মঙ্গলবারের কেন্দ্রীয় বাজেটের সমালোচনায় বুধবার সংসদে হুংকার দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুধু বাংলার বিষয় নিয়েই নয়, সারা দেশের উপর বাজেটের সামগ্রিক প্রভাব নিয়েই এদিন মোদি সরকারের বিরোধিতায় সরব হন তৃণমূল সাংসদ। রাজনৈতিক মহলের মতে, লোকসভায় অভিষেকই যেন বিরোধী দলনেতা।
সংসদেও ডবল ইঞ্জিনের সরকারের প্রসঙ্গ তোলেন অভিযোগ। বলেন, উত্তরপ্রদেশে বারবার সংখ্যালঘুদের টার্গেট করা হয়। উসকানিমূলক মন্তব্য করে সংখ্যালঘুদের উপর অত্যাচার চলে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের মতো ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে। বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। বিজেপি এটাকে সমর্থন করে না। গোটা দেশের এটা জানা উচিত, লোকসভা হোক কিংবা রাজ্যসভা, এমনকী কোনও রাজ্যের বিধানসভাতেও বিজেপির কাছে একজনও মুসলিম সাংসদ কিংবা বিধায়ক নেই। পতাকার রঙে বৈচিত্র্য থাকলেই হয় না, সংসদে কতজন ভিন্ন ধর্মের সদস্য আছে সেটাই মূল বৈচিত্র্য।
কলকাতায় উড়ালপুল ভেঙে পড়ার পর প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘অ্যাক্ট অফ গড নয়, অ্যাক্ট অফ ফ্রড’। প্রধানমন্ত্রীর সেই কথার জবাব দিয়ে লোকসভায় এক এক করে পরিসংখ্যান তুলে ধরেন অভিষেক (Abhishek Banerjee)। মোরবিতে ১৪১ জন মারা গেলেন, গুজরাত-দিল্লি-জবলপুরে বিমানবন্দরের ছাদ ভেঙে গেল, প্রথম বর্ষাতেই রামমন্দিরের ছাদ ফুটো হয়ে জল পড়তে লাগল, উত্তরকাশীতে ১৭ দিন শ্রমিকরা ভেঙে পড়া সুড়ঙ্গে আটকে রইলেন, বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় ৩০০ জন মারা গেলেন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় ন’জন মারা গেলেন, এগুলো কী?
নোটবন্দি ও কালো টাকা নিয়েও কেন্দ্রকে নিশানা করেন অভিষেক। বলেন, ২০১৬ সালে নোটবন্দি করে ৫০০-১০০ টাকার নোট বাতিল করা হয়। কালো টাকা মুছে যাওয়ার পরিবর্তে জালনোট বেড়েছে। ২০২২ সালে ৫০০ টাকার জালনোট ছিল ২০০ শতাংশের বেশি, ২০০০ টাকার নোট ৫৪ শতাংশ। রোদে লাইনে দাঁড়িয়ে মারা গেলেন ১৩০ জন।
যেভাবে এদিন অভিষেক সংসদে দাঁড়িয়ে সারাদেশের আওয়াজ তুলে ধরেছেন সেটা দেখে রাজনৈতিক মহলের মত, তাঁর ভূমিকা বিরোধী দলনেতার মতই সরব, প্রতিবাদী।