Thursday, November 13, 2025

উত্তরপাড়ার গর্ব বিমল মুখোপাধ্যায়কে মোহনবাগান দিবসে মরণোত্তর সারা জীবনের স্বীকৃতি

Date:

উত্তরপাড়ার গর্বের সন্তান মোহনবাগান ক্লাব ও ভারতীয় ফুটবলের কিংবদন্তী ফুটবলার স্বর্গীয় বিমল মুখোপাধ্যায়কে মোহনবাগান দিবসে মরণোত্তর সারা জীবনের স্বীকৃতি দিতে চলেছে মোহনবাগান ক্লাব। বিমল মুখোপাধ্যায় ছিলেন মোহনবাগানের প্রথম লীগ জয়ী দলের অধিনায়ক এবং জাতীয় দলের প্রাক্তন খেলোয়াড় । তার বাবও প্রবাদপ্রতিম ক্রীড়াবিদ ছিলেন। ১৯১১ সালের ঐতিহাসিক অমর একাদশের অন্যতম সৈনিক স্বর্গীয় মনমোহন মুখোপাধ্যায়ের সুযোগ্য পুত্র বিমলবাবু ।তার জন্ম ১৯০৯ সালের ৮ ডিসেম্বর । তিনি মারা যান ২৬ মে ১৯৭১ ।
তিনি দক্ষতার সাথে ১৯৩০ থেকে ১৯৪০ এই দীর্ঘ সময়ে খেলেছেন মোহনবাগানে এবং ভারতীয় ফুটবল দলে।১৯৩৯ সালে তার নেতৃত্বেই মোহনবাগান জয়ী হয় প্রথম লীগ । সেই বছরেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন শান্তি দেবীর সঙ্গে । উল্লেখ্য , বিমল মুখোপাধ্যায়ের সময়েই ভারতীয় ফুটবল দল প্রথম বিদেশের মাটিতে ম্যাচ খেলে । অস্ট্রেলিয়া ,জাপান , বার্মা এগুলি অন্যতম । তিনি ছিলেন তার সময়ের সেরা হাফ ।প্রেমলাল ,বেনীপ্রসাদ ও বিমল মুখোপাধ্যায় এই ত্রিকোণ জুটি ছিল প্রতিপক্ষ দলের কাছে ত্রাস ।

বাংলা তথা ভারতীয় ফুটবলের ইতিহাস যতদিন থাকবে ঠিক ততদিন পর্যন্ত বিমল মুখোপাধ্যায়ের নামটিও থেকে যাবে চর্চায়। এ বছর মোহনবাগান দিবসের দিন তিনি পেতে চলেছেন মরনোত্তর সারা জীবনের স্বীকৃতি । পরিবারের পক্ষ থেকে আগামী ২৯ জুলাই মোহনবাগান ক্লাব প্রাঙ্গণে উপস্থিত থেকে, এই সম্মান গ্ৰহণ করবেন তার পুত্র নিখিল কুমার মুখোপাধ্যায়, বড় পিসি কল্পনা বন্দ্যোপাধ্যায় ও ছোটো পিসি অর্চনা বন্দ্যোপাধ্যায় । পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দিনটি তাদের কাছে অত্যন্ত গর্বের।একই পরিবারের দুই ব্যক্তিত্বর কর্মকাণ্ডে উত্তরপাড়া সহ পরিবারের সদস্যদের গর্বিত।

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version