Tuesday, August 12, 2025

পুরনো শত্রুতার জের! মধ্যরাতে মগরায় শুট আউট, গুলিবিদ্ধ ২

Date:

Share post:

ফের শুট আউটের ঘটনায় অশান্ত হুগলি (Hoogly)। বুধবার রাতে হুগলির মগরায় (Mogra) নাকসা মোড়ের কাছে শুট আউট। গুলিবিদ্ধ ২ যুবক। পুলিশের প্রাথমিক অনুমান, পুরনো শত্রুতার জেরে এই হামলা।

পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে বিশ্বজিৎ দে ও মইদুল ইসলাম নামে দুই যুবক বাইক করে মগরার দিকে আসছিলেন। সেই সময় পিছন থেকে আসা একটি গাড়ি থেকে অতর্কিতে দুই যুবককে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুরুতর আহত হন দু’জনেই। এরপরই দুজনকে উদ্ধার করে তড়িঘড়ি তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিশ্বজিতের অবস্থা আরও সংঙ্কটজনক হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তর করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার সকালেই মইদুলের অস্ত্রোপচার হয়েছে বলে খবর। তবে কী কারণে গুলি? পুরনো কোনও শত্রুতা নাকি কোনও রাজনৈতিক কারণ? খতিয়ে দেখছে মগরা থানার পুলিশ। দুই যুবক সুস্থ হলে তাঁদের সঙ্গে কথা বললেই বিষয়টি পরিষ্কার হবে বলে মত পুলিশের।

এদিকে প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে,
মইদুলের উরুতে এবং বিশ্বনাথের পেটে ও হাতে গুলি লাগে। স্থানীয়দের থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জখম দুই যুবককে ইমামবাড়া হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করায়। পরে বিশ্বনাথের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বিশ্বনাথের মা সবিতা দে জানান, তাঁর ছেলে তৃণমূল সমর্থক, মাটি বিক্রির ব্যবসা করে। বৃহস্পতিবার ভোরে মহিলা জানতে পারেন, তাঁর ছেলে গুলিবিদ্ধ হয়েছেন। অন্যদিকে বিশ্বনাথের সঙ্গে কারও বিরোধ ছিল না বলে স্থানীয়দের দাবি।


spot_img

Related articles

ভুয়ো থানার নেপথ্যে বিভাস অধিকারীর পুরনো রাজনৈতিক যোগের অভিযোগ

ভুয়ো থানা, জাল পুলিশ পরিচয়—বিভাস অধিকারীর কাণ্ড ইতিমধ্যেই জনমানসে রীতিমতো বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করেছে। কিন্তু শুধু প্রতারণা...

শ্রীলঙ্কার মন্ত্রী ও শীর্ষ অর্থনৈতিক বিশিষ্টদের সঙ্গে নৈশভোজ-আলোচনা বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের 

বাংলা শিল্পোদ্যোগী প্রসূন মুখোপাধ্যায়ের আয়োজিত এক বিশেষ নৈশভোজে হাজির হলেন শ্রীলঙ্কার তিন শীর্ষ অর্থনৈতিক নীতি-নির্ধারক। তারা হলেন শ্রম...

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায়...

পুলিশের উপর বিরোধীদের হামলা-কুকথা: মঙ্গলবার পথে নামছে পুলিশ পরিবার

আন্দোলনের নামে কলকাতা শহর-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা আর সেটার রুখতে গিয়ে বারবার আক্রমণের শিকার পুলিশ...