জগদীশচন্দ্র বসু স্কলারশিপ: পরীক্ষা ১৮ অগাস্ট, আবেদনের শেষ তারিখ কবে?

দেখা যায় বিজ্ঞান নিয়ে পড়ার ইচ্ছে থাকলেও অর্থের অভাবে পিছিয়ে আসে অনেকে। এবার সেই সমস্ত অভাবী ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়াতেই জগদীশচন্দ্র বসু স্কলারশিপ চালু করেছে রাজ্য সরকার। চলতি বছর এই বৃত্তি পাওয়ার জন্য পরীক্ষা হবে ১৮ অগাস্ট। গোটা রাজ্যে ৩৪টি কেন্দ্রে পরীক্ষা হবে।

পয়লা জুন থেকে শুরু হয়েছে আবেদন করার প্রক্রিয়া। চলবে ৩১ জুলাই পর্যন্ত। www.jbsnts.ac.in ওয়েবসাইটে এ ছাত্রছাত্রীদের মাসিক ভাতা ও বই কেনার অর্থ দেওয়া হবে প্রতিষ্ঠানের তরফে।

আরও পড়ুন- নিয়ম মেনে উল্টোরথের আগেই গুপ্তিপাড়ায় ভাণ্ডার লুঠ

 

Previous articleনিয়ম মেনে উল্টোরথের আগেই গুপ্তিপাড়ায় ভাণ্ডার লুঠ
Next articleরদবদল, শ্রম দফতরে নয়া সচিব হলেন অবনীন্দ্র সিং