ইউরো কাপের সেমিফাইনালে ইংল্যান্ড । শনিবার রাতে কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে সুইজারল্যান্ডকে হারালো ৫-৩ গোলে । কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে বাঁচালেন সাকা। আরও একবার গোল খেয়ে পিছিয়ে পড়ে ম্যাচের ৮০ মিনিটের মধ্যে সমতা ফেরায় ইংল্যান্ড।

ম্যাচে প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। বারবার আক্রমণে ঝাপায় সুইসরা। তবে গোলের দরজা খুলতে পারেনি তারা। পালটা আক্রণে গেলেও প্রথম ৪৫ মিনিটে গোলের মুখ খুলতে ব্যর্থ হয় সাউথ গেটের দল। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় সুইজারল্যান্ড। যার ফলে ম্যাচের ৭৫ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় সুইসরা। সুইজারল্যান্ডকে গোল করে এগিয়ে দেন এমবোলো। ডান প্রান্ত ধরে এনডয়ে বক্সে বল পাঠান। সেই বল বার করতে পারেননি জন স্টোনস। তাঁর পায়ে লেগে বল যায় এমবোলোর কাছে। আর সেই সুযোগ হাতছাড়া করেননি তিনি। এরপর গোল করতে মরিয়া হয়ে ওঠে হ্যারি কেন, বেলিংহ্যাম, সাকারা। যার ফলে ম্যাচের ৮০ মিনিটে সমতা ফেরায় গ্যারেথ সাউথগেটের দল। ইংরেজদের হয়ে ১-১ করেন সাকা। এরপর আক্রমণে গেলেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি কোনদলই। যার ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তবে অতিরিক্ত সময়ে ম্যাচের ফলাফল না আসায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।। শেষমেশ টাইব্রেকারে ৫-৩ গোলে জয় পায় ইংল্যান্ড।
আরও পড়ুন- উইম্বলডনে বিশেষ সম্মান ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিনকে, ভাইরাল ভিডিও
