যুবতীর গায়ে গরম জল! ‘সম্পত্তির হাঙর’ পিষেমশাই-ভাই গ্রেফতার

তারই সুযোগে রান্নাঘরে 'বিশেষভাবে' গরম জল করে এনে যুবতীর গায়ে ঢেলে দেয় তাঁর ভাই। পরে তাঁর পিসি সেই আঘাতে মলম দেওয়ার চেষ্টা করেন

0
1

সম্পত্তির লোভে যুবতীর গায়ে গরম জল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করল আত্মীয়রা। বিশেষভাবে সক্ষম মেয়ের অবস্থা দেখে স্তম্ভিত বাবা। পরে পুলিশে অভিযোগ জানালে পুলিশ যুবতীর পিষেমশাই ও নাবালক ভাইকে গ্রেফতার করে। তবে এরকম ঘটনা প্রথমবার নয় বলেও জানান যুবতীর বাবা। ঘটনায় তদন্ত শুরু করেছে উত্তরপাড়া থানার পুলিশ।

যুবতীর বাবার অভিযোগ তাঁর বাবার থেকে জোর করে কোন্নগরের বাড়িটি লিখিয়ে নেন তাঁর বোন ও ভগ্নিপতী। সেই থেকে তাঁরা নিজেদের উত্তরপাড়ার বাড়ি ছেড়ে কোন্নগরের বাড়িতে শুধু থাকতে শুরু করেনি, সেখান থেকে যুবতী ও তাঁর বাবা-মাকে তাড়ানোর নানা পন্থা নেয়। বিভিন্ন ভাবে মানসিক চাপ তৈরি করা হয় তাঁদের উপর।

মে মাসে মারা যান যুবতীর মা। বাবা বেসরকারি সংস্থার কর্মী। ফলে পেশার তাগিদে বিশেষভাবে সক্ষম মেয়েকে ঘরে রেখেই তাঁকে বেরোতে হয়। তারই সুযোগে রান্নাঘরে ‘বিশেষভাবে’ গরম জল করে এনে যুবতীর গায়ে ঢেলে দেয় তাঁর ভাই। পরে তাঁর পিসি সেই আঘাতে মলম দেওয়ার চেষ্টা করেন। এমনকি ঘটনা ধামাচাপা দিতে যুবতীকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যায় পিষেমশাই। কিন্তু বাবা বাড়ি ফিরতেই সব সত্যি সে জানায়। তারপরেই পুলিশে অভিযোগ জানান যুবতীর বাবা।