Thursday, January 22, 2026

‘নেক্সট অফ কিন’ নীতিতে বদল মধ্যপ্রদেশ সরকারের, স্ত্রীর সঙ্গে অর্থ সাহায্য বাবা-মাকেও

Date:

Share post:

উদাহরণ হয়ত ক্যাপ্টেন অংশুমান সিংয়ের মৃত্যু পরবর্তী ঘটনা। ‘নেক্সট অফ কিন’ নীতির পরিবর্তন করল মধ্যপ্রদেশ সরকার (Madhya Pradesh Government)। কর্তব্যরত অবস্থায় কোনও পুলিশকর্মীর মৃত্যু হলে তাঁর স্ত্রী শুধু নন, ক্ষতিপূরণের অর্থ পাবেন বাবা-মাও। তবে, এই নিয়ম শুধু মধ্যপ্রদেশের পুলিশ বিভাগের জন্যই প্রযোজ্য হবে। কিছু দিন আগে শহিদ ক্যাপ্টেন অংশুমান সিংয়ের বাবা-মা অভিযোগ করেছিলেন, কীর্তি চক্র’ নিয়ে বাড়ি থেকে চলে গিয়েছেন তাঁদের পুত্রবধূ। ‘নেক্সট অফ কিন’ নীতি বদলের দাবিও জানিয়েছিলেন তাঁরা। সেই বিতর্কের মধ্যেই এই সিদ্ধান্ত ঘোষণা করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব।কর্তব্যরত অবস্থায় কোনও পুলিশকর্মীর (Poice) মৃত্যু হলে মধ্যপ্রদেশে সরকারি (Madhya Pradesh Government) তরফে এক কোটি টাকা আর্থিক সাহায্য পায় পরিবার। এত দিন  বিবাহিত পুলিশকর্মীদের ক্ষেত্রে সেই অর্থ পেতেন শুধু তাঁর স্ত্রী। নয়া ঘোষণা অনুযায়ী, মৃত্যুর পরের আর্থিক সাহায্য স্ত্রী এবং মৃত পুলিশকর্মীর বাবা-মায়ের মধ্যে সমান ভাগে ভাগ হবে। অর্থাৎ দুপক্ষ ৫০ লক্ষ টাকা করে পাবে।

ক্যাপ্টেন অংশুমান সেনার মেডিক্যাল (Medical) সার্ভিসের অফিসার ছিলেন। ঠিক একবছর আগে ২০২৩-এর ১৯ জুলাই সিয়াচেনে সেনাশিবিরের গোলাবারুদ রাখার ঘরে আগুন ধরে। অন্যদের প্রাণ আর জীবদায়ী চিকিৎসা সরঞ্জাম বাঁচাতে গিয়ে প্রাণ হারান অংশুমান। এবছর ৫ জুলাই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ক্যাপ্টেনের স্ত্রী এবং মায়ের হাতে মরণোত্তর সম্মান ‘কীর্তি চক্র’ তুলে দেন। এর কয়েকদিন পরেই ক্যাপ্টেনের বাবা-মা অভিযোগ করেন, ‘কীর্তি চক্র’ নিজের সঙ্গে নিয়ে বাপের বাড়িতে চলে গিয়েছেন তাঁদের পুত্রবধূ। পুত্রের ছবি ছাড়া কিছুই তাঁদের কাছে নেই বলে জানান তাঁরা। ভারতীয় সেনায় ‘নেক্সট অফ কিন’ নীতিতে বদল আনা উচিত বলে মনে করেন সন্তানহারা দম্পতি। এই পরিস্থিতিতে মধ্যপ্রদেশ সরকারের ঘোষণা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।






spot_img

Related articles

ব্লু লাইনে ব্যাহত পরিষেবা, বৃহস্পতির সকালে ভাঙা পথে চলছে মেট্রো 

সাতসকালে মেট্রো বিভ্রাট। রবীন্দ্রসদন থেকে রবীন্দ্র সরোবর স্টেশন (Rabindra Station to Rabindra Sarovar) পর্যন্ত পরিষেবা বন্ধ, দক্ষিণেশ্বর থেকে...

কেমন যাবে আপনার আজকের দিনটি? জানুন…

মেষ: কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসার প্রবল সম্ভাবনা রয়েছে। এর ফলে মানসিক শান্তি ও দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে।...

লিফটের গর্তে শিশুর রক্তাক্ত দেহ! চাঞ্চল্য এন্টালিতে

বহুতলের লিফটের গর্তে শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এন্টালিতে। বুধবার রাতে শিশুটিকে উদ্ধার করে এনআরএস মেডিক্যাল কলেজ...

রাজ্য সফর শুরু বাংলা দিয়েই: বিজেপি সভাপতি নীতীন নবীনের নজরে দুই জেলা

দায়িত্ব নিয়েই দেশের পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের গুরুদায়িত্ব সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের কাঁধে। যদিও নরেন্দ্র...