Tuesday, August 26, 2025

আর জি কর কাণ্ডে এবার সিবিআইকে নিয়ে ভুয়ো চিঠি! বিভ্রান্তি চরমে

Date:

Share post:

আর জি কর (RG Kar Hospital) অনেকেই বিচার ও প্রতিবাদের নামে বিভিন্ন ধরনের ভুয়ো খবর ছড়িয়ে বাজার গরম করছে। কখনও বিকৃতি ভিডিও, কখনও ভুয়ো অডিও কিংবা ছবি অনবরত পোস্ট করেছে চলেছে অনেকে। কেউ কেউ আবার আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নির্যাতিতার ছবি সহ নাম পরিচয় প্রকাশ্যে আনছেন। শুধু তাই নয়, অস্থিরতা ও বিভ্রান্তি ছড়ানোর নামে মনগড়া পোস্টমর্টেম রিপোর্ট পর্যন্ত বাজারে ছড়িয়ে দিচ্ছে। প্রতিবাদ, আন্দোলন, বিচারের নামে তদন্তের কাজকেও বিড়ম্বনায় ফেলছে। সোশ্যাল মিডিয়ায় সেইসব খবর যাচাই না করে অনেকেই গিলে ফেলছেন। ফলে মুহূর্তে ভাইরাল হয়ে যাচ্ছে ভুয়ো খবর। এর মধ্যে রাজনৈতি চক্রান্তের ছবিও স্পষ্ট।

রাজ্য ও কলকাতা পুলিশ আগেই জানিয়েছে, উত্তেজনার এই সময় বিভিন্ন ধরনের খবর বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে কোনওভাবেই ওইসব খবর বিশ্বাস করবেন না। ভুয়ো খবর রটানোর অভিযোগ বহু মানুষকে তলব করা হয়েছে লালবাজারে। এবার সিবিআই তদন্তের দায়িত্ব নেওয়ার পরও এরকমই একটি ভুয়ো খবর বাজারে ভাইরাল হয়ে গেল। সিবিআই আধিকারিকের নাম করে ওই চিঠিঠিকে ফেক বা ভুয়ো বলেছে খোদ সিবিআই।

ঠিক কী রয়েছে ওই চিঠিতে? দেখা যাচ্ছে ডা. আকাশ নাগ নামে সিবিআইয়ের ডিআইজি পদমর্যাদার এক কর্তা একটি চিঠি লিখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে। সেখানে লেখা হয়েছে, তিনি আর জি কর (RG Kar Hospital) কাণ্ডে সিবিআইয়ের যে তদন্ত হচ্ছে সেখান থেকে সরে আসতে চান। কারণ, আর জি করের তথ্যপ্রমাণ খতিয়ে দেখার পর মনে হয়েছে এটি একটি পরিকল্পিত খুন। যেসব তথ্যপ্রমাণ জড়ো করা হয়েছে সেসব একেবারে জালিয়াতি করা হয়েছে। এর পেছনে রয়েছে রাজনীতিক ও সামাজিক প্রভাবশালীদের চাপ।

ওই চিঠিতে আকাশ নাগ আরও লিখেছেন, প্রাথামিকভাবে মনে করা হচ্ছে একটি সহজ মামলা। কিন্তু সময় যত গড়িয়েছে ততই মনে হচ্ছে এর পেছনে অত্যন্ত প্রভাবশালী মানুষজন রয়েছে। তারাই মামলাকে প্রভাবিত করছেন। তদন্ত রিপোর্ট থেকে একটা জিনিস তাঁর মাথায় এসেছে যে এই খুনের পেছনে ৪ জন অন ডিউটি ডাক্তার রয়েছেন। এরা রাজনৈতিক প্রভাবশালীদের ঘনিষ্ঠ। ইচ্ছে থাকলেও তদন্তে পদে পদে বাধা পাচ্ছে। এই অবস্থায় তদন্ত থেকে অব্যহতি চাইছেন।

 

এদিকে সোশ্যাল মিডিয়ায় ওই চিঠি ভাইরাল হওয়ার পরপরই চিঠিটি যে ভুয়ে তা স্পষ্ট করে দিয়েছে সিবিআই। কেন্দ্রীয় তদন্ত সংস্থার তরফে বলা হয়েছে, সিবিআইয়ের ডিআইজি পরিচয় দিয়ে ডা আকাশ নাগ নামে এক ব্যক্তির একটি চিঠি ভাইরাল হয়েছে। ওই নামে কোনও সিবিআই অফিসার নেই। চিঠির বিষয়বস্তু একেবারেই মিথ্যে। সিবিআই তদন্তের ক্ষেত্রে সব দিক খতিয়ে দেখছে। সাধারণ মানুষের কাছে আবেদন, এই ধরেনর চিঠিতে কেউ বিভ্রান্ত হবেন না।

আরও পড়ুন:পুলিশের ভূমিকার পোস্টে ‘ভুল তথ্য’ ছিল: হাই কোর্টে স্বীকার সুখেন্দুশেখরের, পোস্ট মুছলেন সাংসদ!

 

spot_img

Related articles

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...