Monday, August 25, 2025

বিনেশ ফোগত ইস্যুতে আইওসি-র কাছে আবেদন ভারতের, সংসদে বিবৃতি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর

Date:

বিনেশ ফোগত ইস্যুতে আইওসি-র কাছে আবেদন করেছে ভারত ৷ আইওসি-র নিয়ম মেনে বিনেশের বিষয়টি নিয়ে আবেদন করা হয়েছে৷ ভারতীয় কুস্তিগির ৫০ কেজির মহিলা ফ্রি স্টাইল বিভাগে মাত্র ১০০ গ্রাম ওজন বেশি থাকার জন্য ডিসকোয়ালিফাই হয়ে যান৷ তার আজই সোনার মেডেলের জন্য নামার কথা ছিল৷ আজ সকালেই কুস্তি ফাইনালের আগে তার ওজন করা হলে তিনি ওভারওয়েট হন।

ভিনেশ ইতিহাস তৈরি করেন মঙ্গলবার রাতে ৷ তিনি সেমিফাইনালে জেতার পরেই ফাইনালে চলে যান এবং তিনিই প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসেবে ফাইনালের টিকিট পেয়েছিলেন ৷ সারা দেশ স্বপ্ন দেখেছিল, অলিম্পিক্সের মঞ্চ থেকে নিশ্চিতভাবে আরও একটি পদক আসছে ৷ কারণ, ভারত রুপো অন্তত পেতই৷ আইওসি আবেদন করেছে, যেন কেউ বিনেশ ফোগতের প্রাইভেসি যেন অতিক্রম না করে৷ এটা তৃতীয় অলিম্পিকে অংশ নিচ্ছেন বিনেশ ৷ তিনি ওভারওয়েট হওয়ার কারণে এই কুস্তির লড়াইয়ের তালিকায় একদম শেষ স্থানে থেকে লড়াই করছেন ৷

ভারতীয় কুস্তিগির বিনেশ এই মুহূর্তে হাসপাতালে ভর্তি ৷ প্যারিসে ডিহাইড্রেশনের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ এক রাতে স্বপ্নভঙ্গ হল বিনেশের ৷ বুধবারই প্যারিস থেকে সকালে দুঃসংবাদ আসে৷ সেখানে বলা হয় ৫০কেজি ফ্রি স্টাইলের ফাইনালে অতিরিক্ত ওজন হওয়ার জন্য অংশ নিতে পারবেন না বিনেশ ফোগত ৷

বুধবার সংসদে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডবীয় বলেন, বুধবার বিনেশের ওজন মেপে দেখা যায়, ৫০ কেজি ১০০ গ্রাম। তাঁর খেলা বাতিল করে দেওয়া হয়। আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির কাছে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশন। আইওএ-র প্রেসিডেন্ট প্যারিসে রয়েছেন। ফোনে তার সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। উপযুক্ত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি। বিনেশকে সরকারের তরফ থেকে সবরকম সাহায্য এবং সুযোগসুবিধা দেওয়া হয়েছিল বলেও সংসদে উল্লেখ করেছেন মনসুখ।বুধবার অসুস্থ হয়ে পড়েছেন বিনেশ। তাকে প্যারিসের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার শরীরে জলের ঘাটতি থাকায় এই অসুস্থতা। জানা গিয়েছে, সারা রাত ধরে ওজন কমানোর জন্য পরিশ্রম করেছিলেন বিনেশ। তাই সকালে অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলবার কিউবার প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে অলিম্পিক্স কুস্তির ফাইনালে ওঠেন বিনেশ। তাঁর রুপো নিশ্চিত হয়ে গিয়েছিল। সোনার লড়াই হওয়ার কথা ছিল বুধবার।

 

Related articles

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...
Exit mobile version