বর্ধমানে দুটি স্পোর্টস একাডেমি গড়বে শ্রাচী স্পোর্টস, ঘোষণা রাহুল টোডির

রাহুল টোডি জানিয়েছেন, তারা গোটা বিষয়টি নিয়ে একটি পরিকল্পনা তৈরি করছেন। খুব শীঘ্রই এই কাজ শুরু হবে

বর্ধমানে দুটি স্পোর্টস একাডেমি গড়তে চলেছে শ্রাচী স্পোর্টস। সোমবার বর্ধমানের ২নং ব্লকের রায়পুর কাশিয়াড়া স্কুল সংলগ্ন মাঠ এবং বর্ধমানের নবাবহাট এলাকার শ্রাচীর রেনেসাঁ টাউনশিপে এই দুই একাডেমি গড়া হবে। সোমবার সেই ঘোষণা করলেন শ্রাচী গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রাহুল টোডি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল টোডি জানিয়েছেন, রায়পুর কাশিয়াড়া স্কুল সংলগ্ন যে মাঠ সেখানে ৬.২ একর জায়গা রয়েছে। সেই জায়গাতেই তারা এই একাডেমি গড়বেন। এদিন এই স্পোর্টস একাডেমির মাঠ পরিদর্শন করেন বর্ধমানের সাংসদ তথা বিশ্বকাপজয়ী দলের সদস্য প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ, ১৯৮৩-র ক্রিকেট বিশ্বকাপ জয়ী সদস্য প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাটিল, বর্ধমান উত্তরের তৃণমূল বিধায়ক নিশীথ মালিক, সংস্থার এমডি রাহুল টোডি প্রমুখ।

রাহুল টোডি জানিয়েছেন, তারা গোটা বিষয়টি নিয়ে একটি পরিকল্পনা তৈরি করছেন। খুব শীঘ্রই এই কাজ শুরু হবে। ফুটবল, ক্রিকেট, ভলিবল, টেনিস, খোকো, কাবাডি প্রভৃতির প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। তাদের লক্ষ্য, বাংলার প্রতিভাবান খেলোয়াড়দের তুলে ধরা। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগণার পৈলানে তাদের একাডেমির কাজ শুরু হয়ে গিয়েছে। এরই পাশাপাশি, এদিন সাংসদ কীর্তি আজাদ জানিয়েছেন, ভাল কাজ দ্রুত শুরু করে দিতে হবে। তাই এই ধরণের প্রস্তাব পেয়েই তিনি সবধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।বাংলার প্রত্যন্ত গ্রাম থেকে খেলোয়াড় তুলে আনতে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এই একাডেমি থেকে যে খেলোয়াড়রা বের হবে, আগামীদিনে তারা বাংলা তথা দেশের মুখ উজ্বল করবে। প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাটিল বলেন, শ্রাচীর এই উদ্যোগ অত্যন্ত ইতিবাচক। এই স্পোর্টস একাডেমির মাধ্যমে আগামিদিনে দক্ষ খেলোয়াড় তৈরি করা লক্ষ্য। এই ধরনের উদ্যোগ নিয়ে শ্রাচী এগিয়ে আসায়, বাংলা তথা দেশের ধেলাধুলার উন্নয়নে তা নি:সন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ।

 

 

 

 

 

Previous articleচার বিধায়কের শপথ: রাজ্যপালের উপর চাপ বাড়ালেন স্পিকার বিমান
Next articleভবানীপুরের যদুবাবুর বাজারে হানা টাস্ক ফোর্সের! দামের তালিকা টাঙানোর নির্দেশ