Thursday, August 21, 2025

আইএসএল-এর প্রথম ম্যাচেই নামছে মোহনবাগান, মাঠে নামার আগে কী বললেন কোচ?

Date:

Share post:

গতকাল ছিল আইএসএল মিডিয়া ডে। সেখানে ছিল ইন্ডিয়ান সুপার লিগের ছটি দল। সেখানেই আসন্ন মরশুম নিয়ে নিজের পরিকল্পনা জানালেন মোহনবাগান সুপার জায়ান্টের নতুন কোচ জোসে মোলিনা। জানালেন, ডুরান্ড কাপের ব্যর্থতা ভুলে আইএসএল-এ ফোকাস বাগান শিবিরের।

আইএসএলের ইতিহাসে অন্যতম সফল কোচ আন্তোনিও লোপেজ হাবাস। গতবছর মাঝ মরশুমে মোহনবাগানের দায়িত্ব নিয়ে দলকে আইএসএল লিগ-শিল্ড জিতিয়েছিলেন অভিজ্ঞ স্প্যানিশ কোচ। এবার সবুজ-মেরুনে হাবাসের উত্তরসূরি স্বদেশীয় জোসে ফ্রান্সিসকো মোলিনা। বাগানের নতুন স্প্যানিশ বস কি সেটা উপলব্ধি করছেন? একাদশতম আইএসএল শুরুর আগে মিডিয়া-ডে’তে উপস্থিত থেকে মোলিনা জানিয়ে দিলেন, অতীত নিয়ে তিনি অযথা চাপ নিতে চান না। অতীত ভুলে নামবেন নতুন মিশনে।

১৩ সেপ্টেম্বর আইএসএলের উদ্বোধনী দিনে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে নামছে গতবারের লিগ-শিল্ড জয়ী মোহনবাগান। মোলিনার কাছেও সবুজ-মেরুন সমর্থকদের একটাই দাবি, লিগ-শিল্ড জয়ের পাশাপাশি এবার আইএসএল ট্রফিটাও চাই। মোলিনা বললেন, ‘‘আমি কোনও চাপ নিচ্ছি না। দীর্ঘদিন কোচিং করাচ্ছি। জানি কীভাবে সাফল্য পেতে হয়। গত বছর মোহনবাগান খুব ভাল খেলেছিল। কিন্তু আমাদের অতীত নিয়ে পড়ে থাকলে চলবে না। বর্তমান নিয়ে ভাবছি।’’

হাতছাড়া হয়েছে ডুরান্ড কাপ। ডুরান্ড ফাইনালে দ্বিতীয়ার্ধে দল ভাল খেলতে না পারায় খেতাব হাতছাড়া হয়েছে। আইএসএলে ভুল শুধরে নিতে চান মোলিনা। তিনি বলেন, ‘‘ডুরান্ড ফাইনাল থেকে শিক্ষা নিতে হবে। ডিফেন্ডাররা নতুন। ওদের সময় দিতে হবে। আইএসএলে নতুন করে শুরু করতে চাই। খুব বেশি দিন প্রি-সিজন করতে পারিনি। এখনও অনেক জায়গায় উন্নতি দরকার। আশা করি, দ্রুত আমরা ভুলত্রুটি সংশোধন করে নেব।’’

বৃহস্পতিবার থেকেই আইএসএলের প্রস্তুতি শুরু করে দিয়েছেন মোহনবাগান কোচ। জানিয়ে দেন, আপাতত মুম্বই ম্যাচ নিয়েই ভাবছেন। তবে বিশ্বকাপার জেমি ম্যাকলারেনের মাঠে ফেরা নিয়ে ধোঁয়াশা বাড়ালেন মোলিনা। বিরক্ত স্প্যানিশ কোচ বললেন, ‘‘আমি চিকিৎসক নই। জেমি কবে মাঠে নামবে সেটা চিকিৎসকরাই বলতে পারবেন।’’

সাংবাদিক বৈঠকে ছিলেন দিমিত্রি পেত্রাতোস। তিনি বলেন, ‘‘নতুন মরশুমেও আমরা ভাল ফুটবল খেলতে চাই। ডুরান্ড হাতছাড়া নিয়ে ভাবছি না। আইএসএল, এসিএলে ফোকাস করছি।’’

আরও পড়ুন- প্রেমিকের হিংসার আগুনে থামল প্যারিস অলিম্পিক্সে অংশ নেওয়া রেবেকার দৌড়


spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...