নাইজেরিয়ায় স্কুল চলাকালীন দুর্ঘটনা, মৃত ২২ পড়ুয়া!

উত্তর-মধ্য নাইজেরিয়ায় (Nigeria) স্কুলবাড়ি ভেঙে প্রাণ গেল ২২ জন পড়ুয়ার, আহত একাধিক। ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা দফতর (Disaster management team)। সূত্রের খবর ১৩২ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছে প্রশাসন।

নাইজেরিয়া সরকারের তরফে বলা হয়েছে নদীর ধারে ঝুঁকিপূর্ণ জমিতে স্কুল বাড়ি ভঙ্গুর কাঠামোর উপর তৈরি হয়েছিল। এই দুর্ঘটনার সব দায় স্কুল কর্তৃপক্ষের উপর চাপিয়েছে সে দেশের সরকার।