Wednesday, November 12, 2025

ম্যাচ চলাকালীন মাঠেই হৃদ.রোগে আক্রান্ত, অকালে প্রয়াত উরুগুয়ের তরুণ ফুটবলার হুয়ান

Date:

মর্মান্তিক মৃত্যু হল উরুগুয়ের তরুণ ফুটবলারের। গত সপ্তাহে খেলা চলাকালীন মাঠে আচমকা লুটিয়ে পড়েছিলেন উরুগুয়ের ফুটবলার হুয়ান ইখকিয়ার্দো। গত বৃহস্পতিবার সাওপাওলোর মরুম্বি স্টেডিয়ামে কোপা লিবারতাদোসের ম্যাচ চলাকালীন তিনি মাঠেই লুটিয়ে পড়েছিলেন।ন্যাশিওনাল ক্লাবের ওই ফুটবলার খেলা চলাকালীন আক্রান্ত হন হৃদরোগে। দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেদিনের পর থেকেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তিনি। শেষ রক্ষা হল না। মাত্র ২৭ বছর বয়সেই মৃত্যু হল হুয়ান ইখকিয়ার্দোর।

গত ২২ অগাস্ট ব্রাজিলে সাওপাওলোর বিরুদ্ধে কোপা লিবারতাদোসের ম্যাচ চলছিল।ম্যাচের ৮৪ মিনিটে হঠাৎ করেই মাঠে লুটিয়ে পড়েন হুয়ান। সেই সময় তার সামনে কোনও সতীর্থ ছিলেন না, ছিলেন না প্রতিপক্ষ দলের কোনও ফুটবলার। এরপর মাঠে প্রাথমিক চিকিৎসা করা হয় তার। তারপর তাকে তড়িঘড়ি সাওপাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ৫ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করেন উরুগুয়ের ফুটবলার।

ন্যাশিওনাল ক্লাবের তরফে জানানো হয়েছে, হুয়ান ইসকুয়ের্দোর মৃত্যুতে সকলে মর্মাহত, শোকস্তব্ধ। ক্লাবের এক অপূরণীয় ক্ষতি হয়েছে। দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ামক সংস্থা কনমেবল-এর পক্ষ থেকেও হুয়ান ইসকুয়ের্দোর মৃত্যুতে শোক জ্ঞাপন করা হয়েছে। ব্রাজিলের পক্ষ থেকে জানানো হয়েছে, হুয়ানের প্রতি শ্রদ্ধা জানাতে চলতি সপ্তাহে দেশের লিগে প্রতিটি ম্যাচেই ১ মিনিট করে নীরবতা পালন করা হবে।ইখকিয়ার্দোর অকাল মৃত্যুতে শোকহত দক্ষিণ আমেরিকান ফুটবলের গর্ভনিং বডির সভাপতি আলেহান্দ্রো ডমিনগুয়েজ। তিনি জানিয়েছেন, দক্ষিণ আমেরিকার ফুটবল শোক পালন করছে। হুয়ান যাদের বিরুদ্ধে ম্যাচে অসুস্থ হয়েছিলেন, ব্রাজিলের সেই সাওপাওলো ক্লাবও এই ঘটনায় শোকাহত। তারা জানিয়েছে, ফুটবলের জন্য এটা দুঃখের দিন।

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version