Thursday, December 4, 2025

মানহানি মামলায় হাইকোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশ চ্যালেঞ্জ হবে শীর্ষ আদালতে

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের মানহানির মামলায় কলকাতা হাই কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে যাওয়া হবে। মঙ্গলবার, বিচারপতি কৃষ্ণা রাওয়ের নির্দেশের পরেই এ কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) আইনজীবী সঞ্জয় বসু (Sanjay Basu)। এদিন এই মামলার শুনানিতে বিচারপতি নির্দেশ দেন, ১৪ অগাস্ট পর্যন্ত রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Anand Bose) বিরুদ্ধে ‘মর্যাদাহানিকর’ কোনও মন্তব্য করা যাবে না। তৃণমূল (TMC) নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, এই মামলায় যে আবেদন রাজ্যপালের পিটিশনেই ছিল না, আদালত সেই বিষয়ে নির্দেশ দিয়েছে! মানহানির মামলা লড়ে নেবেন বলে জানান তৃণমূল নেতা।

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মানহানির মামলায় করেছিলেন রাজ্যপাল বোস। মামলায় রাজ্যপালের তরফে তৃণমূলের ২ বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রায়াত হোসেন সরকার ও তৃণমূল নেতা কুণাল ঘোষকে যুক্ত করা হয়। মঙ্গলবার, আদালতের পর্যবেক্ষণ, মামলাকারীর দাবি অনুযায়ী, বেশ কিছু মন্তব্যে তাঁর মর্যাদা ক্ষুন্ন হয়েছে। ওই রকম মন্তব্য থেকে বিরত থাকা উচিত।

এর প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী আইনজীবী সঞ্জয় বসু জানান, “আদালত এই মামলায় চ্যালেঞ্জ করা বিবৃতিগুলি যে মানহানিকর বা ভুল ছিল এমন কোনও সিদ্ধান্তে পৌঁছয়নি। মুখ্যমন্ত্রী তাঁর কাছে আসা একাধিক মহিলার আশঙ্কার কথাই উল্লেখ করেছেন। তাঁর বাক স্বাধীনতার অধিকার রয়েছে যা ভারতের সংবিধানের 19 অনুচ্ছেদের অধীনে নিশ্চিত করা হয়েছে। তিনি রাজ্যের মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তার প্রতি দায়িত্বশীল। যে কোনও ক্ষেত্রে, তিনি যে কোনও মানুষের অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন।”

সঞ্জয় বসু আরও জানান, একজন জনপ্রতিনিধি হিসেবে এবং একজন নারী হিসেবে তিনি চোখ বন্ধ করে নারীদের অনুভূত দুঃখ-কষ্টের প্রতি উদাসীন থাকতে পারেন না। অতএব, মুখ্যমন্ত্রীর দেওয়া বিবৃতিগুলি ‘মানহানিকর’ বলে কোন প্রমাণ মিলেনি। আমরা মনে করি, এই বাক সংযমের আদেশ ভিত্তিহীন। আদালতের আদেশকে চ্যালেঞ্জ করা হবে।”

আদালতের নির্দেশের বিষয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, এই মামলায় যে আবেদন রাজ্যপালের পিটিশনেই ছিল না, আদালত সেই বিষয়ে নির্দেশ দিয়েছে! কুণাল স্পষ্ট জানান, এক মহিলা অভিযোগ করেন রাজভবনের বাসিন্দা এক উচ্চ ক্ষমতাশালী ব্যক্তি তাঁর শ্লীলতাহানি করেন। সেই বিষয়েই তাঁরা বলেছেন। এই নিয়ে যদি মানহানির মামলা হয়, তাঁরা সেটা লড়ে নেবেন বলে জানান কুণাল।

আরও পড়ুন- প্যালেস্তাইনে আর্থিক সাহায্য পাঠালো ভারত, পৌঁছালো রাষ্ট্রসঙ্ঘে

 

spot_img

Related articles

কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন! দ্রুত কমছে এসআইআর-এ ভোটারহীন বুথ 

এসআইআর-এর ভোটারহীন বা ‘শুষ’ বুথগুলির সংখ্যা দ্রুত কমতে শুরু করেছে। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে যে সংখ্যা ছিল ২২০৮,...

বহুতল সমস্যা সমাধানে সর্বদা পাশে রাজ্য সরকার: জানালেন মুখ্যমন্ত্রী

বহুতল সমস্যা সমাধানে রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেস পাশে থাকবে। আরও স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার...

রাজ্যের শিক্ষক-কর্মীদের জন্য সুখবর: এবার মিলবে অতিরিক্ত ১০% মহার্ঘ ভাতা

স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে ঘোষণা করা হল যে রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুল এবং সংস্কৃত টোলের শিক্ষক...

শিক্ষামন্ত্রী না থাকলে বিজয়ের গোড়ায় পৌঁছানো সম্ভব হত না: কৃতজ্ঞতা প্রকাশ পর্ষদ সভাপতির

রাজনৈতিক অভিসন্ধি থেকে যে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তা প্রমাণ...