Thursday, August 21, 2025

শেষ গাড়ির তেল, মেলেনি পানীয় জল! বিপজ্জনক মরুভূমিতে হারিয়ে মৃত্যু ভারতীয় যুবকের

Date:

Share post:

বিশ্বের সবচেয়ে বিপজ্জনক মরুভূমিতে হারিয়ে গিয়েছিলেন! চার দিন নিখোঁজ থাকার পর অবশেষে প্রাণ হারালেন এক ভারতীয় যুবক (Indian Boy)। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। সৌদি আরবের (Saudi Arabia) রাব আলি খালি মরুভূমিতে সহকর্মীর সঙ্গে বেড়াতে গিয়েছিলেন তেলেঙ্গানার (Telengana ) করিমপুরের বাসিন্দা মহম্মদ শাহজাদ খান। গত ৩ বছর ধরে কর্মসূত্রে সোলিং আরবে থাকতেন ওই ভারতীয় যুবক। তবে শুধু শাহজাদ নন সুদানের বাসিন্দা তাঁর সহকর্মীরও মৃত্যু হয়েছে বলে খবর। তবে ইতিমধ্যে দুজনের দেহই ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বলে খবর।

কীভাবে ঘটল দুর্ঘটনা?

সৌদি আরবের রাব আলি খালি মরুভূমিতে গিয়ে হারিয়ে গিয়েছিলেন শাহজাদ ও তাঁর সহকর্মী। ৬৫০ কিলোমিটার দীর্ঘ এই মরুভূমি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বলে পরিচিত। মরুভূমিতে ঘুরতে গিয়ে আচমকাই মোবাইলের জিপিএস সিগন্যাল কাজ না করায় ঘটে যায় বিপদ। কোথায় আছেন বুঝতে না পেরে ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উদ্ভ্রান্তের মতো হেঁটে বেড়ালেও পথের সন্ধান মেলেনি। অন্যদিকে, মোবাইলের ব্যাটারির চার্জ ফুরিয়ে যাওয়ার কারণে কাউকে ফোন করে সাহায্যও চাইতে পারেননি শাহাজাদ ও তাঁর সহকর্মী। এসব তবুও ঠিক ছিল। কিন্তু বিপদ বাড়ে যখন তাঁরা দুজনেই দেখেন তাঁদের গাড়ির তেলের ট্যাঙ্ক ফাঁকা হয়ে যায়। হাজার চেষ্টা করলেও ভয়ঙ্কর অঞ্চল থেকে বেরিয়ে আসার কোনো সুযোগই পাননি তাঁরা।

একেই রোদের তীব্র দাবদাহ, তার উপর রাস্তা হারিয়ে, গাড়ির তেল শেষ এবং খাদ্য-পানীয় শেষ হওয়ার কারণে প্রবল গরমে নাভিশ্বাস ওঠার জোগাড় হয় দুজনের। তবুও বেঁচে থাকার লড়াই চালানোর পরেও প্রকৃতির রুদ্ররূপে হার মানতে বাধ্য হয় তাঁরা। মরুভূমিতে মৃত্যু হয় শাহজাদ এবং তাঁর সঙ্গীর। এরপর টানা চার দিন নিখোঁজ থাকার পর গত বৃহস্পতিবার গাড়ির কাছ থেকে উদ্ধার হয় দু’জনের দেহ। শাহজাদের দেহ ভারতে নিয়ে আসার তোড়জোড় শুরু হয়েছে বলে খবর।

spot_img

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...