Friday, August 22, 2025

রাজ্যের জয়েন্টের মাধ্যমেই নেওয়া হোক মেডিকেলের প্রবেশিকা পরীক্ষা, দাবি এনআরএসের প্রাক্তনীদের

Date:

Share post:

সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার ফলে রাজ্যের ক্ষমতা খর্ব হচ্ছে। কেন্দ্রের এই নীতির কারণেই শিক্ষাব্যবস্থায় চলছে মাফিয়া রাজ। রবিবার এনআরএস মেডিকেল কলেজের প্রাক্তনীদের বিতর্ক সভায় উঠে এল এমনই মতামত। কোনও রকম নিট ইউজি না নিয়ে, রাজ্যের জয়েন্টের মাধ্যমেই মেডিকেলের প্রবেশিকা পরীক্ষা নেওয়া হোক বলে মত চিকিৎসকদের একাংশের।

এদিনের বিতর্ক সভা থেকে আইএমএ-র প্রাক্তন সর্বভারতীয় সভাপতি শান্তনু সেন বলেন, কোনওরকম প্রস্তুতি ছাড়াই যে এই নিট পরীক্ষা নেওয়া হয়েছিল তা এখন দিনের আলোর মত স্পষ্ট। কেঁচো খুঁড়তে গিয়ে সাপের মতো একের পর এক দুর্নীতি বেরিয়ে আসছে। ছেলে-মেয়েদের ভবিষ‌্যত নিয়ে খেলা করছে কেন্দ্র। তাই রাজ‌্যগুলির হাতেই মেডিক‌্যাল জয়েন্টের প্রবেশিকা পরীক্ষার দায়িত্ব দেওয়া হোক।

বিশিষ্ট চিকিৎসক-অধ‌্যাপক ডা.পরভীন বানুর কথায়, নিটের পক্ষে আজ যাঁরা কথা বলছেন তাঁরাও কিন্তু জয়েন্ট এন্ট্রাস দিয়েই ডাক্তারি পড়তে শুরু করেন। তাই মেধা থাকলে যে কোনও প্রতিবন্ধকতা জয় করা যায়।

দেখা যায়, অনেকেই বলেন জয়েন্টের ডাক্তারি পরীক্ষা দিলে বিজ্ঞানের অন‌্য শাখায় উচ্চতর শিক্ষার সুযোগ কমে যায়। এই ধারনাও সঠিক নয় বলেই মত চিকিৎসক বানুর। তাঁর মতে, বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষায় বসলে লেখাপড়া এবং পরীক্ষার অনুশীলন হয়। মেধার বিকাশ হয়। কাজেই এই যুক্তিও খাটেনা।

অ‌্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর্সের তরফে ডা.মানস গুমটা বলেন, রাজ‌্যগুলির অধিকার খর্ব করছে নিট। তাই পশ্চিমবঙ্গ-সহ সব রাজ্যের হাতেই মেডিক‌্যাল প্রবেশিকা পরীক্ষার দায়িত্ব তুলে দেওয়া হোক। ভারতের মতো যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কেন্দ্র কখনওই মেধাকে কুক্ষিগত করতে পারেনা।

কেন্দ্রের দুর্নীতিতেই বিভিন্ন কোচিং সেন্টারগুলি ডালপালা মেলে রোজগারের আশায় পড়ুয়াদের ভবিষ্যতকে আরও অন্ধকারে ঠেলে দিচ্ছে। সঙ্গে রয়েছে পরীক্ষা নিয়ামক সংস্থার একাংশের যোগসাজশের অভিযোগ। সবশেষে প্রশ্ন উঠছে কেমন ডাক্তার প্রয়োজন সমাজের? প্রশ্নপত্র কিনে উত্তর মুখস্থ করা ডাক্তার? নাকি মূমুর্ষ রোগীকে সুস্থ করে পরিবারের মুখে হাসি ফুটিয়ে তোলা চিকিৎসক? যদি উত্তর হয় দ্বিতীয়টা তবে মেডিক্যাল প্রবেশিকায় জয়েন্টের ভার ফিরিয়ে দেওয়া উচিত রাজ্যের উপরেই।

আরও পড়ুন- ভারতের প্রাক্তন ক্রিকেটার অংশুমান গায়কোয়াড়ের পাশে বিসিসিআই, চিকিৎসার জন্য দেওয়া হল ১ কোটি

 

spot_img

Related articles

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...