প্যারিস অলিম্পিক্সের সেমিফাইনালে ভারতের পুরুষ হকি দল। এদিন কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনকে পেনাল্টি শুট আউটে ৪-২ গোলে হারিয়ে সেমিতে হরমনপ্রীত সিংরা । ম্যাচের নায়ক গোলরক্ষক শ্রীজেশ । গোটা ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করেন তিনি। ৪২ মিনিট ১০ জনে খেলে জয় ছিনিয়ে নিল ভারতীয় দল। সেমিতে ভারতকে খেলতে হবে জার্মানি এবং আর্জেন্তিনার মধ্যে জয়ী দলের সঙ্গে।
ম্যাচে এদিন প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। তবে দ্বিতীয় কোয়ার্টারে ধাক্কা খায় টিম ইন্ডিয়া। দ্বিতীয় কোয়ার্টারের চতুর্থ মিনিটে লাল কার্ড দেখিয়ে বের করে দেওয়া হয় ভারতীয় দলের রক্ষণের অন্যতম ভরসা অমিত রুইদাসকে। তবে তারপরও আটকে রাখা যায়নি হরমনপ্রীত সিংদের। ম্যাচের ২২ মিনিটে ১-০ এগিয়ে যায় ভারতীয় দল। পেনাল্টি কর্নার থেকে ভারতকে এগিয়ে দেন অধিনায়ক হরমনপ্রীত। ভারতীয় দল কোয়ার্টার ফাইনালের প্রথম থেকেই রক্ষণাত্মক রণকৌশল নেয়। এগিয়ে যাওয়ার পর আরও বেশি রক্ষণাত্মক হয়ে যায় ভারতীয় দল। তবে এরপরই পালটা আক্রমণ গ্রেট বিটেন। যার ফলে ম্যাচের ২৭ মিনিটে ব্রিটেন সমতায় ফেরে তারা। ব্রিটেনের হয়ে গোলটি করেন মর্টন লি।
দ্বিতীয় কোয়ার্টারের বাকি সময় ভারতের রক্ষণের উপর প্রবল চাপ তৈরির চেষ্টা করেন ব্রিটেনের খেলোয়াড়েরা। কিন্তু ভারতের গোলরক্ষক পিআর শ্রীজেশকে পরাস্ত করতে পারেনি ব্রিটিশেরা। ম্যাচের তৃতীয় কোয়ার্টারেও চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। চতুর্থ কোয়ার্টারেও ডিফেন্স শক্ত রেখে আক্রমণ চালান হরমনপ্রীতরা। নির্ধারিত সময় পর্যন্ত ম্যাচের ফলাফল থাকে ১-১। যার ফলে ম্যাচ গড়ায় পেনাল্টি শুট আউটে। শেষমেষ পেনাল্টি শুট আউটে বাজি মারে ভারতীয় দল। ৪-২ গোলে হারায় গ্রেট ব্রিটেনকে। শুট আউটে ভারতের হয়ে গোল করেন হরমনপ্রীত সিং, সুখজিৎ সিং, ললিত কুমার উপাধ্যায় এবং রাজকুমার পাল। ব্রিটেনের চতুর্থ শট বাঁচান শ্রীজেশ।
আরও পড়ুন- বড় পু.রুষাঙ্গ, অলিম্পিক্সে পদক হাতছাড়া ফ্রান্সের অ্যান্থনি আমিরাতির