Saturday, November 15, 2025

দিল্লির আবগারি নীতি মামলায় ফের চাপ বাড়ল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। এবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ ৮ অগস্ট পর্যন্ত বাড়াল। জানা গিয়েছে, বৃহস্পতিবার তিহার জেল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাকে হাজির করা হয়। সিবিআইয়ের তরফে দায়ের করা দিল্লির আবগারি নীতি মামলায় কেজরিওয়ালের হেফাজতের সময়সীমা আরও বাড়ানো হয়েছে। স্বাভাবিকভাবেই বিধানসভা ভোটের আবহে এই ঘটনা আম আদমি পার্টির জন্য যথেষ্ট ধাক্কার।এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেজরিওয়ালকে বিশেষ বিচারক কাবেরী বাওয়েজার সামনে হাজির করা হয়। বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর সিবিআই ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মামলায় হাজিরা দিয়েছিলেন তিনি।

অন্যদিকে, আবগারি নীতি সংক্রান্ত দুর্নীতি মামলায় সিবিআইয়ের গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দায়ের করা আবেদনের ভিত্তিতে দিল্লি হাইকোর্ট ১৭ জুলাই তার আদেশ সংরক্ষণ করেছে। কেজরিওয়াল তার গ্রেফতারিকে বেআইনি বলে দাবি করেছেন। একই সঙ্গে সিবিআইয়ের দাবি, সম্পূর্ণ প্রমাণ হাতে আসার পরেই আইন অনুযায়ী গ্রেফতার করা হয়েছে। বিচারপতি নীনা বনসল কৃষ্ণও কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের আবেদনের বিষয়ে আদেশ সংরক্ষণ করেছেন। এদিন মামলার শুনানির পর বিচারক জানান, আগামী ৮ অগস্ট পর্যন্ত জেলেই থাকতে হবে কেজরিওয়ালকে।

 

Related articles

শীতের অনুভূতিতে বাধা, কার্তিকের শেষ লগ্নে চড়বে পারদ জানালো হাওয়া অফিস

ভোররাত থেকে সকাল পর্যন্ত রাজ্যজুড়ে চলতে থাকার শীতের আমেজে এবার সাময়িক বিরাম। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)...

লালকেল্লার কাছে বিস্ফোরণ কাণ্ডে উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার মেডিক্যাল ছাত্র!

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের (Delhi Blast near Red fort) ঘটনায় এবার উত্তর দিনাজপুরের (North Dinajpur) সূর্যাপুর বাজার...

শনির সকালে বড়বাজারে ভয়াবহ আগুন, এজরা স্ট্রিটে জ্বলছে একের পর এক বিল্ডিং! 

সকালের আলো ভালো করে ফোটার আগেই শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে বিধ্বংসী আগুন থেকে...

বাজেয়াপ্ত করা বিস্ফোরকেই বিস্ফোরণ! জম্মু ও কাশ্মীরের নওগাম থানায় আহত অন্তত ৮

দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে দিল্লি পুলিশের পাশাপাশি, হরিয়ানা পুলিশ ও জম্মু ও কাশ্মীর পুলিশ (Jammu and Kashmir police) লাগাতার...
Exit mobile version