Monday, November 10, 2025

অগ্নিবীর নিয়ে ব্যাকফুটে মোদি সরকার! সংশোধন হতে পারে পুরো প্রকল্প

Date:

Share post:

বিরোধীদের চাপে পড়ে অবশেষে অগ্নিবীর (Agnivir) প্রকল্প সংশোধনের পথে হাঁটতে চলেছে মোদি সরকার৷ সূত্রের দাবি, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, হরিয়ানা ও জম্মু-কাশ্মীর বিধানসভা ভোটের মুখে বিপর্যয় ঠেকাতে এবার অগ্নিবীর প্রকল্প সংশোধনের কথা ভাবছে কেন্দ্র (Centre)। নতুন ভাবনায় অগ্নিবীর প্রকল্পের আওতায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত সেনা জওয়ানদের সুযোগ সুবিধে বহুগুণ বাড়িয়ে দেওয়ার কথা চিন্তা করা হচ্ছে।বর্তমান নিয়মে চার বছরের চুক্তিকালের পরে ২৫ শতাংশ অগ্নিবীরকে (Agnivir)  ভারতীয় সেনায় (Indian Army) পুনর্নিয়োগ করার কথা বলা হয়েছে৷ সরকারি সূত্রের দাবি, নতুন পরিকল্পনায় ২৫-র পরিবর্তে অন্তত ৫০ শতাংশ অগ্নিবীরকে তাদের চুক্তির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে ভারতীয় সেনায় নিয়োগের সিদ্ধান্ত হতে পারে। একইসঙ্গে বাড়ানো হতে পারে অগ্নিবীরদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধে। সূত্রের দাবি, সেনার সঙ্গে বহাল থাকা চুক্তির মেয়াদের পরে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে অগ্নিবীররা যাতে সহজ শর্তে ব্যাঙ্ক ঋণ পেতে পারেন সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি থাকছে শহিদ অগ্নিবীরদের পরিবারকে দেওয়া আর্থিক সাহায্য বৃদ্ধির সম্ভাবনাও৷অগ্নিবীর প্রকল্প নিয়ে মোদি সরকারের অস্বস্তি নতুন নয়৷ এবারের লোকসভা ভোটে বিভিন্ন রাজ্যে বিজেপির খারাপ ফলের জন্য দায়ী এই প্রকল্প বলে অভিযোগ বিজেপির ভোট পরবর্তী সমীক্ষা রিপোর্টে। এই প্রকল্প নিয়ে কেন্দ্র বিরুদ্ধে সবার আগে সরব হয়েছিল তৃণমূল৷ দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়ের নির্দেশে সংসদের ভিতরে ও বাইরে প্রতিবাদ জানান তৃণমূল সাংসদরা৷  এর পরে প্রতিবাদে সামিল হয় কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলগুলিও৷

এই আবহে চার রাজ্যের বিধানসভা ভোটের মুখে নতুন করে চাপে পড়েছে তৃতীয় মোদি সরকার৷ ইতিমধ্যেই আটকে গিয়েছে সরকার প্রণীত ওয়াকফ সংশোধনী বিল। বাতিল করা হয়েছে ইউপিএসসি ল্যাটারাল এন্ট্রি। চাপ বাড়ছে জাতিগত জনগণনা নিয়েও। এর উপরে এনডিএ শরিকদের প্রবল আপত্তি আছে অভিন্ন দেওয়ানি বিধি নিয়েও। চার রাজ্যের বিধানসভা ভোটের আগে মরিয়া হয়ে অগ্নিবীর প্রকল্প পরিমার্জনের সম্ভাবনা খতিয়ে দেখছে প্রতিরক্ষা মন্ত্রক।










spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...