Friday, January 16, 2026

টেট পরীক্ষায় উত্তীর্ণদের ১৩ অগস্টের মধ্যে সার্টিফিকেট দেওয়ার নির্দেশ হাই কোর্টের

Date:

Share post:

টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, অথচ সার্টিফিকেট পাননি। ২০১৪-র প্রাথমিক টেট নিয়ে অনেক অভিযোগ আগেই উঠেছে। একই সঙ্গে অনেকদিন ধরেই সার্টিফিকেট নিয়েও জটিলতা চলছিল। এবার সেই মামলায় কড়া নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা। সিবিআই-এর হাতে তথ্য থাকায় সার্টিফিকেট দেওয়া যায়নি বলে দাবি করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। পাশ করার পরও কোনও শংসাপত্র না পাওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন চাকরি প্রার্থীরা।সোমবারের শুনানিতে নিয়োগ দুর্নীতির তদন্তকারী সংস্থা সিবিআই-কে নির্দেশ দেওয়া হয়েছে, ডেটার ওয়ার্কিং কপি বোর্ডকে দ্রুত দিতে হবে। সেই ওয়ার্কিং কপি দেখে বোর্ড মামলাকারীদের সার্টিফিকেট প্রদান করবে। আগামী ১৩ অগস্টের মধ্যে সার্টিফিকেট মামলাকারীদের দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।

এদিনের শুনানিতে বিচারপতি প্রশ্ন করেন, এরা পাশ করেছে, আর বোর্ডের কাছে তথ্য নেই! বোর্ড কী করে বুঝতে পারছে যে এরাই সেই পরীক্ষার্থী? আগের শুনানিতে বোর্ড বলেছিল, ইন্সট্রাকশন নিয়ে এসে জানানো হবে। এদিন পর্ষদ জানিয়েছে, তাদের কাছে কিছু তথ্য রয়েছে, সেই তথ্য থেকেই সার্টিফিকেট প্রদান করার ব্যবস্থা হবে। তবে, সমস্ত তথ্য নেই বলে জানিয়েছেন পর্ষদ। ফলে সব সার্টিফিকেট প্রদান করা সম্ভব নয় বলে জানিয়ে দেওয়া হয়েছে।বোর্ড সিবিআই-কে অরিজিনাল কপি দিলে, তদন্ত বাধা পেতে পারে, সেই ক্ষেত্রে ওয়ার্কিং কপি দেওয়া যেতে পারে বলে জানিয়েছে সিবিআই। এরপরই বোর্ডের হাতে প্রায় ১ লক্ষ ২৬ হাজার টেট সার্টিফিকেট কপি হস্তান্তরের নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। দ্রুত সার্টিফিকেট বোর্ডের হাতে হস্তান্তর করতে হবে সিবিআইকে। হাই কোর্টের এই নির্দেশের পর কিছুটা হলেও স্বস্তিতে চাকরি প্রার্থীরা।

 

spot_img

Related articles

চলো বিজেপি তাড়াই! লোকগানের সুরে অভিনব প্রতিবাদে কবীর সুমন

সুরের জাদুতেই কি এবার রাজনীতির লড়াই? সোশ্যাল মিডিয়ায় কবীর সুমনের সাম্প্রতিক একটি ভিডিও ঘিরে এমনই জল্পনা তুঙ্গে উঠেছে।...

নন্দীগ্রামে সেবাশ্রয়ে অভিষেক, শহিদ পরিবারের পাশে থাকার আশ্বাস

নন্দীগ্রামের কাছের মানুষ হয়ে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার নন্দীগ্রামে সেবাশ্রয় কর্মসূচি থেকে শহিদ পরিবারের পাশে থাকার...

আড়াই মাসে প্রায় ৩০ লক্ষ টন, খরিফে ধান সংগ্রহে গতি রাজ্যের

রাজ্য খাদ্য দফতরের ধান সংগ্রহ অভিযানে উল্লেখযোগ্য অগ্রগতি। চলতি খরিফ মরসুমে সরকারি সহায়ক মূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের...

এসআইআর আতঙ্কে রাজ্যে মৃত ২! আত্মঘাতী বিএলও 

এসআইআর শুনানি ও অতিরিক্ত কাজের চাপকে কেন্দ্র করে রাজ্যে মৃত্যুর ঘটনা থামছেই না। বৃহস্পতিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও লালগোলায়...