Monday, November 17, 2025

পুকুর ভরাট নিয়ে কড়া অবস্থান KMC-র, এফআইআরে কাজ না হলে লালবাজারে অভিযোগ জানানোর নির্দেশ

Date:

পুকুর ভরাট নিয়ে কড়া অবস্থান কলকাতা পুরসভার। কিন্তু শুধু পুরসভাই নয়, এলাকায় এধরনের কাজ হচ্ছে কি না, স্থানীয় থানার উপরও সেটা নজরে রাখার দায়িত্ব বর্তায়। কিন্তু বারবার এফআইআর করার পরও কোনও থানা যথাযথ পদক্ষেপ না নিলে পুলিশের নামেই এফআইআর করতে হবে। একবার-দুবার অভিযোগ জানানোর পরও ব্যবস্থা না নিলে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিক কিংবা থানার নামে লালবাজারকে জানাবে পুরসভা। পাশাপাশি জানানো হবে পুলিশ কমিশনারকেও।

শনিবার পুকুর ভরাট নিয়ে পুলিশি নিস্ক্রিয়তার প্রশ্ন উঠলে এমন কড়া বার্তা দেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এদিন পুরভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ বলেন, পুকুর বোজানো দেখা শুধু পুরসভা নয়, পুলিশেরও কর্তব্য। স্থানীয় পুলিশে একবার-দুবার জানিয়ে কাজ না হলে, লালবাজারে সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযোগ করতে হবে। থানার অফিসারের বিরুদ্ধে কমিশনারকে জানাবো। বেশিরভাগ থানাই কো-অপারেট করে। কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হচ্ছে। পুকুর বা জলাশয় কিছুতেই ভরাট করতে দেওয়া যাবে না। অন্যদিকে, এদিন ‘টক টু মেয়র’-এ ১৪০ নম্বর ওয়ার্ড থেকে পুকুর ভরাটের অভিযোগ আসে। সেই নিয়ে মেয়র বলেন, বিষয়টা আমি ইমিডিয়েটলি দেখব। যদি অভিযোগ সত্যি হয়, তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। কারণ অনেক সময় দেখা যায় ব্যক্তিগত রাগের জন্য অনেকে এমন অভিযোগ করেন। এরকম অভিযোগ আগেও পেয়েছি আমরা। এই অভিযোগও খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মহানাগরিক।

আরও পড়ুন- দিনেদুপুরে পুলিশ সেজে সোনার দোকানে দাদাগিরি! রায়গঞ্জের বিধাননগরে চাঞ্চল্য

 

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version