Thursday, August 28, 2025

আর জি কর কাণ্ডের (RG Kar Medical College and Hospital Case) প্রতিবাদ চেয়ে স্বাধীনতার মধ্যরাতে রাস্তায় নেমেছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakroborty)। ধর্ষণের প্রতিবাদে সোচ্চার নায়িকাকে এবার সমাজমাধ্যমে ধর্ষণের ‘হুমকি’ (Rape threat) দেওয়া হল বলে অভিযোগ। কুরুচিকর মেসেজের স্ক্রিনশট শেয়ার করে সোশাল মিডিয়ায় তীব্র প্রতিবাদ অভিনেত্রীর।

চিকিৎসক তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনায় যখন উত্তাল রাজ্য রাজনীতি, দেশ জুড়ে বাড়তে থাকা এই নারকীয় অপরাধের আধিক্য নিয়ে ভীত সুপ্রিম কোর্ট (SC), ঠিক তখনই সমাজমাধ্যমে অস্রাব্য ভাষায় মিমি চক্রবর্তীকে গালিগালাজের পাশাপাশি ধর্ষণের হুমকি দিয়ে পোস্ট করা হয়েছে। আর জি কর কাণ্ডের পর নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে চেয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গ তুলে ধরে মিমিকে ধর্ষণের হুমকি দেন এক নেটনাগরিক। সেই ব্যবহারকারী লেখেন, ‘আজ এই কাণ্ড যদি মিমির সঙ্গে ঘটত তা হলে কী করত? মিমির পরিবারকে ১০ লক্ষ টাকা দেওয়া হত নাকি? তাহলে মিমিকে আমার ঘরে পাঠিয়ে দিলে আমি ওঁর পরিবারকে ১০ লাখ টাকা দিয়ে দেব।’

সমাজমাধ্যমে এই পোস্ট দেখার পর গর্জে উঠেছেন মিমি। থানায় অভিযোগ করেছেন কিনা তা এখনও স্পষ্ট না হলেও পোস্টটি নিজের সমাজ মাধ্যমে শেয়ার করে কলকাতা পুলিশকে (Kolkata Police) ট্যাগ করেন যাদবপুরের প্রাক্তন সাংসদ। তিনি লেখেন, ‘আমরা কি এই কারণেই লড়ছি? আমরা একজন মহিলার জন্য বিচার চাইছি তাই না? ধর্ষণের হুমকি দেওয়াটা যেন জলভাত করে ফেলেছে এরা। তারাই আবার ভিড়ের মধ্যে মিশে বলছেন, মেয়েদের পাশে রয়েছেন! এটা কোন ধরনের শিক্ষা।’ সরকারি হাসপাতালে চিকিৎসকের সঙ্গে যা ঘটেছে তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড়। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে অনেকেই রাজনীতি করার চেষ্টা করছেন বলেও শাসক দলের তরফে অভিযোগ উঠেছে। বাড়ছে ভুয়ো পোস্ট। এই আবহে সেই সোশ্যাল মিডিয়াতেই হুমকি পেতে হল টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীকে।


Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version