হাতে আর মাত্র কয়েকদিন বাকি, আর তারপরই শুরু প্যারিস অলিম্পিক্স। প্যারিস অলিম্পিকে কার্লোস আলকারাজের সঙ্গে জুটি বেঁধে নামবেন টেনিস তারকা রাফায়েল নাদাল। তবে তার আগে অবসরের ইঙ্গিত দিলেন নাদাল। বাস্তাদ ওপেনের ফাইনালে হেরে অবসরের ইঙ্গিত দেন তিনি।
ম্যাচ হারের পর নাদাল বলেন, “ আমার দল এবং পরিবারের সদস্যদের ধন্যবাদ জানানোর ভাষা জানা নেই। সব কিছুই সম্ভব হয়েছে ওদের জন্য। বিশেষ করে শেষ কয়েক বছর পরিস্থিতি সহজ ছিল না। খুব খারাপ সময়েও প্রতি দিন ওদের পাশে পেয়েছি। সব সময় পাশে থাকার জন্য সকলের ধন্যবাদ প্রাপ্য। এত সুন্দর দর্শকদের সামনে খেলার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। আপনাদের গোটা সপ্তাহ পাশে পেয়েছি। আপনাদের সমর্থন আমাকে সব সময় উৎসাহিত করেছে। সাহস দিয়েছে। আপনাদেরও ধন্যবাদ। জানি না আবার এখানে খেলতে আসতে পারব কি না। মনে হয় না। এ বারও খুব উপভোগ করলাম। দারুণ অভিজ্ঞতা হল।“
রবিবার ফাইনালে পর্তুগালের নুনো বোর্গেসের কাছে ৬-৩, ৬-২ ব্যবধানে হেরে যান নাদাল। ২৭ বছরের প্রতিপক্ষের প্রশংসা করেছেন তিনি। ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছেন নাদাল।
আরও পড়ুন- ফের কি আইপিএল-এ নিজের পুরনো দলে ফিরতে চলেছেন দ্রাবিড় ? জল্পনা তুঙ্গে