সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে নীরজ চোপড়া এবং মানু ভাকেরের এক ভিডিও। যেখানে দেখা যায় মানু ভাকেরের মাকেও। এরপরই গুঞ্জন ছড়ায় মান এবং নীরজকে নিয়ে। যেই ভিডিও ঘিরে তোলপাড় হয়ে যায় । গুঞ্জন ছড়ায়। তাহলে কি নতুন সফর শুরু করছেন ভারতের দুই পদকজয়ী তারকা? সেই জল্পনার মাঝেই এবার এই নিয়ে মুখ খুললেন মানুর বাবা রামকিষণ ভাকের । জানালেন, নীরজ তাঁর ছেলের মতন।

এই নিয়ে মানু ভাকেরের বাবা রামকিষণ ভাকের বলেন, “ মানু এখনও অনেক ছোট। ওর বিয়ের বয়স হয়নি। তাই বিয়ে নিয়ে এখন কিছু ভাবছি না।” এরপরই নীরজের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খোলেন রামকিষন। জানান নীরজের সঙ্গে তাঁদের পরিবারের সম্পর্ক খুব ভাল । এই নিয়ে তিনি বলেন, “মানুর মা নীরজকে নিজের ছেলের মতো মনে করে। ওকে আমরা সকলেই ভালবাসি।”

নীরজের কাকাও এই জল্পনা নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, “নীরজ প্যারিসে পদক জেতার পরে যেমন গোটা দেশ জানতে পেরেছে, তেমনই নীরজের বিয়ে ঠিক হলে সকলে জানতে পারবে। কিছুই লুকিয়ে রাখা হবে না।” সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় , যেখানে দেখা যায়, মানু ও তাঁর মায়ের সঙ্গে কথা বলছেন নীরজ। তারপরেই জল্পনা শুরু হয়, নীরজ ও মানু কি তাহলে এ বার বিয়ে করবেন? দুই খেলোয়াড় এই বিষয়ে যদিও কিছু বলেননি।

আরও পড়ুন- আজ রায় ঘোষণা বিনেশের, পাবেন কি রুপো ?
