Saturday, December 20, 2025

‘এসব আর সহ্য হচ্ছে না’! দ্রুত বাংলাদেশে শান্তি ফেরানোর আর্জি অভিনেতা মোশারফের 

Date:

Share post:

ছাত্রদের দাবি পূরণের পাশাপাশি দেশে নয়া স্বাধীনতার পক্ষে সওয়াল করেছিলেন। কিন্তু সময় যত গড়াচ্ছে মৃত্যুমিছিল অব্যহত ওপার বাংলায় । কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তা নিয়ে চিন্তায় গোটা বিশ্ব। এমন আবহে চরম আতঙ্কিত হয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট ওপার বাংলার বিশিষ্ট অভিনেতা মোশারফ করিমের (Mosharraf Karim)। তিনি লিখেছেন, এসব আর সহ্য হচ্ছে না। অতিরিক্ত চিন্তায় টেনশনের রোগী হয়ে যাচ্ছেন তিনি। অভিনেতার পোস্ট ইতিমধ্যে ভাইরাল। একেবারে নতজানু হয়ে পরিস্থিতি দ্রুত বদলানোর পক্ষে সওয়াল করেছেন তিনি।

মোশারফের সাফ কথা, “শান্তি চাই। আপনারা কি কেউ চান এই রক্তঝরা দেখতে? নিশ্চয়ই চান না। আমিও তাই একইরকম আর এসব দেখতে ভালো লাগছে না। শান্তিতে থাকতে চাই। এই খুন-রক্তঝরা এসব দেখে রোগী হয়ে যাচ্ছি। হাইপারটেনশন ধরে যাচ্ছে। সহজ কথা, আর রক্ত চাই না।”

পরিস্থিতি আয়ত্তে আসা তো দূর সেনা দায়িত্ব নেওয়ার পর থেকেই আরও অশান্তি বাড়ছে বাংলাদেশে। প্রতিটি প্রান্তে বিক্ষোভের আগুনে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর, গণভবনের চিত্রই একদম পাল্টে গিয়েছে। কিন্তু এরপরও আন্দোলনকারীদের দাপাদাপি কিছুতেই কমছে না। রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, এমন পরিস্থিতিতে হাসিনা সরকারকে একেবারে নির্মূল করে বাংলাদেশের ক্ষমতা হাতে রাখতে চাইছে খালেদা জিয়ার দল বিএনপি। শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতেই ১৭ বছর পর মুক্তি পান বাংলাদেশের বিরোধী দলনেত্রী খালেদা জিয়া। অসুস্থতার কারণে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তিনি। সেখানে তাঁকে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব। ৬ অগাস্ট রাষ্ট্রপতির আদেশের পর বিএনপি প্রধানকে মুক্তি দেওয়া হয়।


spot_img

Related articles

নিরাপত্তার পাঁচিল ভেঙে গর্ভগৃহে ক্যামেরা! পুরীর জগন্নাথের নিরাপত্তা নিয়ে তুঙ্গে বিতর্ক

অন্যান্য ধর্মীয় স্থানের মতো নিয়মের বেড়াজাল রয়েছে পুরীর জগন্নাথ মন্দিরেও। কিন্তু ফাঁক গলে ক্যামেরা ঢুকে জগন্নাথ ধামের গর্ভগৃহে।...

পদ্মাপাড়ে হিংসার আগুনে ঝলসে মৃত বিএনপি নেতার ৭ বছরের কন্যা, দীপু-খুনে ধৃত ৭

দ্বেষের আগুনে জ্বলছে বাংলাদেশ! বাইরে থেকে তালা বন্ধ করে আগুন লাগিয়ে দেওয়া হল বিএনপি নেতার বাড়িতে। শুক্রবার রাতের...

মোদির মুখে ‘অনুপ্রবেশকারী’: SIR-এর উল্লেখ করে তালিকা প্রকাশের চ্যালেঞ্জ তৃণমূলের

নির্বাচনের আগে সীমান্ত জেলায় ভার্চুয়াল সভায় ফের একবার অনুপ্রবেশ অস্ত্রে শান দেওয়ার চেষ্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তাহেরপুরে মোদির...

শিক্ষকই যখন ছাত্র! বিশ্বমানের ট্রেনিংয়ে আরও দক্ষ জর্জ টেলিগ্রাফের শিক্ষকরা

এক হাতে চক-ডাস্টার, অন্য হাতে গ্লোবাল স্কিল! বদলে যাওয়া সময়ের সঙ্গে পাল্লা দিতে এবার নিজেদের পুরোপুরি ‘আপগ্রেড’ করে...