Wednesday, July 30, 2025

টেট পরীক্ষায় উত্তীর্ণদের ১৩ অগস্টের মধ্যে সার্টিফিকেট দেওয়ার নির্দেশ হাই কোর্টের

Date:

Share post:

টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, অথচ সার্টিফিকেট পাননি। ২০১৪-র প্রাথমিক টেট নিয়ে অনেক অভিযোগ আগেই উঠেছে। একই সঙ্গে অনেকদিন ধরেই সার্টিফিকেট নিয়েও জটিলতা চলছিল। এবার সেই মামলায় কড়া নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা। সিবিআই-এর হাতে তথ্য থাকায় সার্টিফিকেট দেওয়া যায়নি বলে দাবি করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। পাশ করার পরও কোনও শংসাপত্র না পাওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন চাকরি প্রার্থীরা।সোমবারের শুনানিতে নিয়োগ দুর্নীতির তদন্তকারী সংস্থা সিবিআই-কে নির্দেশ দেওয়া হয়েছে, ডেটার ওয়ার্কিং কপি বোর্ডকে দ্রুত দিতে হবে। সেই ওয়ার্কিং কপি দেখে বোর্ড মামলাকারীদের সার্টিফিকেট প্রদান করবে। আগামী ১৩ অগস্টের মধ্যে সার্টিফিকেট মামলাকারীদের দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।

এদিনের শুনানিতে বিচারপতি প্রশ্ন করেন, এরা পাশ করেছে, আর বোর্ডের কাছে তথ্য নেই! বোর্ড কী করে বুঝতে পারছে যে এরাই সেই পরীক্ষার্থী? আগের শুনানিতে বোর্ড বলেছিল, ইন্সট্রাকশন নিয়ে এসে জানানো হবে। এদিন পর্ষদ জানিয়েছে, তাদের কাছে কিছু তথ্য রয়েছে, সেই তথ্য থেকেই সার্টিফিকেট প্রদান করার ব্যবস্থা হবে। তবে, সমস্ত তথ্য নেই বলে জানিয়েছেন পর্ষদ। ফলে সব সার্টিফিকেট প্রদান করা সম্ভব নয় বলে জানিয়ে দেওয়া হয়েছে।বোর্ড সিবিআই-কে অরিজিনাল কপি দিলে, তদন্ত বাধা পেতে পারে, সেই ক্ষেত্রে ওয়ার্কিং কপি দেওয়া যেতে পারে বলে জানিয়েছে সিবিআই। এরপরই বোর্ডের হাতে প্রায় ১ লক্ষ ২৬ হাজার টেট সার্টিফিকেট কপি হস্তান্তরের নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। দ্রুত সার্টিফিকেট বোর্ডের হাতে হস্তান্তর করতে হবে সিবিআইকে। হাই কোর্টের এই নির্দেশের পর কিছুটা হলেও স্বস্তিতে চাকরি প্রার্থীরা।

 

spot_img

Related articles

মোহনবাগান সচিব, সভাপতির কাছে জোড়া অনুরোধ ক্রীড়ামন্ত্রীর

মঙ্গলবার মোহনবাগান(Mohunbagan) দিবস উপলক্ষে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে ছিল সাজো সাজো রব। চাঁদের হাট বসেছিল সেখানে। উপস্থিত ছিলেন রাজ্যের...

পাক হামলা নিন্দায় চুপ বিশ্ব, প্রশ্ন তুলেছিলেন অভিষেক, সুর মিলিয়ে মোদিকে বিঁধলেন রাহুল 

পহেলগামের সাম্প্রতিক জঙ্গি হানার পর সন্ত্রাসবাদ বিরোধী বার্তা দিয়ে সরব হয়েছে গোটা দেশ। কিন্তু আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে নিয়ে...

কেউ অপারেশন বন্ধ করতে বলেনি: ট্রাম্পের নাম নিলেন না মোদি, প্রশ্ন তৃণমূলের

ট্রাম্পের নাম শুনলে নরেন্দ্র মোদির উচ্চতা ও বুকের ছাতি কমে যায়। সংসদে দাঁড়িয়ে এই প্রশ্ন সোমবার তুলেছিলেন তৃণমূল...

বাংলা বললেই বাংলাদেশি? বাংলাভাষী মানুষদের উপর অত্যাচারের বিরুদ্ধে সরব সংবিধান বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ

সম্প্রতি দেশের বিভিন্ন রাজ্যে বসবাসকারী বাংলাভাষী মানুষদের উপর যে হারে আক্রমণ, অত্যাচার ও সন্দেহের পরিবেশ তৈরি হয়েছে, তা...