আজ বিধানসভায় ‘অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড’ বিল পেশ রাজ্যের

বাড়ছে ধর্ষণের (Rape) মতো অপরাধ, প্রশ্নের মুখে নারী সুরক্ষা। দেশজুড়ে ক্রমবর্ধমান এই সামাজিক ব্যাধি রোধে কড়া আইনের পক্ষে সওয়াল করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই জন্য আইন আনার কথা আগেই ঘোষণা করেছিলেন তিনি। আজ বিধানসভার বিশেষ অভিবেশনে ‘অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড’ (Aparajita women and Child) বিল পেশ করা হবে। যেখানে ধর্ষণের অপরাধীর ১০ দিনের মধ্যে ফাঁসি হওয়ার কথা উল্লেখ করা হবে বলে জানা যাচ্ছে। পাশাপাশি অ্যাসিড হামলার ক্ষেত্রেও কঠোর আইন আনার পথে রাজ্য।

মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “ধর্ষণের মামলায় দোষীর ফাঁসির বিল আনব বিধানসভায়। তাতে রাজ্যপালকে সই করতেই হবে। না হলে রাজভবন ঘেরাও করবে বাংলার মহিলারা। টানা ধর্না চলবে।” এই আইনের পক্ষে সওয়াল করে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রে এই আইন আনতে প্রয়োজনে নিজের বিশেষ ক্ষমতা প্রয়োগের কথাও বলেন তিনি। সোমবার বিধানসভায় ‘অপরাজিতা উইম্যান অ্যান্ড চাইল্ড ওয়েস্ট বেঙ্গল ক্রিমিন্যাল লস সংশোধনী বিল ২০২৪’ বিলের খসড়া বিধায়কদের মধ্যে বণ্টন করা হয়েছে। আজ দু’ঘণ্টা এই নিয়ে আলোচনা হওয়ার কথা। যেখানে নিজের বক্তব্য রাখবেন রাজ্যের বিরোধী দলনেতাও। এবার রাজ্য বিধানসভায় বিল পাশের পরে রাষ্ট্রপতির অনুমোদন মিলবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।


Previous articleরাত পেরিয়ে সকাল, ফিয়ার্স লেনে চলছে ডাক্তারদের অবস্থান বিক্ষোভ
Next articleগরিব মানুষকে বিনা চিকিৎসায় মরতে হবে? চোখের জলে, ক্ষোভে হাসপাতাল ছাড়ছেন রোগীর পরিজনরা