পিছিয়ে গেল হরিয়ানার বিধানসভা ভোট! ভোটগ্রহণ ৫ অক্টোবর, ফলাফল ৮ তারিখ

পিছিয়ে গেল হরিয়ানা বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। হরিয়ানায় আগামী ১ অক্টোবর এক দফায় ভোট হওয়ার কথা ছিল। সেই ভোটগ্রহণ হবে ৫ অক্টোবর। হরিয়ানা ও জম্মু ও কাশ্মীরের ভোটের ফলাফলের দিনক্ষণও পাল্টেছে। তা ৪ অক্টোবর থেকে পিছিয়ে ৮ অক্টোবর করা হয়েছে।

গত ১৬ আগস্ট মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ঘোষণা করেছিলেন, ১ অক্টোবর এক দফায় হরিয়ানার ৯০টি বিধানসভা আসনের নির্বাচন হবে এবং গণনা হবে ৪ অক্টোবর। তবে, বিজেপির তরফে কমিশনকে চিঠি লিখে ভোটের তারিখ বদলের দাবি জানানো হয়। কারন হিসেবে একাধিক ছুটির কথা জানানো হয় চিঠিতে। সেক্ষেত্রে ভোট কম পড়ার আশঙ্কা করেছিল তারা।

আরও পড়ুন- R G Kar: বিচারের দাবিতে সব স্কুলের প্রাক্তনীদের বেনজির মিছিলের সাক্ষী উত্তর কলকাতা

ভোটগ্রহণের দিনক্ষণ পাল্টানোর পিছনে কমিশনের বক্তব্য, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী  ১ অক্টোবর ভোট হলে বহু মানুষ ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হতে পারে। তাই ভোটের দিনক্ষণ বদলানো হল।

 

 

 

Previous articleবাংলার গর্বের দিন: IMA-র মহাসচিব হলেন ডা. শর্বরী দত্ত
Next articleRG Kar: অভিযুক্তের দ্রুত ফাঁসির দাবিতে ধরনা ব্লকে-ব্লকে, রবিবার পথে নামছে মহিলা তৃণমূল