Wednesday, December 3, 2025

ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ধাওয়ান, গব্বরকে নিয়ে বিশেষ বার্তা রোহিত-বিরাটের, আবেগঘন পোস্ট সচিনেরও

Date:

Share post:

গতকাল আন্তর্জাতিক এবং ঘোরয়া ক্রিকেট থেকে অবসর নেন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান। সোশ্যাল মিডিয়ায় নিজেই নিজের অবসরের কথা জানান টিম ইন্ডিয়ার গব্বর। এরপরই আবেগঘন শুভেচ্ছা বার্তায় ভাসতে থাকেন শিখর। আর এবার ধাওয়ানকে নিয়ে আবেঘন বার্তা ভারত অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলির। বিশেষ বার্তা সচিন তেন্ডুলকরেরও।

একটা সময়ে ভারতীয় টিমের ওপেনিং জুটিতে ভরসা ছিলেন রোহিত-ধাওয়ান জুটি। শুধু তাই নয়, রোহিত-ধাওয়ান-বিরাট, ভারতীয় ক্রিকেটের টপ অর্ডারের স্তম্ভ ছিলেন দীর্ঘদিন। একসঙ্গে বহু ম্যাচ খেলেছেন, জিতেছেন। অসংখ্য ট্রফি ঢুকেছে টিম ইন্ডিয়ার ঝুলিতে। যদিও বিরাট-রোহিতরা এখনও ভারতের জার্সি গায়ে খেললেও, টিম ইন্ডিয়ার জার্সি অনেকদিন গায়ে চাপাননা গব্বর। অবশেষে গতকাল অবসর। আর এদিন ধাওয়ানকে নিয়ে আবেগঘন বার্তা রোহিতের। তিনি সোশ্যাল মিডিয়ায় ধাওয়ানের সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, “ ঘর ভাগ করে নেওয়া থেকে মাঠে আজীবনের স্মৃতি ভাগ করা। উলটো দিক থেকে তুমি সব সময় আমার কাজ সহজ করে দিয়েছ। দ্য আল্টিমেট জাট।” অপরদিকে বিরাট বার্তা দিয়ে কোহলি লেখেন, “ ভয়ডরহীন অভিষেক থেকে ভারতের অন্যতম ভরসাযোগ্য ওপেনার হয়ে ওঠা। আনন্দ করার জন্য প্রচুর মুহূর্ত উপহার দিয়েছ তুমি। খেলার প্রতি তোমার ভালোবাসা, খেলোয়াড়ি মনোভাব, সেই চেনা হাসি, দুরন্ত সব পারফরম্যান্স এবং হৃদয় উজাড় করে সামনে এসে দাঁড়ানো। মাঠের বাইরে নতুন ইনিংসের জন্য শুভেচ্ছা জানাই গব্বর।”

বিশেষ বার্তা দিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকরও। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ ক্রিকেটের মাঠ তোমার অভাব অনুভব করবে। খেলার প্রতি তোমার ভালোবাসা সংক্রমণের মতন। তোমার ক্রিকেটিয় কেরিয়ার অসাধারন। যাই হোক আগামীর জন্য অনেক শুভেচ্ছা রইল। ”

আরও পড়ুন- কলকাতা লিগে পিয়ারলেসকে ২-১ গোলে হারাল ইস্টবেঙ্গল


spot_img

Related articles

Group C-Group D-র ‘যোগ্য’দের তালিকা প্রকাশের নির্দেশ হাই কোর্টের, মিলবে বয়সজনিত ছাড়

২০১৬-র নিয়োগ প্রক্রিয়ায় গ্রুপ সি ও গ্রুপ ডির (Group C and Group D) 'যোগ্য'দের তালিকা প্রকাশের নির্দেশ দিলেন...

রায়পুরে বৃষ্টি নাকি পাটা পিচে প্রচুর রান, অনুকূল আবহাওয়ায় চনমনে মেজাজে ভারত

ফের টস হারল ভারত। এই দিয়ে টানা কুড়ি বার। প্রথমে বল করা সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা (Ind vs...

রাজ্যে ফের পারদ পতন! বুধে নিম্নমুখী তাপমাত্রা 

পশ্চিমী ঝঞ্ঝা আর ঘূর্ণিঝড় শীতের ইনিংসের সাময়িক বাধা দিলেও হাওয়া অফিসের (Weather Department) পূর্বাভাস মতোই বুধবার থেকে তাপমাত্রার...

দিল্লি নয়, সোনালিকে বীরভূমে ফেরানোর সুপ্রিম নির্দেশ! কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টে সোনালি বিবি (Sonali Bibi Case in Supreme Court) মামলায় বড় নির্দেশ দিলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত।সোনালি খাতুন...