Saturday, November 22, 2025

হাতিয়ার R GKar! রাজনীতিতে ফেরার মরিয়া চেষ্টায় রামধনু জোট, পথে বিমান

Date:

Share post:

লোকসভা ভোটে (Loksabha Election) হজম করতে হয়েছে লজ্জাজনক হার। এই মুহূর্তে হাতে কোনও ইস্যু নেই, আর সেকারণেই রাজ্যকে অশান্ত করার লক্ষ্যে আর জি কর (R G Kar) কাণ্ডকেই হাতিয়ার করে লাগাতার বিশৃঙ্খলার চেষ্টা বিরোধীদের। যদিও শুক্রবারই আর জি কর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে পথে নেমে বিরোধীদের রামধনু জোটকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি শনি ও রবিবার কলকাতার পাশাপাশি রাজ্যের প্রতিটি ব্লক ও ওয়ার্ডে প্রতিবাদ মিছিল করার নির্দেশ দিয়েছিলেন তিনি। সেইমতোই এদিন বিকেলে দোষীদের ফাঁসির দাবিতে পথে নামতে দেখা যায় তৃণমূল নেতা-কর্মীদের। গত বুধবার রাতে হামলাকারীদের তাণ্ডবে নতুন করে অশান্ত হয়ে ওঠে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। পরে একাধিক ভিডিও সামনে আসতেই বিরোধীদের সমস্ত প্ল্যান একেবারে বানচাল হয়ে যায়। দেখা যায় সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-র (DYFI) পতাকা হাতে হামলাকারীদের বিক্ষোভ দেখাতে দেখা যায়। ঘটনার জেরে ইতিমধ্যে মুখ পুড়েছে বামেদের। অন্যদিকে, বাংলা দখল করতে না পেরে তৃণমূলের উপর জোর করে দোষ চাপিয়ে নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টা বিজেপির (BJP)।

 

এদিন তৃণমূল কংগ্রেস যখন কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে দোষীদের ফাঁসির দাবিতে রাস্তায় নামে, ঠিক তখনই শহরের একাধিক জায়গায় বিক্ষোভ মিছিলের নামে শহরকে অশান্ত করার চেষ্টা রামধনু জোটের। তবে এদিন বাংলার রাজনীতির মানচিত্র থেকে প্রায় মুছে যাওয়া কংগ্রেস নেতা-কর্মীদের বিক্ষোভকে কেন্দ্র করে ইতিমধ্যে উঠতে শুরু করেছে প্রশ্ন। রাজনীতিতে নিজেদের অস্তিত্ব প্রমাণ করতে বিক্ষোভ মিছিলের নামে নগ্ন প্রতিবাদের সাহায্য নিতে হয় হাত শিবিরকে। তবে পুলিশি হস্তক্ষেপে এদিন বিশৃঙ্খলা আয়ত্তে এলেও দুপুর গড়িয়ে বিকেল হতেই প্ল্যানমাফিক পথে নেমে বিক্ষোভ প্রদর্শন করে সিপিআইএমও। শনিবার বিকেলে বৃষ্টিকে মাথায় নিয়ে আর জি কর কাণ্ডের প্রতিবাদে নেমে শহরবাসীর কাছে নিজেদের ইমেজ বাঁচাতে মরিয়া প্রচেষ্টা লাল ঝাণ্ডাধারীদের। এদিন সিপিআইএমের প্রথম সারির বিমান বসু, সূর্যকান্ত মিশ্র-সহ একাধিক নেতৃত্ব মিছিলে পা মেলান।

তবে শুধু রামধনু জোটই নয়, এদিন নির্যাতিতার সুবিচারের আশায় আইএমের দাবি মেনে কর্মবিরতি পালনের পর শহরে বিক্ষোভ মিছিল করতে দেখা যায় চিকিৎসক সংগঠনের একাংশকেও। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে আর জি কর-কে সামনে রেখেই রাজনীতির ময়দানে নিজেদের জায়গা পাকা করতে চাইছে রামধনু জোট। আর সেকারণে হাতে হাত মিলিয়ে মিথ্যাচারের আশ্রয় নিয়ে ফের রাজ্যকে অশান্ত করার চেষ্টায় ব্যস্ত বিরোধীরা।

spot_img

Related articles

SIR-এ কাজের চাপ: এবার আত্মহত্যায় বাধ্য হলেন মোদির রাজ্যের BLO!

বাংলায় বারবার ইনিউমারেশন ফর্ম বিলি থেকে ডিজিটাইজেশনের কাজ নিয়ে চাপের অভিযোগ করেছেন বুথ লেভেল অফিসাররা। আত্মহত্যার উদাহরণও রয়েছে...

শহর থেকে জেলা, একাধিক জেলায় আগুনে পুড়ে ছাই ব্যবসায়িক প্রতিষ্ঠান

শুক্রবার রাতে রাজ্যের একাধিক জেলায় আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ালো। সবথেকে বড় আগুন লাগার ঘটনা ঘটেছে নদিয়ার শান্তিপুরে...

নির্বাচন কমিশনের প্রবল চাপ: রাজ্যের ফের আত্মঘাতী মহিলা বিএলও

রাজ্যে ফের আত্মঘাতী বিএলও। আবার দায়ী নির্বাচন কমিশন। শুক্রবার নতুন করে বিএলও-দের ডিজিটাইজেশনের কাজ করার সময়সীমা কমিয়ে দেওয়ার...

নিউটাউনে বেপরোয়া অ্যাপ ক্যাব: সাত সকালে দুর্ঘটনায় আহত ৬

সাত সকালে নিউটাউনে অ্যাপ ক্যাব দৌরাত্ম্য। বেপরোয়া ক্যাবের ধাক্কায় আহত হলেন ৫ পথচারী। গুরুতর আহত হলেন অ্যাপ ক্যাব...