Friday, August 22, 2025

বন্ধ করুন অগ্নিবীর প্রকল্প, বিরোধী দলনেতার কাছে আর্জি শহিদের মায়ের

Date:

Share post:

লোকসভা নির্বাচনে বিজেপির অগ্নিবীর প্রকল্প যে অনেকটাই প্রভাব ফেলেছে তার প্রমাণ উত্তরের রাজ্যগুলিতে বিজেপির খারাপ ফলাফল। নির্বাচনের পরে সরকার গঠন হওয়ার পরেও দেখা গিয়েছে এই প্রকল্পের বিরুদ্ধে সোচ্চার হয়ে পথে নেমে প্রতিবাদ করেছেন উত্তরপ্রদেশ, বিহারের যুবকরা। এবার এই প্রকল্পের বিরুদ্ধে সরব হলেন শহিদ অংশুমান সিংয়ের মা মঞ্জু সিং। এমনকি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে সরকারের কাছে এই দাবি রাখারও আবেদন জানান তিনি।

রাষ্ট্রপতির হাত থেকে শহিদ ছেলের মণরোত্তর কীর্তিচক্র উপাধি গ্রহণ করতে গিয়ে সকলের নজর কেড়েছিলেন মঞ্জু সিং। পুত্রবধূ স্মৃতি সিংয়ের সমর্থনে বহু মানুষ দেশের জওয়ানদের পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন। কিন্তু কেন্দ্রের সরকারই যে দেশের সেনা ও তাঁদের পরিবারের পাশে নেই, তা বুঝিয়ে দিলেন শহিদ ক্যাপ্টেন অংশুমান সিংয়ের মা মঞ্জু সিং। তাঁর দাবি, “কেন্দ্রের সরকারের কাছে হাতজোড় করে অনুরোধ করব অগ্নিবীর প্রকল্প বন্ধ করার জন্য। এটা মাত্র চার বছরের জন্য যা ঠিক নয়। অবসরভাতা, ক্যান্টিন এবং অন্যান্য সুবিধা যা সেনা জওয়ানরা পান তা তাঁদের জন্য বহাল থাকা উচিত। একটি জওয়ানের পরিবারকে অনেক মানসিক ও শারীরিক ধকলের মধ্যে দিয়ে যেতে হয়।”

রাষ্ট্রপতি ভবনে খেতাব নিতে যাওয়ার সময় বিরোধী দলনেতা রাহুল গান্ধী ফোন নম্বর সংগ্রহ করেছিলেন মঞ্জুদেবীর। এরপর মঙ্গলবার তিনি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন। তাঁর দাবি, ছেলের সুকর্মের জন্যই তাঁর এই সৌভাগ্য হয়েছে। সেখানেও তিনি এই প্রকল্প বন্ধ করার অনুরোধ জানান। উত্তরে রাহুল গান্ধীও সরকারের কাছে এই প্রকল্প বন্ধের সব রকম দাবি জানানোর প্রতিশ্রুতি দেন, বলে জানান মঞ্জুদেবী।

spot_img

Related articles

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...