রবীন্দ্র সরোবর স্টেশনে বিকল মেট্রো, ব্যস্ত সময়ে আংশিক বন্ধ পরিষেবা

ফের মেট্রো বিভ্রাট (Metro interruption)। যান্ত্রিক গোলযোগের কারণে থমকে পাতাল পরিষেবা। কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ সূত্রে খবর রবীন্দ্র সরোবর স্টেশনের (Rabindra Sarovar metro) কাছে হঠাৎ একটি মেট্রো বিকল হয়ে যাওয়ায় শুক্রবার ব্যস্ত সময়ে ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা। ডাউন লাইনে দক্ষিণশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলছে। কিন্তু ময়দানের পর থেকে মেট্রো বন্ধ। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন মেট্রো ইঞ্জিনিয়াররা।

ডাউন লাইনে গোলযোগের কারণে আপ লাইনেও মেট্রো পরিষেবায় বিঘ্ন ঘটছে। কৌশিক মিত্র জানিয়েছেন, শুক্রবার যান্ত্রিক গোলযোগের কারণে একটি মেট্রো রবীন্দ্র সরোবর স্টেশনে দাঁড়িয়ে পড়ে। যাত্রীদের সেখান থেকে সরিয়ে মেট্রোটি কালীঘাট স্টেশনে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে।


Previous articleঅলিম্পিক্স শুরুর আগেই সমস্যায় ভারতীয় ক্রীড়াবিদরা, কিন্তু কেন ?
Next articleএক যুগের দাম্পত্যের ইতি, বিচ্ছেদের মরশুমে এবার ভাঙছে ঋষি কৌশিকের সংসার!