Thursday, December 18, 2025

বিনেশ ফোগত ইস্যুতে আইওসি-র কাছে আবেদন ভারতের, সংসদে বিবৃতি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর

Date:

Share post:

বিনেশ ফোগত ইস্যুতে আইওসি-র কাছে আবেদন করেছে ভারত ৷ আইওসি-র নিয়ম মেনে বিনেশের বিষয়টি নিয়ে আবেদন করা হয়েছে৷ ভারতীয় কুস্তিগির ৫০ কেজির মহিলা ফ্রি স্টাইল বিভাগে মাত্র ১০০ গ্রাম ওজন বেশি থাকার জন্য ডিসকোয়ালিফাই হয়ে যান৷ তার আজই সোনার মেডেলের জন্য নামার কথা ছিল৷ আজ সকালেই কুস্তি ফাইনালের আগে তার ওজন করা হলে তিনি ওভারওয়েট হন।

ভিনেশ ইতিহাস তৈরি করেন মঙ্গলবার রাতে ৷ তিনি সেমিফাইনালে জেতার পরেই ফাইনালে চলে যান এবং তিনিই প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসেবে ফাইনালের টিকিট পেয়েছিলেন ৷ সারা দেশ স্বপ্ন দেখেছিল, অলিম্পিক্সের মঞ্চ থেকে নিশ্চিতভাবে আরও একটি পদক আসছে ৷ কারণ, ভারত রুপো অন্তত পেতই৷ আইওসি আবেদন করেছে, যেন কেউ বিনেশ ফোগতের প্রাইভেসি যেন অতিক্রম না করে৷ এটা তৃতীয় অলিম্পিকে অংশ নিচ্ছেন বিনেশ ৷ তিনি ওভারওয়েট হওয়ার কারণে এই কুস্তির লড়াইয়ের তালিকায় একদম শেষ স্থানে থেকে লড়াই করছেন ৷

ভারতীয় কুস্তিগির বিনেশ এই মুহূর্তে হাসপাতালে ভর্তি ৷ প্যারিসে ডিহাইড্রেশনের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ এক রাতে স্বপ্নভঙ্গ হল বিনেশের ৷ বুধবারই প্যারিস থেকে সকালে দুঃসংবাদ আসে৷ সেখানে বলা হয় ৫০কেজি ফ্রি স্টাইলের ফাইনালে অতিরিক্ত ওজন হওয়ার জন্য অংশ নিতে পারবেন না বিনেশ ফোগত ৷

বুধবার সংসদে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডবীয় বলেন, বুধবার বিনেশের ওজন মেপে দেখা যায়, ৫০ কেজি ১০০ গ্রাম। তাঁর খেলা বাতিল করে দেওয়া হয়। আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির কাছে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশন। আইওএ-র প্রেসিডেন্ট প্যারিসে রয়েছেন। ফোনে তার সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। উপযুক্ত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি। বিনেশকে সরকারের তরফ থেকে সবরকম সাহায্য এবং সুযোগসুবিধা দেওয়া হয়েছিল বলেও সংসদে উল্লেখ করেছেন মনসুখ।বুধবার অসুস্থ হয়ে পড়েছেন বিনেশ। তাকে প্যারিসের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার শরীরে জলের ঘাটতি থাকায় এই অসুস্থতা। জানা গিয়েছে, সারা রাত ধরে ওজন কমানোর জন্য পরিশ্রম করেছিলেন বিনেশ। তাই সকালে অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলবার কিউবার প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে অলিম্পিক্স কুস্তির ফাইনালে ওঠেন বিনেশ। তাঁর রুপো নিশ্চিত হয়ে গিয়েছিল। সোনার লড়াই হওয়ার কথা ছিল বুধবার।

 

spot_img

Related articles

নয়াদিল্লির নির্দেশে বৃহস্পতিতে দিনভর রাজশাহী-খুলনায় ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধ!

ঢাকার পর এবার বাংলাদেশের রাজশাহী ও খুলনাতেও ভারতীয় ভিসা কেন্দ্র (India Visa Center) বন্ধ রাখার সিদ্ধান্ত নিল নয়া...

এজেন্সি দিয়ে ব্যবসায়ীদের ভয় দেখাচ্ছে কেন্দ্র: কনক্লেভে অভিযোগ মুখ্যমন্ত্রীর, ক্ষোভ GST নিয়েও

বাংলায় কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ব্যবসায়ীদের ভয় দেখানো হচ্ছে। বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়ামে বাণিজ্য কনক্লেভে অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

তৃণমূল কর্মী খুনে ১৫ বছর পর সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

হুগলীতে বাম আমলে তৃণমূল কর্মী (TMC Worker Marder Case) খুনে নয়া মোড়! কলকাতা হাইকোর্ট এবার রবীন ঘোষ হত্যাকাণ্ড...

বাংলায় নতুন করে আরও ১৫৮০০ কোটি টাকা বিনিয়োগ: ঘোষণা সঞ্জীব গোয়েঙ্কার

বৃহস্পতিবার  বিজনেস কনক্লেভের মঞ্চ থেকে বাংলার জন্য বড়সড় বিনিয়োগের ঘোষণা করলেন আরপিএসজি (RPSG) গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা(Sanjeev Goyenka)।...