Thursday, January 1, 2026

রিয়ালের জার্সিতে অভিষেকের অপেক্ষায় এমবাপে

Date:

Share post:

পোল্যান্ডের ওয়ারশতে উয়েফা সুপার কাপে বুধবার আতালান্তার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ফ্রান্সের তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপেকে নিয়েই এই ম্যাচের স্কোয়াড সাজিয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। এমবাপেও রিয়ালের জার্সিতে অভিষেকের অপেক্ষায়। আর এই ম্যাচে তার সেই অপেক্ষা ঘুচে যাওয়ার জোর গুঞ্জনও শোনা যাচ্ছে। কিন্তু আনচেলত্তি নিজে কী ভাবছেন? ইতালিয়ান কোচ খোলাসা করে কিছুই বলেননি। যে ২৩ জন নিয়ে তিনি পোল্যান্ডে গিয়েছেন, সেই স্কোয়াডের যে কেউ খেলতে পারেন বলে গতকাল সাংবাদিক বৈঠকে জানিয়েছেন আনচেলত্তি। বলেছেন, ‘এমবাপে ভালোভাবেই এসেছে, যেভাবে গত সপ্তাহে বাকিরাও যোগ দিয়েছে। আমরা অনুশীলনের বেশি সুযোগ পাইনি, তবে ভালোই করছি। কিলিয়ানের অবস্থাও বেশ ভালো। সে খুব ভালোভাবে মানিয়ে নিচ্ছে। যারা এখানে আছে, অবশ্যই তাদের সবাই আজ খেলতে পারে।’

কিন্তু এমবাপে পেনাল্টি নেওয়ার দায়িত্ব পাবেন কি ? আনচেলত্তি বলেছেন, এই দায়িত্ব এমন কারও ওপর অর্পণ করা হবে, যিনি ম্যাচের শুরু থেকে খেলবেন। আনচেলত্তির ভাষায়, ‘এমবাপে পেনাল্টি নেয়, সে এটা খুব ভালো পারে। কিন্তু বেলিংহাম ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ভালো করেছে। ফেদে ভালভের্দেও কোপা আমেরিকায় দারুণ ছিল অর্থাৎ আমাদের বেশ কজন পেনাল্টি নেওয়ার খেলোয়াড় আছে। তাদের মধ্য থেকে বুধবারের ম্যাচে আমাকে একজন বেছে নিতে হবে। অবশ্যই আমি এমন কাউকে বেছে নেব, যে শুরু থেকে খেলবে।

রিয়াল এরই মধ্যে দুঃসংবাদ পেয়েছে। অনুশীলনে হাঁটুতে চোট পাওয়ায় উয়েফা সুপার কাপে খেলতে পারবেন না মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা। ফরাসি সতীর্থ অঁরেলিয়ে চুয়ামেনির পায়ের আঘাতে এই চোট পেয়েছেন কামাভিঙ্গা। প্রাথমিক পরীক্ষার পর তার খেলার সম্ভাবনা নাকচ করে দেওয়া হয়। মাদ্রিদে ফেরার পর আগামীকাল তার চোটের বিশদ পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

 

spot_img

Related articles

BSL: ঘরের মাঠে হার সুন্দরবনের, দুরন্ত জয় মেদিনীপুরের

জমজমাট শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। নতুন বছরের প্রথম দিনে ঘরের মাঠে হারের মুখ দেখল সুন্দরবন...

পাটশিল্পের সমস্যা মেটানোর দাবি জানিয়ে গিরিরাজকে কড়া চিঠি ঋতব্রতর

পাটশিল্পের দায়িত্ব আংশিকভাবে কেন্দ্রের। তারপরেও বঙ্গ সফরে এসে পাটশিল্পের খারাপ অবস্থা নিয়ে কথা বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার...

নতুন শিক্ষাবর্ষে ছুটি কমাল বাংলাদেশ! বাতিল একুশে ফেব্রুয়ারিসহ বহু ছুটি

একুশে ফেব্রুয়ারি—ভাষা শহিদদের স্মরণে এই দিনটি প্রতিটি বাঙালির আবেগের সঙ্গে জড়িয়ে। সেই ভাষা দিবসের ছুটিই এবার বাতিল করল...

নতুন বছরেও আইএসএল জট অব্যাহত, বড় সিদ্ধান্ত নিল কেরল ব্লাস্টার্স

নতুন বছরের শুরুতেও আইএসএল (ISL) নিয়ে জট কাটল না। ৩১ শে ডিসেম্বর আইএসএল (ISL) ক্লাবগুলোর কাছে লিগে অংশগ্রহণের...