পেইন কিলার থেকে অ্যান্টিবায়োটিক, কমছে ৭০টি গুরুত্বপূর্ণ ওষুধের দাম!

আমজনতার জন্য স্বস্তির খবর, কমতে চলেছে ৭০টি গুরুত্বপূর্ণ ওষুধের দাম! ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির(National Pharmaceutical Pricing Authority) বৈঠকে এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। এই তালিকায় রয়েছে পেইন কিলার থেকে অ্যান্টিবায়োটিক (Anti Biotics ) পর্যন্ত সব ধরনের ওষুধ।

নির্বাচনের সময় এক ধাক্কায় ওষুধের দাম বেড়ে যাওয়ায় সমস্যায় পড়েছিলেন সাধারণ মানুষ। কেন্দ্রীয় সরকারের (Government of India) সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছিল বিরোধীরা। কার্যত চাপের মুখে পড়েই সিদ্ধান্ত বদলে বাধ্য হয় NDA নেতৃত্বাধীন বিজেপি সরকার। গত জুন মাসে এনপিপিএ তাদের ১২৪ তম বৈঠকে ৫৪ টি ওষুধ এবং আটটি স্পেশাল ফর্মুলেশনের দাম বেধে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই তালিকায় ছিল মাল্টি ভিটামিন, ডায়াবেটিস, হার্ট এবং কানের রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ। এবার যে ৭০ টি ওষুধের দাম কমছে সেই তালিকায় রয়েছে ব্লাড প্রেসার, হৃদরোগ, ডায়াবেটিস, জ্বর, ইনফেকশন, পেইনকিলার-সহ একাধিক চিকিৎসায় অন্তর্ভুক্ত মেডিসিন। এছাড়াও স্পেশাল ফর্মুলেশন ওষুধের দামও কমানো হবে বলে জানা যাচ্ছে।


Previous articleহেডফোনের ছেঁড়া তারই ধরিয়ে দিল চিকিৎসক-খুনের আততায়ীকে! কে এই সঞ্জয় জানেন?
Next articleসীমান্তে ধর্মীয় সম্প্রদায়কে রক্ষায় কমিটি! শুক্রবার অনুপ্রবেশের চেষ্টার পর উদ্যোগী অমিত শাহ