প্রথম ম্যাচ রেফারি হিসেবে ৪০০ ওয়ানডে পরিচালনার রেকর্ড গড়লেন রঞ্জন মাদুগালে। কলম্বোয় ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার সিরিজের তৃতীয় ওয়ানডেতে এই অনন্য রেকর্ড গড়লেন মাদুগালে। শ্রীলঙ্কার হয়ে ২১টি টেস্ট ও ৬৩টি ওয়ানডে খেলেছেন তিনি। মাদুগালের আইসিসির ম্যাচ রেফারি হিসেবে অভিষেক ১৯৯৩ সালের ১ ডিসেম্বর। সে মাসেই পাকিস্তান ও জিম্বাবোয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে অভিষেক হয় তাঁর।
বেশ কিছু দিন ধরেই ওয়ানডেতে সর্বোচ্চ ম্যাচ রেফারির দায়িত্ব পালনের রেকর্ডটি মাদুগালের দখলে। ৪০০টি ওয়ানডের পাশাপাশি এখনও পর্যন্ত ২১৬টি টেস্ট ম্যাচ পরিচালনা করেছেন ৬৫ বছর বয়সী মাদুগালে। এমনকী, ১৩০টি ম্যাচও পরিচালনা করেছেন তিনি। একসময় আইসিসির প্রথম প্রধান ম্যাচ রেফারির দায়িত্বেও ছিলেন তিনি, যদিও পরে সে পদ তুলে দেয় আইসিসি। এখন আইসিসির এলিট প্যানেলের সদস্য তিনি।আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অবশ্য সর্বোচ্চ পরিচালনা করা ম্যাচের সংখ্যার দিক দিয়ে দুইয়ে আছেন মাদুগালে (১৬৩)। তাঁর আগে আছেন নিউজিল্যান্ডের জেফ ক্রো, যিনি পরিচালনা করেছেন ১৮৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি।
রেকর্ড গড়ার দিনে মাদুগালেকে সম্মান জানিয়ে আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার ও পরবর্তী সময় আম্পায়ারদের পারফরম্যান্স ও ট্রেনিং ম্যানেজার সাইমন টউফেল বলেছেন, ‘রঞ্জনের দীর্ঘস্থায়িত্ব অসাধারণ। আমার আন্তর্জাতিক আম্পায়ারিং ক্যারিয়ারের শুরু এবং শেষে ছিল সে।’ তিনি আরও বলেন, ‘সে শ্রীলঙ্কা, আইসিসি এবং ক্রিকেট খেলার জন্য গুরুত্ব ও স্বচ্ছতার সঙ্গে সেবা করে গিয়েছে।