Friday, November 14, 2025

রাতের মধ্যেই ঝেঁপে বৃষ্টি কলকাতায়! বুলেটিন প্রকাশ করে জানালো হাওয়া অফিস 

Date:

উত্তরবঙ্গের ঝড় বৃষ্টির দুর্যোগের মধ্যেই দক্ষিণবঙ্গের জন্য সুখবর দিল আইএমডি (IMD)। আগামী ৩ ঘণ্টা মধ্যে মধ্যপ্রদেশ, দক্ষিণ-পশ্চিম ও পূর্ব উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা, উত্তর ছত্তিশগড়ে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ঝেঁপে বৃষ্টি ভিজতে চলেছে কলকাতা। ইতিমধ্যেই মহানগরীর বিভিন্ন অংশে বৃষ্টি নেমেছে বলে খবর।

বৃহস্পতিবার সন্ধ্যায় বুলেটিন জারি করে মৌসম ভবন জানিয়েছে যে আগামী দু থেকে তিন ঘণ্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দেশের বিভিন্ন অংশে যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলা। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতিভারী বর্ষণের সম্ভাবনা। জারি হয়েছে কমলা সতর্কতা। আগামিকালও বৃষ্টি চলবে। হাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে পশ্চিম, মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হচ্ছে।মৌসুমী বায়ু ও ঘূর্ণাবর্ত এই দুইয়ের মিলিত প্রভাবে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রপাত ও ঝড়ের সম্ভাবনা রয়েছে। রাতে কলকাতা (Kolkata), হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের ধ্বসের জেরে সড়ক পথে যাওয়া বন্ধ করল প্রশাসন। শিলিগুড়ি-সিকিম যোগাযোগের ‘লাইফ লাইন’ ১০ নম্বর জাতীয় সড়ক ভূমিধসে অবরুদ্ধ গত ১২ দিন ধরে। এতদিন আলগাড়া-লাভা হয়ে ঘুরপথে সিকিমে যাতায়াত চলছিল। সেটাও বৃহস্পতিবার বন্ধ করে দেওয়া হল প্রশাসনের তরফে।কালীঝোরা থেকে মেল্লি পর্যন্ত ২৬ কিলোমিটার রাস্তায় অবিরাম ধস নামছে। কবে স্বাভাবিকভাবে ১০ নম্বর জাতীয় সড়কের পরিষেবা তা নিয়ে ধোঁয়াশা।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version