Tuesday, August 26, 2025

মানহানি মামলায় হাইকোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশ চ্যালেঞ্জ হবে শীর্ষ আদালতে

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের মানহানির মামলায় কলকাতা হাই কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে যাওয়া হবে। মঙ্গলবার, বিচারপতি কৃষ্ণা রাওয়ের নির্দেশের পরেই এ কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) আইনজীবী সঞ্জয় বসু (Sanjay Basu)। এদিন এই মামলার শুনানিতে বিচারপতি নির্দেশ দেন, ১৪ অগাস্ট পর্যন্ত রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Anand Bose) বিরুদ্ধে ‘মর্যাদাহানিকর’ কোনও মন্তব্য করা যাবে না। তৃণমূল (TMC) নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, এই মামলায় যে আবেদন রাজ্যপালের পিটিশনেই ছিল না, আদালত সেই বিষয়ে নির্দেশ দিয়েছে! মানহানির মামলা লড়ে নেবেন বলে জানান তৃণমূল নেতা।

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মানহানির মামলায় করেছিলেন রাজ্যপাল বোস। মামলায় রাজ্যপালের তরফে তৃণমূলের ২ বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রায়াত হোসেন সরকার ও তৃণমূল নেতা কুণাল ঘোষকে যুক্ত করা হয়। মঙ্গলবার, আদালতের পর্যবেক্ষণ, মামলাকারীর দাবি অনুযায়ী, বেশ কিছু মন্তব্যে তাঁর মর্যাদা ক্ষুন্ন হয়েছে। ওই রকম মন্তব্য থেকে বিরত থাকা উচিত।

এর প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী আইনজীবী সঞ্জয় বসু জানান, “আদালত এই মামলায় চ্যালেঞ্জ করা বিবৃতিগুলি যে মানহানিকর বা ভুল ছিল এমন কোনও সিদ্ধান্তে পৌঁছয়নি। মুখ্যমন্ত্রী তাঁর কাছে আসা একাধিক মহিলার আশঙ্কার কথাই উল্লেখ করেছেন। তাঁর বাক স্বাধীনতার অধিকার রয়েছে যা ভারতের সংবিধানের 19 অনুচ্ছেদের অধীনে নিশ্চিত করা হয়েছে। তিনি রাজ্যের মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তার প্রতি দায়িত্বশীল। যে কোনও ক্ষেত্রে, তিনি যে কোনও মানুষের অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন।”

সঞ্জয় বসু আরও জানান, একজন জনপ্রতিনিধি হিসেবে এবং একজন নারী হিসেবে তিনি চোখ বন্ধ করে নারীদের অনুভূত দুঃখ-কষ্টের প্রতি উদাসীন থাকতে পারেন না। অতএব, মুখ্যমন্ত্রীর দেওয়া বিবৃতিগুলি ‘মানহানিকর’ বলে কোন প্রমাণ মিলেনি। আমরা মনে করি, এই বাক সংযমের আদেশ ভিত্তিহীন। আদালতের আদেশকে চ্যালেঞ্জ করা হবে।”

আদালতের নির্দেশের বিষয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, এই মামলায় যে আবেদন রাজ্যপালের পিটিশনেই ছিল না, আদালত সেই বিষয়ে নির্দেশ দিয়েছে! কুণাল স্পষ্ট জানান, এক মহিলা অভিযোগ করেন রাজভবনের বাসিন্দা এক উচ্চ ক্ষমতাশালী ব্যক্তি তাঁর শ্লীলতাহানি করেন। সেই বিষয়েই তাঁরা বলেছেন। এই নিয়ে যদি মানহানির মামলা হয়, তাঁরা সেটা লড়ে নেবেন বলে জানান কুণাল।

আরও পড়ুন- প্যালেস্তাইনে আর্থিক সাহায্য পাঠালো ভারত, পৌঁছালো রাষ্ট্রসঙ্ঘে

 

spot_img

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...