Saturday, November 1, 2025

রিয়ালের জার্সিতে অভিষেকের অপেক্ষায় এমবাপে

Date:

Share post:

পোল্যান্ডের ওয়ারশতে উয়েফা সুপার কাপে বুধবার আতালান্তার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ফ্রান্সের তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপেকে নিয়েই এই ম্যাচের স্কোয়াড সাজিয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। এমবাপেও রিয়ালের জার্সিতে অভিষেকের অপেক্ষায়। আর এই ম্যাচে তার সেই অপেক্ষা ঘুচে যাওয়ার জোর গুঞ্জনও শোনা যাচ্ছে। কিন্তু আনচেলত্তি নিজে কী ভাবছেন? ইতালিয়ান কোচ খোলাসা করে কিছুই বলেননি। যে ২৩ জন নিয়ে তিনি পোল্যান্ডে গিয়েছেন, সেই স্কোয়াডের যে কেউ খেলতে পারেন বলে গতকাল সাংবাদিক বৈঠকে জানিয়েছেন আনচেলত্তি। বলেছেন, ‘এমবাপে ভালোভাবেই এসেছে, যেভাবে গত সপ্তাহে বাকিরাও যোগ দিয়েছে। আমরা অনুশীলনের বেশি সুযোগ পাইনি, তবে ভালোই করছি। কিলিয়ানের অবস্থাও বেশ ভালো। সে খুব ভালোভাবে মানিয়ে নিচ্ছে। যারা এখানে আছে, অবশ্যই তাদের সবাই আজ খেলতে পারে।’

কিন্তু এমবাপে পেনাল্টি নেওয়ার দায়িত্ব পাবেন কি ? আনচেলত্তি বলেছেন, এই দায়িত্ব এমন কারও ওপর অর্পণ করা হবে, যিনি ম্যাচের শুরু থেকে খেলবেন। আনচেলত্তির ভাষায়, ‘এমবাপে পেনাল্টি নেয়, সে এটা খুব ভালো পারে। কিন্তু বেলিংহাম ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ভালো করেছে। ফেদে ভালভের্দেও কোপা আমেরিকায় দারুণ ছিল অর্থাৎ আমাদের বেশ কজন পেনাল্টি নেওয়ার খেলোয়াড় আছে। তাদের মধ্য থেকে বুধবারের ম্যাচে আমাকে একজন বেছে নিতে হবে। অবশ্যই আমি এমন কাউকে বেছে নেব, যে শুরু থেকে খেলবে।

রিয়াল এরই মধ্যে দুঃসংবাদ পেয়েছে। অনুশীলনে হাঁটুতে চোট পাওয়ায় উয়েফা সুপার কাপে খেলতে পারবেন না মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা। ফরাসি সতীর্থ অঁরেলিয়ে চুয়ামেনির পায়ের আঘাতে এই চোট পেয়েছেন কামাভিঙ্গা। প্রাথমিক পরীক্ষার পর তার খেলার সম্ভাবনা নাকচ করে দেওয়া হয়। মাদ্রিদে ফেরার পর আগামীকাল তার চোটের বিশদ পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

 

spot_img

Related articles

পাঁচবার যান: তালিকায় ন্যায্য পরিযায়ী শ্রমিকদের নাম নিশ্চিত করতে নির্দেশ অভিষেকের

বিহার নির্বাচনের আগে নির্বাচন কমিশনের সব পদক্ষেপেই স্পষ্ট হয়েছে ন্যায্য ভোটারদের বাদ দেওয়ার প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় সবথেকে বেশি...

যুদ্ধবিরতি! অরূপ মধ্যস্থ, কুণালকে ফুল দিলেন দেব

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। দেব-কুণাল যুদ্ধবিরতি ঘোষণা করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। শুক্রবার টেকনিশিয়ান স্টুডিওতে...

ফর্ম ফিলাপ পর্বে চা শ্রমিকদের বাড়ি যান: বিশেষ নির্দেশ অভিষেকের

জটিল থেকে জটিলতর হচ্ছে ভোটাদের ন্যায্য ভোটার হিসাবে ভোটকেন্দ্রে পৌঁছানোর পথ। একদিকে ভোটার তালিকায় নাম থাকা নিয়ে নথি...

গোল করতে ব্যর্থ দুই দলই, মোহনবাগানকে টেক্কা দিয়ে সুপার কাপের সেমিতে ইস্টবেঙ্গল

সুপার কাপের ডার্বি ড্র। খেলার ফল ০-০। গোল পার্থক্যে এগিয়ে থেকে (Super CUP)সেমিফাইনালে চলে গেল ইস্টবেঙ্গল। বিদায় নিল...