আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের বিরুদ্ধে জোড়া মামলা পুলিশের

আর জি করের (RG Kar Hospital) প্রাক্তন ও বিতর্কিত অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার জোড়া মামলা রুজু করল কলকাতা পুলিশ। টালা থানায় এই মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, একজন আইএএস অফিসার সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন টালা থানায়। সেই অভিযোগের ভিত্তিতেই মামলা রুজু করেছে কলকাতা পুলিশ। জানা গিয়েছে, প্রিভেনশন অফ কোরাপশন অ্যাক্টের ৭ নম্বর ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

অন্যদিকে, আর জি করের (RG Kar Hospital) নির্যাতিতা মহিলা চিকিৎসকের নাম-পরিচায় ফাঁস নিয়েও সন্দীপ ঘোষের বিরুদ্ধে টালা থানায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার দিন বিভিন্ন সংবাদ মাধ্যমে একাধিকবার নির্যাতিতার নাম নিয়েছেন সন্দীপ। যা আইন বিরুদ্ধ।

আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতি-সহ বিভিন্ন অভিযোগ উঠেছিল আগেই। আর জি করের ঘটনার পরে বিক্ষোভের মুখে অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দেন সন্দীপ। তারপরে, সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে পাঠানো হয়, তবে সন্দীপ সেখানে দায়িত্ব নেওয়ার খবরে বিক্ষোভ শুরু হয়। পরে অবশ্য হাই কোর্টের নির্দেশে সন্দীপ ঘোষ কোনও মেডিক্যাল কলেজের দায়িত্ব নিতে পারেননি।

আরও পড়ুন: সপ্তাহ পার, তদন্তে নেই নতুন দিশা! এবার চাপে সিবিআই