লোকসভা নির্বাচনে বিজেপির অগ্নিবীর প্রকল্প যে অনেকটাই প্রভাব ফেলেছে তার প্রমাণ উত্তরের রাজ্যগুলিতে বিজেপির খারাপ ফলাফল। নির্বাচনের পরে সরকার গঠন হওয়ার পরেও দেখা গিয়েছে এই প্রকল্পের বিরুদ্ধে সোচ্চার হয়ে পথে নেমে প্রতিবাদ করেছেন উত্তরপ্রদেশ, বিহারের যুবকরা। এবার এই প্রকল্পের বিরুদ্ধে সরব হলেন শহিদ অংশুমান সিংয়ের মা মঞ্জু সিং। এমনকি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে সরকারের কাছে এই দাবি রাখারও আবেদন জানান তিনি।

রাষ্ট্রপতির হাত থেকে শহিদ ছেলের মণরোত্তর কীর্তিচক্র উপাধি গ্রহণ করতে গিয়ে সকলের নজর কেড়েছিলেন মঞ্জু সিং। পুত্রবধূ স্মৃতি সিংয়ের সমর্থনে বহু মানুষ দেশের জওয়ানদের পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন। কিন্তু কেন্দ্রের সরকারই যে দেশের সেনা ও তাঁদের পরিবারের পাশে নেই, তা বুঝিয়ে দিলেন শহিদ ক্যাপ্টেন অংশুমান সিংয়ের মা মঞ্জু সিং। তাঁর দাবি, “কেন্দ্রের সরকারের কাছে হাতজোড় করে অনুরোধ করব অগ্নিবীর প্রকল্প বন্ধ করার জন্য। এটা মাত্র চার বছরের জন্য যা ঠিক নয়। অবসরভাতা, ক্যান্টিন এবং অন্যান্য সুবিধা যা সেনা জওয়ানরা পান তা তাঁদের জন্য বহাল থাকা উচিত। একটি জওয়ানের পরিবারকে অনেক মানসিক ও শারীরিক ধকলের মধ্যে দিয়ে যেতে হয়।”

রাষ্ট্রপতি ভবনে খেতাব নিতে যাওয়ার সময় বিরোধী দলনেতা রাহুল গান্ধী ফোন নম্বর সংগ্রহ করেছিলেন মঞ্জুদেবীর। এরপর মঙ্গলবার তিনি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন। তাঁর দাবি, ছেলের সুকর্মের জন্যই তাঁর এই সৌভাগ্য হয়েছে। সেখানেও তিনি এই প্রকল্প বন্ধ করার অনুরোধ জানান। উত্তরে রাহুল গান্ধীও সরকারের কাছে এই প্রকল্প বন্ধের সব রকম দাবি জানানোর প্রতিশ্রুতি দেন, বলে জানান মঞ্জুদেবী।
