Thursday, August 28, 2025

আজও কলকাতা-সহ রাজ্যের একাধিক প্রান্তে বিক্ষিপ্ত বৃষ্টি! চলতি সপ্তাহেই ‘হাওয়া বদলের’ ইঙ্গিত আলিপুরের 

Date:

 রাজ্যে সক্রিয় মৌসুমী বায়ু। তার জেরেই রাজ্যজুড়ে চলছে বৃষ্টিপাত (Rain)। উত্তরবঙ্গে সময়ের আগে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে অনেকটাই দেরিতে ঢুকেছে মৌসুমী বায়ু। তার জেরেই কলকাতার পাশাপাশি জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে শুরু হয়েছে বৃষ্টি (Rain)। বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতর সাফ জানিয়ে দিয়েছে, ৮ এবং ৯ জুলাইয়ের পর উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমতে পারে। শনিবারের পর দক্ষিণবঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। ধীরে ধীরে কমবে বৃষ্টিপাতের পরিমাণ। তবে সোমবারের পর একেবারে বৃষ্টি কমতে পারে বলে পূর্বাভাস। তবে বিগত কয়েকদিন বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গে তাপমাত্রা একধাক্কায় কমেছে। পাশাপাশি কমেছে আর্দ্রতাজনিত অস্বস্তিও।
এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। গত দু’দিন ধরে দফায় দফায় বৃষ্টিপাত হচ্ছে। এদিনও তিলোত্তমায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এদিন ভারী বৃষ্টিপাত হবে না, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৪ ডিগ্রি সেলসিয়াস কম এবং বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৯২ শতাংশ। এদিন হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার পর্যন্ত শহরে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। এরপর ধীরে ধীরে কলকাতার আবহাওয়া বদলাবে।
অন্যদিকে এদিন দক্ষিণবঙ্গে দিনভর মেঘলা থাকবে আকাশ। হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রতিটি জেলায়। শনিবার পর্যন্ত এমনই থাকবে আবহাওয়া। বৃহস্পতি এবং শুক্রবার কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের পাঁচটি জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। অন্যান্য জেলাগুলিতেও হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে।

Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...
Exit mobile version