Wednesday, May 7, 2025

রিয়ালের জার্সিতে অভিষেকের অপেক্ষায় এমবাপে

Date:

Share post:

পোল্যান্ডের ওয়ারশতে উয়েফা সুপার কাপে বুধবার আতালান্তার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ফ্রান্সের তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপেকে নিয়েই এই ম্যাচের স্কোয়াড সাজিয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। এমবাপেও রিয়ালের জার্সিতে অভিষেকের অপেক্ষায়। আর এই ম্যাচে তার সেই অপেক্ষা ঘুচে যাওয়ার জোর গুঞ্জনও শোনা যাচ্ছে। কিন্তু আনচেলত্তি নিজে কী ভাবছেন? ইতালিয়ান কোচ খোলাসা করে কিছুই বলেননি। যে ২৩ জন নিয়ে তিনি পোল্যান্ডে গিয়েছেন, সেই স্কোয়াডের যে কেউ খেলতে পারেন বলে গতকাল সাংবাদিক বৈঠকে জানিয়েছেন আনচেলত্তি। বলেছেন, ‘এমবাপে ভালোভাবেই এসেছে, যেভাবে গত সপ্তাহে বাকিরাও যোগ দিয়েছে। আমরা অনুশীলনের বেশি সুযোগ পাইনি, তবে ভালোই করছি। কিলিয়ানের অবস্থাও বেশ ভালো। সে খুব ভালোভাবে মানিয়ে নিচ্ছে। যারা এখানে আছে, অবশ্যই তাদের সবাই আজ খেলতে পারে।’

কিন্তু এমবাপে পেনাল্টি নেওয়ার দায়িত্ব পাবেন কি ? আনচেলত্তি বলেছেন, এই দায়িত্ব এমন কারও ওপর অর্পণ করা হবে, যিনি ম্যাচের শুরু থেকে খেলবেন। আনচেলত্তির ভাষায়, ‘এমবাপে পেনাল্টি নেয়, সে এটা খুব ভালো পারে। কিন্তু বেলিংহাম ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ভালো করেছে। ফেদে ভালভের্দেও কোপা আমেরিকায় দারুণ ছিল অর্থাৎ আমাদের বেশ কজন পেনাল্টি নেওয়ার খেলোয়াড় আছে। তাদের মধ্য থেকে বুধবারের ম্যাচে আমাকে একজন বেছে নিতে হবে। অবশ্যই আমি এমন কাউকে বেছে নেব, যে শুরু থেকে খেলবে।

রিয়াল এরই মধ্যে দুঃসংবাদ পেয়েছে। অনুশীলনে হাঁটুতে চোট পাওয়ায় উয়েফা সুপার কাপে খেলতে পারবেন না মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা। ফরাসি সতীর্থ অঁরেলিয়ে চুয়ামেনির পায়ের আঘাতে এই চোট পেয়েছেন কামাভিঙ্গা। প্রাথমিক পরীক্ষার পর তার খেলার সম্ভাবনা নাকচ করে দেওয়া হয়। মাদ্রিদে ফেরার পর আগামীকাল তার চোটের বিশদ পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

 

spot_img

Related articles

মঙ্গলের পরে বুধেই উল্টো সুর! SLST মামলায় আবার স্থগিতাদেশ হাই কোর্টের

এসএলএসটি-র সুপার নিউমেরারি পদে (super numerary post) নিয়োগে হাই কোর্টের স্থগিতাদেশের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নিয়োগে বাধা নেই,...

উচ্চমাধ্যমিকে যুগ্ম নবম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যমজ দুই ভাই 

২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর মেধা তালিকায় নজরকাড়া সাফল্য এনে দিয়েছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ...

বেসরকারি স্কুলগুলিকে রবীন্দ্রজয়ন্তী থেকে গরমের ছুটি দেওয়ার আবেদন মুখ্যমন্ত্রীর

রাজ্যের সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে গিয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে বেসরকারি স্কুলগুলিকেও রবীন্দ্রজয়ন্তী থেকে গরমের ছুটি (Summer Vacation)...

আমরা শুধু নিরীহদের হত্যার বদলা নিয়েছি: রাজনাথ সিং

পহেলগাম হামলার যোগ্য জবাব দিয়েছে ভারত। তিন স্তরের সেনা একযোগে পাকিস্তানের ৯ জঙ্গিঘাঁটিতে হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে। পাকিস্তান...