Sunday, January 11, 2026

আর জি কর আবহেও বক্স অফিসে রমরমিয়ে বাংলা ছবির ব্যবসা!

Date:

Share post:

তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় বিচারের দাবিতে পথে নেমেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রেটি। বিনোদন জগতের (Entertainment Industry) কলাকুশলীরা নিজেদের ইন্ডাস্ট্রিতেই নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন। বাংলার এই অস্থির সময়ে টলিউডের (Tollywood) দুটি বড় ছবির টিজার রিলিজ পিছিয়ে দেওয়া হয়। কিন্তু স্বাধীনতা দিবসে মুক্তি পায় আরও দুটি ছবি। জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’ (Padatik) এবং রাজ চক্রবর্তীর ‘ বাবলি’ (Babli)। দু সপ্তাহের মাথায় কেমন চলছে ছবির ব্যবসা?

দেশ জুড়ে বাড়ছে ধর্ষণ। নির্ভয়া কাণ্ডের এক যুগ পরেও সমাজে নারীরা আজও সুরক্ষিত নয়। এবার সব মেয়েরা এক হয়ে রাত দখল করে বুঝিয়ে দিয়েছে আর মুখ বুজে সহ্য করা নয়। এবার প্রতিবাদ, প্রতিরোধের সময় এসেছে। নারী স্বাধীনতার এই কর্মসূচিকে সমর্থন জানিয়েছে পুরুষও। সেখানে দিন আনা দিন খাওয়া মধ্যবিত্ত থেকে শুরু করে সেলিব্রিটি তারকা বা পরিচালক সকলেই সামিল। কলকাতার এক সরকারি হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় পথে নেমে প্রতিবাদ করেছে টলিউড। স্বাধীনতার আবহে মুক্তি পাওয়া দুটি বড় ছবির প্রচার কাটছাঁট করা হয়েছে। তা সত্ত্বেও উইকেন্ডে হাউসফুল বক্স অফিস রিপোর্ট বুঝিয়ে দিচ্ছে, এত কিছুর মাঝেও থিয়েটারে গিয়ে সিনেমা দেখছেন বাংলার বিনোদনপ্রেমী মানুষেরা। আর জি করের (RG Kar Medical College and Hospital) ন্যায়বিচার চেয়ে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty), শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Shubhashree Ganguly), আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee), সৌরসেনী মৈত্ররা। পরিস্থিতির গুরুত্ব বুঝে ‘বাবলি’র প্রচার ও প্রিমিয়ার শো বন্ধ রাখা হয়। তবে ছবি মুক্তি পাবার পর একাধিক শো হাউসফুল হয়েছে।

সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘পদাতিক’ সিনেমার প্রযোজক ফিরদৌসুল হাসান। সংবাদমাধ্যমকে তিনি জানান, প্রথম সপ্তাহের তুলনায় দ্বিতীয় সপ্তাহের শো কমিয়ে অর্ধেক করে দেওয়া হয়েছিল। তবে সাম্প্রতিক অতীতে দর্শকের সিনেমা হলে আসা বেড়েছে। বাংলাদেশ পরিস্থিতির কারণে ছবির প্রচারে চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury) আসতে পারেননি। তিনি এলে প্রচারে আরও সুবিধা হতো। কিন্তু এটা অস্বীকার করা যাবে না যে মৃণাল সেনের বায়োপিক দেখতে হলমুখী হয়েছেন কলকাতা-সহ শহরতলির মানুষ।

সিনেমা হলে এখনও চলছে অভিনন্দন বন্দ্যোপাধ্যায় পরিচালিত চন্দন সেন (Chandan Sen), ব্রাত্য বসু, দেবাশিস রায়চৌধুরী অভিনীত জুলাই মাসে মুক্তি পাওয়া ছবি ‘মানিকবাবুর মেঘ’। এখনো সেই ছবির পোস্টার সরেনি থিয়েটারগুলো থেকে।

জঙ্গলের প্রেক্ষাপটে টানটান থ্রিলার-অ্যাকশন, সিনেপর্দায় প্রতিপক্ষ শিবপ্রসাদ-আবীর!

দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠলেও বলিউডে মুক্তি পাওয়া রাজকুমার রাও (Rajkumar Rao) এবং শ্রদ্ধা কাপুর অভিনীত ‘স্ত্রী-২’ (Stree 2) মাত্র দশ দিনে ৫০০ কোটির ব্যবসা করে বুঝিয়ে দিয়েছে যে সাম্প্রতিক ঘটনার ভয়াবহতাকে উপলব্ধি করে বিচারের দাবিতে সোচ্চার হয়েও মানুষ নিজের এন্টারটেনমেন্ট প্রীতিকে বিসর্জন দেয়নি।


spot_img

Related articles

মোদির গুজরাটে চোরাশিকার! উদ্ধার ৩৭টি বাঘ ছাল, ১৩৩টি নখ-দাঁত

আন্তর্জাতিক বন্যপ্রাণী দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দেশের বিভিন্ন জঙ্গলে সাফারিতে যান। বিদেশ থেকে আনা নতুন বিভিন্ন...

অব্যহতি দেয়নি কমিশন: আত্মহত্যায় ‘বাধ্য’ হলেন মুর্শিদাবাদের BLO

অতিরিক্ত কাজের চাপে তাঁর শরীর খারাপ হত। তারপরেও অব্যহতি মেলেনি নির্বাচন কমিশনের এসআইআর-এর কাজ থেকে। ক্রমশ বেড়েছে কাজের...

নাবালিকা হকি খেলোয়াড়কে ধর্ষণ কোচের, ন্যক্কারজনক ঘটনা হরিয়ানাতে

ডাবল ইঞ্জিন সরকারে রাজ্যে ফের আক্রান্ত মহিলা ক্রীড়াবিদ। হরিয়ানায়(Haryana) নাবালিকা হকি খেলোয়াড়কে(Junior hockey Player) ধর্ষণের বিস্ফোরক অভিযোগ উঠল...

মেট্রোর লাইনে আবার ‘ঝাঁপ’: রবিবাসরীয় সন্ধ্যায় ব্যাহত পরিষেবা

রবিবার সন্ধ্যায় ফের বিপর্যস্ত হল ব্লু লাইন মেট্রো পরিষেবা (Kolkata Metro)। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে, নেতাজি ভবন...