Saturday, November 22, 2025

বিতর্কের চাপে স্যোশাল মিডিয়ার প্রোফাইল ডিলিট অরিজিতের!

Date:

Share post:

আর জি কর (RG Kar Medical College and Hospital)কাণ্ডের জেরে যখন সমাজমাধ্যম তোলপাড় তখন গান গেয়ে নিজের মতো করে সুবিচারের দাবিতে সোচ্চার হয়েছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়ক অরিজিৎ সিং (Arijit Singh)। এরপরই তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)প্রশ্ন তোলেন, যে মহারাষ্ট্রের বদলাপুর নিয়ে কেন গান হয় না? কেন সাক্ষী মালিকদের নিয়ে সেলেবদের এই প্রতিবাদ কেন জোরালো হয় না? যেহেতু হিন্দি জগত কর্মক্ষেত্র তাই সেখানেই টাকা, যশ, কেরিয়ারের সুযোগ। তাই কি সেখানে অন্যায় হলে নীরবতা বজায় রাখেন শিল্পীরা? যদিও গায়কের গানের প্রশংসা করেছেন তিনি। পাশাপাশি তৃণমূল নেতার কটাক্ষ ছিল’ বিবেক জাগে বাংলায়’। এরপর সরাসরি কোনও উত্তর না দিলেও নিজের এক্স হ্যান্ডেল ‘আত্মজোয়ার জ্বালো’ থেকে একটি পোস্ট করেন তিনি। তাতে লেখা সেই প্রচলিত বাগধারা, “ঠাকুরঘরে কে, আমি তো কলা খাইনি।” কিন্তু এরপরই আচমকাই মুছে যায় অরিজিতের প্রোফাইল!

সমাজমাধ্যম আর জল্পনার বেড়াজাল থেকে নিজেকে দূরে রাখতেই পছন্দ করেন অরিজিৎ। পথে নেমে গায়ক কেন প্রতিবাদ করেননি তা নিয়ে একাধিক বিতর্ক হয়েছে। এর মাঝেই নিজের মতো করে বেশ কিছু বক্তব্য রেখেছেন গায়ক। তাঁর অন্যরকম প্রতিবাদের ভাষার স্বপক্ষে যুক্তিও দিয়েছেন তিনি। সঙ্গে ছিল গান “আর কবে?”এমনিতে লাইমলাইট পছন্দ করেন না মুর্শিদাবাদের সাদামাটা ছেলেটা। অল্প কয়েক দিনের মধ্যেই সবাই চিনে নিয়েছেন গায়কের প্রোফাইল ‘আত্মজোয়ার জ্বালো’। খুব বেশি ফলোয়ার্স নেই, না ছিল ভেরিফায়েড ব্লু টিক। কুণালের কটাক্ষের পরই এই প্রোফাইল থেকে একটি পোস্ট করেন তিনি। তাতে লেখা সেই প্রচলিত বাগধারা, “ঠাকুরঘরে কে, আমি তো কলা খাইনি।” কাকে উদ্দেশ্য করলেন তিনি? সেটা স্পষ্ট নয়। কিন্তু এরপরই সব ভ্যানিশ! শুক্রবার সন্ধ্যার পর নজরে এল অরিজিতের প্রোফাইল খুললেই আর কিছু দেখা যাচ্ছে না। শুধু লেখা রয়েছে,”দ্য প্রোফাইল ডাজ় নট এক্সিস্ট।” যার বাংলায় করলে মানে দাঁড়ায়, এই প্রোফাইলটির আর কোনও অস্তিত্ব নেই। কী কারণে এমন ঘটনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।


spot_img

Related articles

ভিড়ে সাধারণ মানুষকে বাঁচাতে ‘ভুল’ চাল! প্রাণ দিলেন উইং কামান্ডার নমংশ

দেশের বায়ু সেনার শক্তি বিদেশের মাটিতে তথা বিশ্বের বুকে তুলে ধরতে দুবাই এয়ার শো-তে পাঠানো হয়েছিল ভারতীয় সেনাবাহিনীর...

রিল-রিয়েল একাকার! ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’-এ থানায় ছুটলেন মদন

একেই বোধহয় বলে, "ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে"। "দাদা একটু আসুন, আপনি না এলে হবে না", "আমার নির্দোষ...

প্রিমিয়ারেই জমজমাট গৃহকর্মীদের রোজনামচার ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’

শর্মিষ্ঠা ঘোষ চক্রবর্তী ওঁরা রোজ আসেন, রোজ কাজ করেন, সমস্ত রকম নাগরিক স্বাচ্ছন্দ্যের পরিষেবা দেন। কিন্তু ওঁদের নিয়ে গল্প...

টেকনিশিয়ানদের টাকা বাকি রেখে কুৎসা রটাচ্ছেন রুদ্রনীল! তথ্য দিয়ে ধুয়ে দিলেন স্বরূপ

নিজে টাকা বাকি রেখে উল্টে ফেডারেশনের নামে সোশ্যাল মিডিয়ায় কুৎসা ছড়াচ্ছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)! শুক্রবার সাংবাদিক...