ধর্ষকের চরম সাজাই নয়, দলের ছাত্র সংগঠনে আরও বেশি সংখ্যক মহিলা প্রতিনিধিত্বের পক্ষ আওয়াজ তুললেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। বুধবার, মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে দলনেত্রীকে অভিষেকের প্রস্তাব, ৫৫ শতাংশ প্রতিনিধিত্ব চাই। একই সঙ্গে বিজেপি কর্মনাশা বনধের বিরুদ্ধে গর্জে ওঠেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
এরপরই চ্যালেঞ্জ ছুড়়ে অভিষেক মন্তব্য, “বিজেপির নেতৃত্বকে অনুরোধ করব, প্রতি ২৮ অগস্ট একটা করে বনধ ডাকুন। কীভাবে বনধকে প্রত্যাখ্যান করতে হয়, সেটা জানে তৃণমূলের ছাত্র পরিষদের কর্মীরা।” অভিষেক বলেন, “গতকাল বিজেপি ১২ ঘণ্টার বাংলা বন্ধের ডাক দিয়েছিল। আমরা ২০১১ সাল থেকে বলে আসছি, আমরা বন্ধের রাজনীতির বিরুদ্ধে। এই কর্মনাশা, সর্বনাশা বন্ধের বিরুদ্ধে আমরা। আমি বিজেপির বাংলার নেতৃত্বকে অনুরোধ করব, প্রতি ২৮ অগস্ট আমরা একটি করে বন্ধ ডাকুন। তা কী ভাবে প্রতিহত করতে হয়, বাংলার মানুষ জানে। অতীতের সব ২৮ অগস্টের সমাবেশের রেকর্ড আজ ভেঙে গিয়েছে।”
মঙ্গলের নবান্ন অভিযানকে কটাক্ষ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “গতকাল যাঁরা রাস্তায় নেমেছিলেন, কোনও ভদ্রলোককে আপনি দেখতে পাবেন না। আমরা দেখেছি, কেউ বলছেন বিএসসিতে সায়েন্স নিয়ে কমার্স পড়ছেন। কারও ২৩ বছর বয়স, বলছে স্কুলে পড়ে কিন্তু স্কুলের নাম বলতে পারছেন না। এই হল বিজেপির প্রকৃত চেহারা।” তবে, ১৪ অগাস্ট রাতে যাঁরা বিচারের দাবিতে রাস্তায় নেমেছিলেন, তাঁদের সমর্থন জানিয়ে অভিষেক বলেন, ”মেয়েদের রাত দখলকে সম্মান জানাই।”