Tuesday, May 20, 2025

রাজ্যের জয়েন্টের মাধ্যমেই নেওয়া হোক মেডিকেলের প্রবেশিকা পরীক্ষা, দাবি এনআরএসের প্রাক্তনীদের

Date:

Share post:

সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার ফলে রাজ্যের ক্ষমতা খর্ব হচ্ছে। কেন্দ্রের এই নীতির কারণেই শিক্ষাব্যবস্থায় চলছে মাফিয়া রাজ। রবিবার এনআরএস মেডিকেল কলেজের প্রাক্তনীদের বিতর্ক সভায় উঠে এল এমনই মতামত। কোনও রকম নিট ইউজি না নিয়ে, রাজ্যের জয়েন্টের মাধ্যমেই মেডিকেলের প্রবেশিকা পরীক্ষা নেওয়া হোক বলে মত চিকিৎসকদের একাংশের।

এদিনের বিতর্ক সভা থেকে আইএমএ-র প্রাক্তন সর্বভারতীয় সভাপতি শান্তনু সেন বলেন, কোনওরকম প্রস্তুতি ছাড়াই যে এই নিট পরীক্ষা নেওয়া হয়েছিল তা এখন দিনের আলোর মত স্পষ্ট। কেঁচো খুঁড়তে গিয়ে সাপের মতো একের পর এক দুর্নীতি বেরিয়ে আসছে। ছেলে-মেয়েদের ভবিষ‌্যত নিয়ে খেলা করছে কেন্দ্র। তাই রাজ‌্যগুলির হাতেই মেডিক‌্যাল জয়েন্টের প্রবেশিকা পরীক্ষার দায়িত্ব দেওয়া হোক।

বিশিষ্ট চিকিৎসক-অধ‌্যাপক ডা.পরভীন বানুর কথায়, নিটের পক্ষে আজ যাঁরা কথা বলছেন তাঁরাও কিন্তু জয়েন্ট এন্ট্রাস দিয়েই ডাক্তারি পড়তে শুরু করেন। তাই মেধা থাকলে যে কোনও প্রতিবন্ধকতা জয় করা যায়।

দেখা যায়, অনেকেই বলেন জয়েন্টের ডাক্তারি পরীক্ষা দিলে বিজ্ঞানের অন‌্য শাখায় উচ্চতর শিক্ষার সুযোগ কমে যায়। এই ধারনাও সঠিক নয় বলেই মত চিকিৎসক বানুর। তাঁর মতে, বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষায় বসলে লেখাপড়া এবং পরীক্ষার অনুশীলন হয়। মেধার বিকাশ হয়। কাজেই এই যুক্তিও খাটেনা।

অ‌্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর্সের তরফে ডা.মানস গুমটা বলেন, রাজ‌্যগুলির অধিকার খর্ব করছে নিট। তাই পশ্চিমবঙ্গ-সহ সব রাজ্যের হাতেই মেডিক‌্যাল প্রবেশিকা পরীক্ষার দায়িত্ব তুলে দেওয়া হোক। ভারতের মতো যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কেন্দ্র কখনওই মেধাকে কুক্ষিগত করতে পারেনা।

কেন্দ্রের দুর্নীতিতেই বিভিন্ন কোচিং সেন্টারগুলি ডালপালা মেলে রোজগারের আশায় পড়ুয়াদের ভবিষ্যতকে আরও অন্ধকারে ঠেলে দিচ্ছে। সঙ্গে রয়েছে পরীক্ষা নিয়ামক সংস্থার একাংশের যোগসাজশের অভিযোগ। সবশেষে প্রশ্ন উঠছে কেমন ডাক্তার প্রয়োজন সমাজের? প্রশ্নপত্র কিনে উত্তর মুখস্থ করা ডাক্তার? নাকি মূমুর্ষ রোগীকে সুস্থ করে পরিবারের মুখে হাসি ফুটিয়ে তোলা চিকিৎসক? যদি উত্তর হয় দ্বিতীয়টা তবে মেডিক্যাল প্রবেশিকায় জয়েন্টের ভার ফিরিয়ে দেওয়া উচিত রাজ্যের উপরেই।

আরও পড়ুন- ভারতের প্রাক্তন ক্রিকেটার অংশুমান গায়কোয়াড়ের পাশে বিসিসিআই, চিকিৎসার জন্য দেওয়া হল ১ কোটি

 

spot_img

Related articles

আজ ডাবগ্রামের ভিডিয়োকন গ্রাউন্ডে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী 

উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার ঠাসা কর্মসূচি বাংলার মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। আজ শিলিগুড়ি (Siliguri), জলপাইগুড়ি ও...

আজ ওয়াকফ সংশোধনী আইনের বৈধতা নিয়ে সুপ্রিম শুনানি

বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইনে স্থগিতাদেশ দেওয়া হবে কি, আজ সুপ্রিম সিদ্ধান্তের দিকে তাকিয়ে গোটা দেশ। কেন্দ্রীয় সরকার সংসদের...

উত্তর নিয়ে আরও প্রস্তাব নেতা-মন্ত্রীদের! মুখ্যমন্ত্রীর হাত ধরে এগিয়ে বাংলার শিল্প

উত্তরে শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রী একাধিক শিল্প সম্ভাবনার কথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর উদ্যোগেই বাংলা আজ হয়ে উঠেছে শিল্পবান্ধব। সোমবার শিল্প সম্মেলনে...

স্থানীয় নেতৃত্বকে সতর্ক করে কড়া বার্তা! কেন্দ্রের টোল ট্যাক্স নিয়ে তীব্র অসন্তোষ মুখ্যমন্ত্রীর

প্রিয় নেত্রীকে সামনে পেয়ে যা অভাব অভিযোগ ছিল সব কিছু তাঁকে জানিয়েছেন শিল্পপতিরা। সোমবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে শিল্পপতিদের...