Monday, August 25, 2025

মোদিরাজ্যে বন্যায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা 

Date:

টানা বৃষ্টিতে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি মোদিরাজ্য গুজরাটে (Gujrat)। সময় যত গড়াচ্ছে ততই ভয়ঙ্কর হচ্ছে পরিস্থিতি। ইতিমধ্যে বন্যায় (Flood) এখনও পর্যন্ত কমপক্ষে ২৯ জনের মৃত্যুর খবর মিলেছে। ঘরছাড়া হয়েছেন ২৩ হাজারেরও বেশি মানুষ। তবে এখনই গুজরাটবাসীর খারাপ সময় পিছু ছাড়ছে না বলেই জানিয়েছে মৌসম ভবন। ইতিমধ্যে জোরকদমে উদ্ধারকাজ শুরু করেছে কেন্দ্র ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। মোদিরাজ্যের ১১ জেলায় মৌসম ভবনের তরফে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পাশাপাশি হলুদ সতর্কতা জারি রয়েছে ২২ জেলায়।
তবে বৃহস্পতিবার নতুন করে বৃষ্টি হলে বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। তবে মৌসম ভবনের তরফে বৃহস্পতিবার কচ্ছ ও সৌরাষ্ট্র অঞ্চলে লাল সতর্কতা জারি করেছে। দ্বারকা, জামনগর, মোরবি, সুরেন্দ্র নগর, রাজকোট, জুনাগড়, আমরেলি, ভাবনগর সহ একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবারও সেই বৃষ্টি চলবে বলে খবর। রাজ্য এমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্য অনুযায়ী, বন্যায় এখনও পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে। ঘরছাড়া হয়েছেন হাজার হাজার মানুষ। রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে। পাশাপাশি উদ্ধারকাজে হাত লাগিয়েছে সেনাবাহিনী, বায়ুসেনা ও উপকূল রক্ষী বাহিনীও।
অন্যদিকে ইতিমধ্যে ২৪টি নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। লাগাতার বৃষ্টির কারণে একাধিক জলাধার থেকে জল ছাড়া হয়েছে। সেই কারণেই একাধিক এলাকা প্লাবিত হয়েছে। ভাদোদরা সহ একাধিক শহরে ১০-১২ ফুট জল জমে রয়েছে।

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version