পাওয়া গেল। প্রথম দফার ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার আগেই দেখা গেল প্রায় ৯০ হাজার ভিনরাজ্যের পডু়য়া রাজ্য়ের কলেজে ভর্তির জন্য আবেদন করেছেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সেই সব পড়ুয়াদের সাদরে বাংলায় আমন্ত্রণ জানিয়েছেন।

এবছরই প্রথমবার কেন্দ্রীয়ভাবে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া নিয়ন্ত্রণ করছে রাজ্যের শিক্ষা দফতর। একটি নির্দিষ্ট পোর্টালে ১৬টি বিশ্ববিদ্যালয় ও ৪৬১টি সরকারি ও সরকার পোষিত কলেজে ভর্তি হওয়া যাবে। সেই পোর্টালে রাজ্যের পড়ুয়াদের পাশাপাশি ২৬টি রাজ্য থেকে স্নাতক স্তরে পড়ার আবেদন করেছেন পড়ুয়ারা। সবথেকে বেশি আবেদন জমা পড়েছে বিহার থেকে। কলা বিভাগে পড়ার জন্য আবেদন জমা পড়েছে সবথেকে বেশি।

সারা রাজ্যের পডু়য়াদের উৎসাহ দেখে রাজ্যের শিক্ষামন্ত্রী সোশ্যাল মিডিয়ায় জানান, “স্নাতক স্তরে পড়ার জন্য সারা ভারত থেকে পড়ুয়ারা আমাদের অনলাইন অ্যাডমিশন পোর্টালে আবেদন জানিয়েছেন। গুজরাট, উত্তরপ্রদেশ, কর্ণাটক, অসম, বিহার এবং মহারাষ্ট্রের মত রাজ্যগুলি থেকে সর্বমোট ৮৭.০১০টি আবেদন জমা পড়েছে। উত্তরের জম্মু ও কাশ্মীর থেকে দক্ষিণে কেরালা পর্যন্ত পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য পছন্দের গন্তব্য হল বাংলা। আমরা মুক্ত হস্তে তাঁদের আমন্ত্রণ জানাই।”

Related articles

কাপুরুষের মতো বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: সংবিধান সংশোধনী বিল নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে শাহকে আক্রমণ অভিষেকের

কাপুরুষের মতো মার্শাল দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার, সংবিধান সংশোধনী বিল পেশের...

মহারাষ্ট্রে বাংলা বলতেই তাড়া! পালিয়ে বাঁচলেন বিষ্ণুপুরের জহিরউদ্দিন, ফেরাতে উদ্যোগী অভিষেক

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে ভয়ঙ্কর অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের। নাগপুরে দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী...

গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টায় তৃণমূলের ২ মহিলা সাংসদকে অধিবেশনে ধাক্কা রিজিজু-বিট্টুর

বিরোধীদের বাধা সত্ত্বেও লোকসভায় (Lok Shabha) পেশ সংবিধান সংশোধনী বিল। আর বিতর্কিত বিল নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে সংসদে...

ডায়মন্ড হারবার না ইস্টবেঙ্গল, যুবভারতীতে আজ কার দাপট?

হাতে আর বেশি সময় নেই, এখন থেকে ঠিক দু'ঘণ্টার মাথায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ডের সেমিফাইনাল ম্যাচ খেলতে নামবে...
Exit mobile version