বাম আমলে ইএম বাইপাস, পাটুলি, কসবা এলাকায় কম দামে অনেক জমি লিজ দেওয়া হয়েছিল। কিন্তু সেই জমি নিয়ে শিল্প করা তো দূরস্ত, বসত বাড়িও করেননি অনেকে। কেউ ফেলে রেখেছেন। কারও বিরুদ্ধে অভিযোগ বেআইনি হস্তান্তরের। এবার এই বিষয় নিয়ে কড়া পদক্ষেপ নবান্নে (Nabanna)। এই সব জমি এবার নিলামে তুলতে চায় রাজ্য সরকার (State Government)। ইতিমধ্যেই প্রতিটি দফতরকে বিশেষ নির্দেশ দিয়েছে নবান্ন।
শুধুমাত্র ইএম বাইপাসেই কয়েক হাজার জমি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। সম্প্রতি জমি দখল, বেআইনি নির্মাণ নিয়ে কড়া নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Barnejee)। এবার এই সব জমি শনাক্ত করে সংশ্লিষ্ট মালিকদের নোটিশ ধরাচ্ছে পুর ও নগরোন্নয়ন দফতর। একটি সংস্থাও সরকারের (State Government) কাছ থেকে জমি নিয়ে ফেলে রেখেছিল। সেই সংস্থাকেও নোটিশ পাঠিয়েছে নবান্ন। বর্তমানে ওই এলাকায় জমির বাজারমূল্য যা, তাতে পুনরুদ্ধার করলে সরকারের কোষাগারে কয়েক হাজার কোটি টাকা জমা হবে। তাই নিয়ম মেনেই রাজ্য সরকার এই জমিগুলি নিলামে তুলতে চাইছে।
