Monday, August 25, 2025

আর জি কর হাসপাতালে দুর্নীতির (Corruption in RG Kar Medical College and Hospital) মামলায় এবার অধ্যক্ষ সন্দীপ ঘোষের (Sandip Ghosh) বিরুদ্ধে অনুসন্ধানে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ইতিমধ্যেই সিবিআই-এর থেকে এফআইআর (FIR )কপি সংগ্রহের কাজ শুরু করেছে ইডি। চিকিৎসক তরুণীর খুনের তদন্তে রয়েছে সেন্ট্রাল এজেন্সি। কিন্তু তার পাশাপাশি যেহেতু সন্দীপের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলা রয়েছে তাই সেক্ষেত্রে সিবিআইয়ের কাছ থেকে যেকোনও মুহূর্তেই এই তদন্তভার ইডির হাতে চলে যেতে পারে বলে মনে করা হচ্ছে।সূত্রের খবর, সোমবারই সন্দীপ সংক্রান্ত নথিপত্র দিল্লিতে প্রবর্তন ভবনে ইডির সদর দফতরে পাঠানো হয়েছে। সেখান থেকে সবুজ সঙ্কেত মিললেই অফিশিয়ালি কাজে লেগে পড়বেন ED আধিকারিকরা।

আর জি করে ডাক্তার পড়ুয়ার খুনের ঘটনায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার ছাড়াও প্রথম থেকেই অফিসারদের স্ক্যানারে রয়েছেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এই নিয়ে টানা ১১দিন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁকে। মঙ্গলবারও সকাল দশটা নাগাদ তিনি সিজিও কমপ্লেক্সে হাজির হন। একইসঙ্গে দু’টি মামলার তদন্ত করছে সিবিআই। কিছুদিন আগেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতি-সহ বিভিন্ন দুর্নীতির মামলায় ইডির তদন্ত চেয়ে মামলার আবেদন করেন আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার (নন মেডিক্যাল) আখতার আলি।বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের এজলাস থেকে এই মামলার তদন্তভার দেওয়া হয় CBI- কে। কিন্তু সাধারণত আর্থিক দুর্নীতির মামলার তদন্ত করে ED, তাই এ ক্ষেত্রেও যেকোনও মুহূর্তে সন্দীপের এই মামলা সিবিআই থেকে ইডির হাতে চলে যেতে পারে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) এই কেসের ইনফরমেশন রিপোর্ট বা ইসিআইআর (ECIR) দাখিল করায় সেই সম্ভাবনাই জোরালো হলো।


Related articles

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...

পুজোর অনুদানে স্থগিতাদেশ নয়, হিসেব নিয়ে হলফনামা তলব আদালতের: রাম-বামের দ্বিচারিতাকে নিশানা তৃণমূলের

রাজ্যে দুর্গাপুজোর (Durga Pujo) অনুদানের উপর কোনও স্থগিতাদেশ দিল না হাই কোর্ট। এই বিষয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে...

ড্রিম ১১-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বিসিসিআই, স্পনসর নিয়ে সাবধানী নীতি

এশিয়া কাপের আগেই স্পনসরহীন ভারতীয় দল(Indian cricket team)। ড্রিম ১১,(dream 11) সহ ফ্যান্টাসি অ্যাপগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে...
Exit mobile version