Thursday, January 1, 2026

কমলাকে বর্ণবিদ্বেষী মন্তব্যের জের! নির্বাচনের আগেই প্রবল সমালোচনার মুখে ডোনাল্ড ট্রাম্প

Date:

Share post:

“ও ভারতীয় নাকি কৃষ্ণাঙ্গ?” প্রেসিডেন্ট নির্বাচনের (President Election) যুদ্ধ থেকে জো বাইডেন (Joe Biden) সরে দাঁড়াতেই ডেমোক্রাটের সম্ভাব্য প্রার্থী কমলা হ্যারিসকে এবার সরাসরি আক্রমণ করলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আর নির্বাচনের আগে ট্রাম্পের এমন কুরুচিকর মন্তব্যকে ঘিরে বইছে সমালোচনার ঝড়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস (Kamala Harris) নির্বাচনের আগে বর্ণের রাজনীতি করছেন, বলে মন্তব্য ট্রাম্পের।

 

বুধবার একটি সাক্ষাৎকার দিতে গিয়েই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আচমকাই বলেন, উনি ভারতীয় বংশোদ্ভূত বলেই জানতাম। তিনি নিজেও ভারতীয় ঐতিহ্যের প্রচার করেছেন। কয়েক বছর আগে পর্যন্তও আমি জানতাম না যে তিনি কৃষ্ণাঙ্গ। এখন উনি কৃষ্ণাঙ্গ হিসাবে পরিচিত হতে চান। তাই আমি ঠিক জানি না, উনি ভারতীয় নাকি কৃষ্ণাঙ্গ?” এমন মন্তব্যে রীতিমতো বিতর্ক শুরু হতেই পাল্টা আসরে নেমে পুরো বিষয়টিকেই ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেন ট্রাম্প। নিজের বক্তব্যের সমর্থনে যুক্তি দিয়ে ট্রাম্প বলেন, আমি উভয় জাতি-সম্প্রদায়কেই সম্মান করি, কিন্তু উনি যে করেন না। একজন এতদিন ও ভারতীয় ছিল, হঠাৎ কৃৃষ্ণাঙ্গ হয়ে গেল।

হোয়াইট হাউসের (White House) তরফেও প্রাক্তন প্রেসিডেন্টের মন্তব্যকে অপমানজনক বলে অ্যাখ্যা দেওয়া হয়েছে। হোয়াইট হাউস সাফ জানিয়েছে, কারও অধিকার নেই অন্য কাউকে এই ধরনের কথা বলার, তাদের পরিচয় নিয়ে প্রশ্ন তোলার। তবে সবকিছু দাঁতে দাঁত চেপে সহ্য করলেও ট্রাম্প ভালোমতোই জানেন নির্বাচনের আগে কোনওরকম ভুল নয়। সেকারণেই কমলাকে আক্রমণ করেই সমালোচনার মুখে পড়ে ফের পিঠ বাঁচানোর মরিয়া প্রচেষ্টা ট্রাম্পের। কমলা হ্যারিস মার্কিন মুলুকের প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা ভাইস প্রেসিডেন্ট। তিনি ভারতীয় বংশোদ্ভূতও বটে। তৎকালীন মাদ্রাজে জন্মগ্রহণ করেন তিনি।


spot_img

Related articles

বাতিল ওবিসি সার্টিফিকেট এসআইআরে নয়! স্পষ্ট বার্তা নির্বাচন কমিশনের 

কলকাতা হাই কোর্টের নির্দেশে যেসব ওবিসি শংসাপত্র বাতিল হয়েছে, সেগুলি এসআইআর সংক্রান্ত কোনও কাজেই ব্যবহার করা যাবে না—এ...

সাংবাদিক নিগ্রহের ভিডিও মুছল NDTV! মিডিয়ায় পুঁজিবাদী আগ্রাসন নিয়ে তীব্র কটাক্ষ অভিষেকের

দেশের সবথেকে পরিছন্ন শহরের তকমা পাওয়া ইন্দোরেই নোংরা পানীয় জল খেয়ে মৃত্যুর ঘটনা নিয়ে প্রশ্ন করায় সাংবাদিককে অশ্রাব্য...

অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারে লাগাম টানতে উদ্যোগ! নয়া ‘অ্যাকশন প্ল্যান’ চালুর পথে রাজ্য

নতুন বছরের শুরুতেই অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রুখতে রাজ্যস্তরে ‘স্টেট অ্যান্টিবায়োটিক অ্যাকশন প্ল্যান’ চালুর পথে হাঁটছে রাজ্য সরকার। আগামী...

BSL: ঘরের মাঠে হার সুন্দরবনের, দুরন্ত জয় মেদিনীপুরের

জমজমাট শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। নতুন বছরের প্রথম দিনে ঘরের মাঠে হারের মুখ দেখল সুন্দরবন...