Tuesday, November 4, 2025

শ্রীলঙ্কার বিরুদ্ধে নজির গড়েও হতাশ ভারত অধিনায়ক রোহিত শর্মা

Date:

গতকাল শ্রীলঙ্কার কাছে দ্বিতীয় একদিনের ম্যাচ হারে ভারতীয় দল। লঙ্কানদের কাছে ৩২ রানে হারে টিম ইন্ডিয়া। ম্যাচে একমাত্র ব্যাট হাতে সফল ভারত অধিনায়ক রোহিত শর্মা। ৬৪ রান করেন তিনি। গড়েছেন রেকর্ডও। তবে নজির গড়েও হতাশ ভারত অধিনায়ক । ম্যাচ শেষে রোহিতের গলায় শুধু হারের হতাশা।

গতকাল লঙ্কানদের বিরুদ্ধে ৪৪ বলে ৬৪ রান করে আউট হন রোহিত। ইনিংস সাজান ৫টি চার এবং ৪টি ছয় দিয়ে। আর তাতেই অনন্য নজির গড়েছেন হিটম্যান। ৪ টি ছক্কার সুবাদে, প্রথম ভারতীয় ওপেনার হিসেবে ওডিআইতে ৩০০ ছক্কা হাঁকান রোহিত। এখনও পর্যন্ত ১৭৭ ম্যাচে রোহিত ছয় মেরেছেন ৩০২টি। এই রেকর্ডে ক্রিকেটবিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি।

এদিকে নজির গড়লেও ম্যাচ হেরে হতাশ রোহিত শর্মা। ম্যাচ শেষে তিনি বলেন, “ আমি যথেষ্ট ভালো খেলতে পারিনি। যেরকম খেলেছি, সেদিকে আর ফিরে তাকাতে চাই না। কিন্তু মাঝের দিকে আমরা যেরকম ব্যাট করেছি, সেটা নিয়ে কথা বলব। একটা ম্যাচ হারলে সবকিছুই খারাপ লাগে। আপনাকে ধারাবাহিকভাবে ভালো খেলে যেতে হবে। আমরা সেটা করতে পারিনি। খারাপ তো লাগছেই। তবে এগুলো হতেই থাকে।”

আরও পড়ুন- প্র.য়াত ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার গ্রাহাম থর্প


Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version