Friday, November 21, 2025

মত্ত অবস্থায় ধরা পড়লেই কড়া ব্যবস্থা! সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে কঠোর লালবাজার 

Date:

Share post:

মদ্যপ সিভিক ভলান্টিয়ারদের (Civic Volunteer) বিরুদ্ধে এবার কঠোর পদক্ষেপ লালবাজারের (Lalbazar)। সূত্রের খবর, এবার মদ্যপ সিভিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে চলেছে লালবাজার। কলকাতা পুলিশের একটি সূত্র মারফত জানা গিয়েছে, অতীতে কর্মরত অবস্থায় যে সমস্ত সিভিক ভলান্টিয়ারকে মত্ত অবস্থায় পাওয়া গিয়েছে এবং যে সিভিক ভলান্টিয়াররা নিয়মিত মদ্যপান করেন, এবার তাঁদের কাজ থেকে বসিয়ে দেওয়া হবে।
সিভিক ভলান্টিয়ারদের বিষয়ে কোনও অভিযোগ এলে খতিয়ে দেখবেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার পদমর্যাদার এক আধিকারিক। তারপরেই অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে অতীতে কারা মত্ত অবস্থায় ধরা পড়েছে বা কারা নিয়মিত মদ্যপান করেন, এমন সিভিক ভলান্টিয়ারদের তালিকা তৈরি করা হচ্ছে বলেও জানা যাচ্ছে।
লালবাজার সূত্রে খবর, সিভিক ভলান্টিয়ারদের একাংশের বিরুদ্ধে ডিউটি চলাকালীন মত্ত অবস্থায় থাকার অভিযোগ ওঠে। এবার থেকে ওই এই সংক্রান্ত কোনও অভিযোগ এলেই সঙ্গে সঙ্গে কড়া পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি সংশ্লিষ্ট সিভিক ভলান্টিয়ারদের প্রতি আলাদা করে নজর থাকবে। উল্লেখ্য, শনিবার সকালেই আরজি করে ডাক্তারি ছাত্রী খুনের প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে শুক্রবার রাত ১১টা থেকে সিঁথির মোড়ে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন রবীন্দ্রভারতীর পড়ুয়া ও প্রাক্তনীরা। অভিযোগ, রাত সাড়ে তিনটে নাগাদ পুলিশের বাইকে করে সেখানে মত্ত অবস্থায় ঢুকে পড়ে এক সিভিক ভলান্টিয়ার। এমনকী আপত্তিকর মন্তব্য করার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। এরপর সিঁথির মোড়ে আন্দোলনকারী ও স্থানীয় বাসিন্দাদের রাতভর বিক্ষোভ আন্দোলনের জেরে এক সিভিক ভলান্টিয়ার ও ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে লালবাজার। তারপরই লালবাজারের তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়।

spot_img

Related articles

অবশেষে প্রকাশিত হচ্ছে SSC নবম–দশম-এর নিয়োগ পরীক্ষার ফল

অবশেষে নবম–দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার (Exam) ফল ঘোষণার দিনের আভাষ মিলল। শিক্ষা দফতর সূত্রে খবর, স্কুল সার্ভিস...

বাংলাদেশে ভূমিকম্পের জেরে মৃত্যু ৬ জনের! আহত ৫০

বাংলাদেশে (Bangladesh)ভূমিকম্পের( Earthquake) জেরে মৃত্যু হয়েছে ৬ জনের। আহত আরও ৫০ জন। শুক্রবার ঢাকার কসাইটুলি এলাকায় একটি বহুতলের...

পুরোপুরি সুস্থ হননি, শ্রেয়সকে মাঠের বাইরে থাকতে হবে দু’মাস!

শুভমান গিলের চোটের মধ্যেই অস্বস্তি অব্যাহত শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer )নিয়েও। অস্ট্রেলিয়া সিরিজে চোট পেয়েছিলেন শ্রেয়স (Shreyas Iyer...

SIR আতঙ্ক: ভোটার তালিকায় নাম জটিলতায় দুই মৃত্যু রাজ্যে

রাজ্যে অব্যাহত মৃত্যু মিছিল। নির্বাচন কমিশনের তৈরি করা এসআইআর ষড়যন্ত্রের শিকার হয়ে প্রাণ হারাচ্ছেন বাংলার মানুষ। পথে ঘাটে...