Thursday, August 21, 2025

অগ্নিবীর নিয়ে ব্যাকফুটে মোদি সরকার! সংশোধন হতে পারে পুরো প্রকল্প

Date:

Share post:

বিরোধীদের চাপে পড়ে অবশেষে অগ্নিবীর (Agnivir) প্রকল্প সংশোধনের পথে হাঁটতে চলেছে মোদি সরকার৷ সূত্রের দাবি, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, হরিয়ানা ও জম্মু-কাশ্মীর বিধানসভা ভোটের মুখে বিপর্যয় ঠেকাতে এবার অগ্নিবীর প্রকল্প সংশোধনের কথা ভাবছে কেন্দ্র (Centre)। নতুন ভাবনায় অগ্নিবীর প্রকল্পের আওতায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত সেনা জওয়ানদের সুযোগ সুবিধে বহুগুণ বাড়িয়ে দেওয়ার কথা চিন্তা করা হচ্ছে।বর্তমান নিয়মে চার বছরের চুক্তিকালের পরে ২৫ শতাংশ অগ্নিবীরকে (Agnivir)  ভারতীয় সেনায় (Indian Army) পুনর্নিয়োগ করার কথা বলা হয়েছে৷ সরকারি সূত্রের দাবি, নতুন পরিকল্পনায় ২৫-র পরিবর্তে অন্তত ৫০ শতাংশ অগ্নিবীরকে তাদের চুক্তির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে ভারতীয় সেনায় নিয়োগের সিদ্ধান্ত হতে পারে। একইসঙ্গে বাড়ানো হতে পারে অগ্নিবীরদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধে। সূত্রের দাবি, সেনার সঙ্গে বহাল থাকা চুক্তির মেয়াদের পরে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে অগ্নিবীররা যাতে সহজ শর্তে ব্যাঙ্ক ঋণ পেতে পারেন সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি থাকছে শহিদ অগ্নিবীরদের পরিবারকে দেওয়া আর্থিক সাহায্য বৃদ্ধির সম্ভাবনাও৷অগ্নিবীর প্রকল্প নিয়ে মোদি সরকারের অস্বস্তি নতুন নয়৷ এবারের লোকসভা ভোটে বিভিন্ন রাজ্যে বিজেপির খারাপ ফলের জন্য দায়ী এই প্রকল্প বলে অভিযোগ বিজেপির ভোট পরবর্তী সমীক্ষা রিপোর্টে। এই প্রকল্প নিয়ে কেন্দ্র বিরুদ্ধে সবার আগে সরব হয়েছিল তৃণমূল৷ দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়ের নির্দেশে সংসদের ভিতরে ও বাইরে প্রতিবাদ জানান তৃণমূল সাংসদরা৷  এর পরে প্রতিবাদে সামিল হয় কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলগুলিও৷

এই আবহে চার রাজ্যের বিধানসভা ভোটের মুখে নতুন করে চাপে পড়েছে তৃতীয় মোদি সরকার৷ ইতিমধ্যেই আটকে গিয়েছে সরকার প্রণীত ওয়াকফ সংশোধনী বিল। বাতিল করা হয়েছে ইউপিএসসি ল্যাটারাল এন্ট্রি। চাপ বাড়ছে জাতিগত জনগণনা নিয়েও। এর উপরে এনডিএ শরিকদের প্রবল আপত্তি আছে অভিন্ন দেওয়ানি বিধি নিয়েও। চার রাজ্যের বিধানসভা ভোটের আগে মরিয়া হয়ে অগ্নিবীর প্রকল্প পরিমার্জনের সম্ভাবনা খতিয়ে দেখছে প্রতিরক্ষা মন্ত্রক।










spot_img

Related articles

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...

কালা আইন এনে দুর্নীতি দমন! বিজেপির দুই শীর্ষ মন্ত্রীর মিথ্যাচার ফাঁস তৃণমূলের

সংবিধান সংশোধন করে নরেন্দ্র মোদি দেশ থেকে দুর্নীতি তাড়াবেন। বুধবার সংসদে কালা কানুন (Black Bill) জারি করার প্রথম...