Friday, November 14, 2025

ফের রুপো জয় নীরজের, ডায়মন্ড লিগে দ্বিতীয় স্থানে তিনি

Date:

ফের রুপো জয় নীরজ চোপড়া। প্যারিসের পর এবার লুসান। আরও একবার দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় অ্যাথলিটকে। বৃহস্পতিবার লুসানে আয়োজিত ডায়মন্ড লিগের পর্বে ৮৯.৪৯ মিটার দূরে জ্যাভলিন ছুঁড়েও দ্বিতীয় স্থানে শেষ করলেন নীরজ। প্যারিসে সোনাজয়ী পাকিস্তানের আর্শাদ নাদিম লুসানে ছিলেন না। তবে নীরজকে এবার টেক্কা দিলেন গ্রানাডার অ্যান্ডারসন পিটার্স। যিনি প্যারিসে ব্রোঞ্জ পেয়েছিলেন। তিনি ৯০.৬১ মিটার দূরত্ব অতিক্রম করে প্রথম স্থানে শেষ করলেন পিটার্স। নীরজের দুর্ভাগ্য, মরশুমের সেরা থ্রো করেও সেরা হতে পারলেন না।অপরদিকে ৮৭.০৮ মিটার দূরত্ব অতিক্রম করে তৃতীয় হলেন জার্মানির জুলিয়ান ওয়েবার।

অলিম্পিক্স শেষ হলেও দেশে ফেরেননি নীরজ। প্যারিস থেকে সোজা চলে গিয়েছিলেন সুইজারল্যান্ডে। লুসান ডায়মন্ড লিগের প্রস্তুতি নেওয়ার জন্য। প্রথম থ্রো নীরজ ছোঁড়েন ৮২.১০ মিটার। দ্বিতীয় থ্রো করেন ৮৩.২১ মিটার। তৃতীয় ও চতুর্থ থ্রোয়েও হতাশ করেন নীরজ। ছোঁড়েন যথাক্রমে ৮৩.১৩ মিটার ও ৮২.৩৪ মিটার। ফলে চতুর্থ স্থানে নেমে গিয়েছিলেন তিনি। তবে পঞ্চম থ্রোয়ে ৮৫.৫৮ মিটার দূরত্ব অতিক্রম করে একলাফে প্রথম তিন ঢুকে পড়েন নীরজ। শেষ থ্রোয়ে ওয়েবারকে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসেন নীরজ।

কুঁচকির চোট নিয়েই অলিম্পিক্সে গিয়েছিলেন নীরজ। তিনি যে পুরোপুরি ফিট নন, সেটা এই প্রতিযোগিতায়ও বারবার ধরা পড়েছে। শোনা যাচ্ছে জার্মানিতে চোটের চিকিৎসা করাতে যাবেন দু’বারের অলিম্পিক্সে পদকজয়ী ভারতীয় তারকা। হয়তো অস্ত্রোপচারও করাতে হতে পারে।

আরও পড়ুন- ব্রিজভূষণের বিরুদ্ধে সাক্ষী দিতে যাওয়া মহিলা কুস্তিগিরদের ওপর দিয়ে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপত্তা, অভিযোগ বিনেশের


Related articles

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...

নেতৃত্ব দিতে অপারগ! রাঘোপুর ধরে রাখলেও অনুকরণ রাজনীতি নিয়ে ডুবলেন তেজস্বী

বিধানসভা নির্বাচনে প্রায় এক তৃতীয়াংশ আসন হারালো লালু প্রসাদের আরজেডি। নির্বাচনের ফলাফল আরজেডির মনোবল ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট।...

কংগ্রেসের হাত ধরলেই ভরাডুবি! বিজেপিকে রুখতে পারে একমাত্র তৃণমূল: লিটমাস টেস্ট বিহারে

কংগ্রেসের (Congress) হাত ধরলেই কি ভরাডুবি? ফের আরেকবার প্রশ্ন উঠল বিহার নির্বাচনের ফল প্রকাশের পরে। আর তার সঙ্গে...
Exit mobile version