Sunday, November 2, 2025

হাতিয়ার R GKar! রাজনীতিতে ফেরার মরিয়া চেষ্টায় রামধনু জোট, পথে বিমান

Date:

Share post:

লোকসভা ভোটে (Loksabha Election) হজম করতে হয়েছে লজ্জাজনক হার। এই মুহূর্তে হাতে কোনও ইস্যু নেই, আর সেকারণেই রাজ্যকে অশান্ত করার লক্ষ্যে আর জি কর (R G Kar) কাণ্ডকেই হাতিয়ার করে লাগাতার বিশৃঙ্খলার চেষ্টা বিরোধীদের। যদিও শুক্রবারই আর জি কর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে পথে নেমে বিরোধীদের রামধনু জোটকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি শনি ও রবিবার কলকাতার পাশাপাশি রাজ্যের প্রতিটি ব্লক ও ওয়ার্ডে প্রতিবাদ মিছিল করার নির্দেশ দিয়েছিলেন তিনি। সেইমতোই এদিন বিকেলে দোষীদের ফাঁসির দাবিতে পথে নামতে দেখা যায় তৃণমূল নেতা-কর্মীদের। গত বুধবার রাতে হামলাকারীদের তাণ্ডবে নতুন করে অশান্ত হয়ে ওঠে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। পরে একাধিক ভিডিও সামনে আসতেই বিরোধীদের সমস্ত প্ল্যান একেবারে বানচাল হয়ে যায়। দেখা যায় সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-র (DYFI) পতাকা হাতে হামলাকারীদের বিক্ষোভ দেখাতে দেখা যায়। ঘটনার জেরে ইতিমধ্যে মুখ পুড়েছে বামেদের। অন্যদিকে, বাংলা দখল করতে না পেরে তৃণমূলের উপর জোর করে দোষ চাপিয়ে নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টা বিজেপির (BJP)।

 

এদিন তৃণমূল কংগ্রেস যখন কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে দোষীদের ফাঁসির দাবিতে রাস্তায় নামে, ঠিক তখনই শহরের একাধিক জায়গায় বিক্ষোভ মিছিলের নামে শহরকে অশান্ত করার চেষ্টা রামধনু জোটের। তবে এদিন বাংলার রাজনীতির মানচিত্র থেকে প্রায় মুছে যাওয়া কংগ্রেস নেতা-কর্মীদের বিক্ষোভকে কেন্দ্র করে ইতিমধ্যে উঠতে শুরু করেছে প্রশ্ন। রাজনীতিতে নিজেদের অস্তিত্ব প্রমাণ করতে বিক্ষোভ মিছিলের নামে নগ্ন প্রতিবাদের সাহায্য নিতে হয় হাত শিবিরকে। তবে পুলিশি হস্তক্ষেপে এদিন বিশৃঙ্খলা আয়ত্তে এলেও দুপুর গড়িয়ে বিকেল হতেই প্ল্যানমাফিক পথে নেমে বিক্ষোভ প্রদর্শন করে সিপিআইএমও। শনিবার বিকেলে বৃষ্টিকে মাথায় নিয়ে আর জি কর কাণ্ডের প্রতিবাদে নেমে শহরবাসীর কাছে নিজেদের ইমেজ বাঁচাতে মরিয়া প্রচেষ্টা লাল ঝাণ্ডাধারীদের। এদিন সিপিআইএমের প্রথম সারির বিমান বসু, সূর্যকান্ত মিশ্র-সহ একাধিক নেতৃত্ব মিছিলে পা মেলান।

তবে শুধু রামধনু জোটই নয়, এদিন নির্যাতিতার সুবিচারের আশায় আইএমের দাবি মেনে কর্মবিরতি পালনের পর শহরে বিক্ষোভ মিছিল করতে দেখা যায় চিকিৎসক সংগঠনের একাংশকেও। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে আর জি কর-কে সামনে রেখেই রাজনীতির ময়দানে নিজেদের জায়গা পাকা করতে চাইছে রামধনু জোট। আর সেকারণে হাতে হাত মিলিয়ে মিথ্যাচারের আশ্রয় নিয়ে ফের রাজ্যকে অশান্ত করার চেষ্টায় ব্যস্ত বিরোধীরা।

spot_img

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...