Thursday, July 3, 2025

শেষ গাড়ির তেল, মেলেনি পানীয় জল! বিপজ্জনক মরুভূমিতে হারিয়ে মৃত্যু ভারতীয় যুবকের

Date:

Share post:

বিশ্বের সবচেয়ে বিপজ্জনক মরুভূমিতে হারিয়ে গিয়েছিলেন! চার দিন নিখোঁজ থাকার পর অবশেষে প্রাণ হারালেন এক ভারতীয় যুবক (Indian Boy)। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। সৌদি আরবের (Saudi Arabia) রাব আলি খালি মরুভূমিতে সহকর্মীর সঙ্গে বেড়াতে গিয়েছিলেন তেলেঙ্গানার (Telengana ) করিমপুরের বাসিন্দা মহম্মদ শাহজাদ খান। গত ৩ বছর ধরে কর্মসূত্রে সোলিং আরবে থাকতেন ওই ভারতীয় যুবক। তবে শুধু শাহজাদ নন সুদানের বাসিন্দা তাঁর সহকর্মীরও মৃত্যু হয়েছে বলে খবর। তবে ইতিমধ্যে দুজনের দেহই ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বলে খবর।

কীভাবে ঘটল দুর্ঘটনা?

সৌদি আরবের রাব আলি খালি মরুভূমিতে গিয়ে হারিয়ে গিয়েছিলেন শাহজাদ ও তাঁর সহকর্মী। ৬৫০ কিলোমিটার দীর্ঘ এই মরুভূমি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বলে পরিচিত। মরুভূমিতে ঘুরতে গিয়ে আচমকাই মোবাইলের জিপিএস সিগন্যাল কাজ না করায় ঘটে যায় বিপদ। কোথায় আছেন বুঝতে না পেরে ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উদ্ভ্রান্তের মতো হেঁটে বেড়ালেও পথের সন্ধান মেলেনি। অন্যদিকে, মোবাইলের ব্যাটারির চার্জ ফুরিয়ে যাওয়ার কারণে কাউকে ফোন করে সাহায্যও চাইতে পারেননি শাহাজাদ ও তাঁর সহকর্মী। এসব তবুও ঠিক ছিল। কিন্তু বিপদ বাড়ে যখন তাঁরা দুজনেই দেখেন তাঁদের গাড়ির তেলের ট্যাঙ্ক ফাঁকা হয়ে যায়। হাজার চেষ্টা করলেও ভয়ঙ্কর অঞ্চল থেকে বেরিয়ে আসার কোনো সুযোগই পাননি তাঁরা।

একেই রোদের তীব্র দাবদাহ, তার উপর রাস্তা হারিয়ে, গাড়ির তেল শেষ এবং খাদ্য-পানীয় শেষ হওয়ার কারণে প্রবল গরমে নাভিশ্বাস ওঠার জোগাড় হয় দুজনের। তবুও বেঁচে থাকার লড়াই চালানোর পরেও প্রকৃতির রুদ্ররূপে হার মানতে বাধ্য হয় তাঁরা। মরুভূমিতে মৃত্যু হয় শাহজাদ এবং তাঁর সঙ্গীর। এরপর টানা চার দিন নিখোঁজ থাকার পর গত বৃহস্পতিবার গাড়ির কাছ থেকে উদ্ধার হয় দু’জনের দেহ। শাহজাদের দেহ ভারতে নিয়ে আসার তোড়জোড় শুরু হয়েছে বলে খবর।

spot_img

Related articles

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল 

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল। সংস্থার স্পষ্ট বক্তব্য, ওভারহেড তারের বদলে আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেম করা...

কেন রুদ্ধদ্বার শুনানি? বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজের জবাব চাইল হাই কাের্ট 

ধর্ষণের অভিযোগে পুলিশি তলবে সাড়া না দিয়ে গ্রেফতারি এড়াতে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজ। বিচারপতি জয়...

বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের হুমকির অভিযোগ! বিজেপি নেতা কৌস্তভকে নোটিশ থানার 

ওয়্যারলেস মোড় লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে অশান্তির আবহে বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ‘হুমকি‑হেনস্তা’র...

আন্তর্জাতিক স্বীকৃতির লক্ষ্যে ব্ল্যাক বেঙ্গল গোট! পুরুলিয়ায় রাজ্যের বিশেষ প্রকল্প

আন্তর্জাতিক বাজারে ব্ল্যাক বেঙ্গল গোট (Black Bengal Goat)-এর স্বাদ ও গুণমানের স্বীকৃতি আদায়ের লক্ষ্যে এবার বড় পদক্ষেপ নিল...