Thursday, January 22, 2026

বিজেপি নেত্রীর গাড়িচালকের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ! আত্মঘাতী প্রতারিত যুবক

Date:

Share post:

পরিচিত এক বিজেপি নেত্রীর (BJP) গাড়ির চালক পরিচয় দিয়ে এক তরুণের সঙ্গে আর্থিক প্রতারণা। তাঁর কাছ থেকে বিপুল টাকা নিয়ে উধাও ওই বিজেপি নেত্রীর গাড়ির চালক। নিজের টাকা ফেরত চাইলে, বিজেপি নেত্রীর নাম করে তরুণকে হুমকির অভিযোগ ড্রাইভারের। চাপে ওই তরুণ আত্মহত্যার পথ বেছে নেন। ঘটনা নারকেলডাঙা (Narkeldanga) থানা এলাকার ওয়েস্ট ক্যানাল রোডের ২৮ নম্বর ওয়ার্ডে। বিষয়টি জানাজানি হতেই এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। জনরোষের কবলে পড়ার ভয়ে অভিযুক্ত গা ঢাকা দেয়। তবে শেষরক্ষা হয়নি। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নারকেলডাঙা থানার পুলিশ বিজেপি নেত্রীর গাড়ির চালককে গ্রেফতার করে। ইতিমধ্যে ঘটনার প্রকৃত তদন্তের দাবিতে সরব এলাকাবাসীরা।

জানা গিয়েছে অভিযুক্তের নাম আশিস চক্রবর্তী। সে নিজেকে বিজেপি নেত্রীর গাড়ি চালক পরিচয় দিয়ে একাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণা করত। টাকা ফেরত চাইলেই বিজেপি নেত্রীর নাম করে হুমকি দিত। যাদের কাছ থেকে আশিস টাকা নিয়েছিল, তাঁদের মধ্যে একজন নারকেলডাঙার বাসিন্দা দীপ সাঁপুই (২০)। তাঁর থেকে মোটা টাকা নিয়ে উধাও হয়ে যান আশিস। দীপ তার টাকা ফেরত চাইতেই সে হুমকি দেওয়া শুরু করে। একদিকে টাকা না পাওয়া, অন্যদিকে আশিসের ক্রমাগত হুমকির জেরে এক পর্যায়ে ভয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেন দীপ। এর পরই তাঁকে আশিসের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবার ও পরিজনেরা। তাঁর প্ররোচনায় দীপ আত্মহত্যা করেছে বলে অভিযোগ তোলের তাঁরা। পুলিশে অভিযোগ দায়ের করা হয়।

বুধবার রাতে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। যদিও বিজেপি নেত্রীর দাবি, ধৃত আশিস একটা সময়ে তাঁর গাড়ি চালাতেন। তবে আশিসের বিরুদ্ধে অনেক অভিযোগ আসছিল বলেই তাকে গাড়ি চালকের কাজ থেকে সরিয়ে দেন ওই বিজেপি নেত্রী।


spot_img

Related articles

আজ ৪৯-তম কলকাতা বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, অক্ষরের মহোৎসব ঘিরে উন্মাদনা তুঙ্গে

বসন্ত পঞ্চমীর প্রাক-লগ্নে বই প্রেমীদের মহোৎসবের সূচনা হতে চলেছে সল্টলেক সেন্ট্রাল পার্কের বইমেলা প্রাঙ্গণে। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে...

ব্লু লাইনে ব্যাহত পরিষেবা, বৃহস্পতির সকালে ভাঙা পথে চলছে মেট্রো 

সাতসকালে মেট্রো বিভ্রাট। রবীন্দ্রসদন থেকে রবীন্দ্র সরোবর স্টেশন (Rabindra Station to Rabindra Sarovar) পর্যন্ত পরিষেবা বন্ধ, দক্ষিণেশ্বর থেকে...

কেমন যাবে আপনার আজকের দিনটি? জানুন…

মেষ: কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসার প্রবল সম্ভাবনা রয়েছে। এর ফলে মানসিক শান্তি ও দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে।...

লিফটের গর্তে শিশুর রক্তাক্ত দেহ! চাঞ্চল্য এন্টালিতে

বহুতলের লিফটের গর্তে শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এন্টালিতে। বুধবার রাতে শিশুটিকে উদ্ধার করে এনআরএস মেডিক্যাল কলেজ...